শেখ জলিল এর ব্লগ

জাঙ্গল সাফারি দিন

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৮/০৫/২০০৮ - ৯:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বনের পাঁজরে বাজে মর্মর ধ্বনিরা বারবার
তার কথা মনে পড়ে 'জাঙ্গল সাফারি' দিনে
সুঠাম হাতির পিঠে চড়ে মেলে দু'পা চিতোয়ান বনে
হেঁটেছিলাম গহীন অরণ্যের ভাঁজে একদিন ভোরে
যদিও নরশার্দুল দেয়নি সাক্ষাৎ কোনো সেই ক্ষণে
দু'নয়ন ভরে দেখা হয়নি হ...


কেন যে কবিতা লিখি

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ৬:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন যে কবিতা লিখি!
কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি
খেয়েছে সুখের ধন, যাপিত তাবৎ জীবনের টুকিটাকি
পুড়েছে অন্তর, ভিতর বাহির, স্বপ্নীল চোখের মণি
বৃহস্পতি তুঙ্গেতে যখন এনেছে দারুণ শনি
তবু লিখেছি কবিতা কতো করেছি তাতেই বাস
...


তোমার দশটি আঙুল

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার দশটি আঙুল যেন শিল্পের কারিগর
মুগ্ধ হয়ে দেখি নিপূণ হাতের কারুকাজ-
যখন কবিতা লেখো শব্দের চাতুর্য্যে
দখিনা হাওয়া দেয় মনের কার্নিশে
মুগ্ধ হয়ে পড়ি সুগোছালো সকল পংক্তিমালা।
যখন ঝরাও সুর নতুন গানের
বসন্ত বাতাসে ভাসে ধ্বনি তা...


আমারে আন্ধার দিয়া

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ১৫/০৫/২০০৮ - ১২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমারে আন্ধার দিয়া তুমি যাইতাছো কই
আমি কি এতোই বোকা, ফেলনা খুদের খই?
বেবাকে চালাকি বোঝে, আমি বুঝ্মু না ক্যান
ধরছো ভড়ং তুমি, করছো বৈরাগী ধ্যান।
কার লাগি গঞ্জে যাও, তবকে খাও যে পান
তোমার চাই-ই যাওয়া, মানো না বৃষ্টি ও বান!
উশকো-খুশকো থা...


বিষ গেরো

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: মঙ্গল, ১৩/০৫/২০০৮ - ৩:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিতে দিতে সব শেষ করলেও অবশেষে
সম্পর্কের দেনা শোধ হয় না কিছুই
কিছু ঋণ থেকে যায় হৃদয়ের কাছে।
গোলাপের পাঁপড়ি এক এক করে খুলে
শেষ অব্দি যদি বলো 'হি লাভস মি নট'
তবুও থেকে যায় কিছু ভালোবাসার টান।

ভালোবাসার ক্ষুধা এমনই বুভুক্ষ কাতর
আস্...


নাইল্যার মা'র দিনকাল

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ১০/০৫/২০০৮ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাকে হারিয়েছি দু'বছর হলো। মা দিবসের প্রাক্কালে আজ তাঁর মুখচ্ছবিই ভাসছে দু'চোখে। শেষ সময়ে মা আমার বাসাতেই ছিলেন। মা প্রতি রোজায়ই ঢাকাতে আমার বাসাতে কাটান। সেবারও কাটালেন। শবে কদরের আগের দিন মা চলে গেলেন গ্রামের উদ্দেশ্যে। উপজে...


বাড়াভাতে ছাই

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ০৯/০৫/২০০৮ - ৯:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি কি কারুর বাড়াভাতে ঢেলে দেই ছাই
বেবাকে দেখলে রাহেলারে কোনো দোষ নাই!
গেরামের নামকরা রাহেলা মোল্লার বেটি
দোষ কী আমার সামনে করলে ছোটাছুটি!
দেখলেই আমি তারে পিছে তেড়ে আসে মোল্লা
ধড় থেকে বটি দায়ে নামাতে চায়-ই কল্লা।
আমি কী একাই যা...


আকাশ ও পাখির গল্প

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ০৭/০৫/২০০৮ - ৬:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভালোবেসে নাম দিয়েছিলো সে- আকাশ। নীলাম্বরী প্রেম বেঁধেছিলো বুকে বাসা। অনেক আকাশ, যোজন যোজন পথ পাড়ি দিয়ে শেষে শীতের কুয়াশা ছেড়ে চেয়েছিলো উষ্ণতার স্বাদ। মানে- একদিন পাখিটা উড়াল দিয়েছিলো মুগ্ধতার সুনীল দিগন্তে।

ততোটা উদার হতে পা...


শব্দকাহন

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ০৫/০৫/২০০৮ - ১০:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কলমের ডগায় আসছে কতো ঘাসগুল্মলতাপাতা
আগাছায় যাচ্ছে ভরে লেখার খসড়াগুলো
কবি তার জানে না কিছুই, মানে না নিয়মরীতি
যেন লিখতে পারলে সব শেষ হবে সৃষ্টির বেদনা!

আমরা যা বলি সব কথার কি থাকে মানে
আমরা যা শুনি সব শব্দ কি শ্রুতিমধুর?
বলায় শো...


দাও যে সূতায় টান

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ০৩/০৫/২০০৮ - ৬:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটু একটু করে দাও যে সূতায় টান
এ মন বিবাগী হয় বুকে কাঁপে যে পরান!
সংসারে আশার আলো হয় যদি প্রিয়
নিঃশেষ করে যে দাও সেই শিখাটিও।
আঁধারে আলোতে চলে এ কোন্ নতুন খেলা
কার লাগি কাঁদছে নয়ন এ ঘোর অবেলা?
আমার আমিতে তবে নেই কি গো আমি
আড়ালে কেন ...