কেন যে কবিতা লিখি

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ৬:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন যে কবিতা লিখি!
কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি
খেয়েছে সুখের ধন, যাপিত তাবৎ জীবনের টুকিটাকি
পুড়েছে অন্তর, ভিতর বাহির, স্বপ্নীল চোখের মণি
বৃহস্পতি তুঙ্গেতে যখন এনেছে দারুণ শনি
তবু লিখেছি কবিতা কতো করেছি তাতেই বাস
ভালোবেসে তাতেই এনেছি আরো বৈষয়িক সর্বনাশ!

মাথার উপরে সুনীল আকাশ কতো রঙছবি তার
বিশাল করেছে হৃদয়টা আরো চোখটাকে ক্ষুরধার
সবুজে শ্যামলে প্রকৃতির কাছে যতোনা গিয়েছি আমি
স্বপন বুনেছি দুই চোখে আরো প্রতিটি দিবসযামী
নদীখালবিলপাহাড়পর্বত দেখেছি যতোনা ঘুরে
হৃদয়ে জেগেছে প্রকৃতির গান অজানা নতুন সুরে।

কেন যে কবিতা লিখি!
পৃথিবীর সব ছুঁয়ে দেখা হলো, হলো নাতো ঐ মানুষের অন্তর
লেখার কলম তাইতো সচল আঁধারটা করি এফোঁড় ওফোঁড়
মানুষের কাছে বসে থেকে দেখি মানুষেরই আজব নানান রূপ
কবিতা রূপসী আজো বেঁচে মনে তাইতো বাঁচার মধুভরা সুখ!

২০.০৫.২০০৮


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

আহা ! দারুন জলিল ভাই !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নুরুজ্জামান মানিক এর ছবি

অসাধারণ ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মাহবুব লীলেন এর ছবি

কিছুই না হতে পারা দুঃখে ব্যর্থ মানুষগুলো একদিন কবি হয়ে যায়...

কবে যে লাইনটা লিখেছিলাম মনে নেই
আপনার লেখা দেখে আবার মনে পড়লো

তীরন্দাজ এর ছবি

কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি

সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিঝুম এর ছবি

কবিদের কাছা কাছি আমার আসতেই ইচ্ছে হয় না। কেননা তাদের কাছা কাছি এলেই বিষন্ন হতে হয়। তাই ঠিক ওই পথ মাড়াই না।

কবিতা ভালো লাগলো জলিল ভাই। কিছু কিছু লাইন আছে, যা বেশ ভাবনা জাগালো।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

আকতার আহমেদ এর ছবি

কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি

দুর্দান্ত !

শাহীন হাসান এর ছবি

তবু লিখেছি কবিতা কতো করেছি তাতেই বাস
ভালোবেসে তাতেই এনেছি আরো বৈষয়িক সর্বনাশ!
বুঝতে পারি মর্মকথা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কবিতা রূপসী আজো বেঁচে মনে

শেখ জলিল এর ছবি

বেশ ক'দিন পরে এলাম। তাই ধন্যবাদ দিতে দেরী হলো। সবাইকে শুভেচ্ছা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।