কাঁদছে মানবতা নীরবে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ১৫/১০/২০১১ - ১০:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অরণ্যে কমছে শ্বাপদ, বাড়ছে জনপদে
রাষ্ট্রে রাষ্ট্রে খুন, আছে হিংসা প্রতিপদে।
নিজেদের কেউ কখনও পড়লে বিপদে
তেড়ে আসে পশুরাও তার প্রতিরোধে
আসে না মানুষ শুধু বাঁচাতে স্বজাতে!

কাক কোনোদিন খায় না কাকের মাংশ
মানুষেরা মানুষের খায়
গ্রেনেড গুলি, বুকেতে ছুরি, শিরচ্ছেদে
কতো আদমের প্রাণ যায়!

দ্যাখো বিশ্ব চরাচরে মানুষে বিদ্বেষ
বাড়ছে নিষ্ঠুর নৃশংসতা
কাঁদছে নীরবে মানবতা একা ঘরে
নামছে মৃত্যুর শীতলতা।

শেখ জলিল ১৪.১০.২০১১


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

শুধু মধ্যরাতেই ঘন নিদ্রায় আমাদের চেতনার বিকাশ ঘটে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথম বাক্যটাই কঠিন

______________________________________
পথই আমার পথের আড়াল

কর্ণজয় এর ছবি

*****

কল্যাণF এর ছবি

গুল্লি

সৈয়দ আফসার এর ছবি

কাঁদছে মানবতা নীরবে

আমাদের চোখের পাশে কাঁদছে নীরব মানবতা

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

চলুক চলুক চলুক

প্রখর-রোদ্দুর এর ছবি

যেদিন থেকে প্রকৃতি সাজানোর বুদ্ধি ঢুকলো মানুষের মধ্যে সেই দিন থেকে ..... অস্তিত্বহীন এক ভুতুড়ে সভ্যতার ম্যাপ আঁকা হচ্ছে পৃথিবীর বুকে।
যাদের জংলী বলি তাদেরি উচ্ছ্বেদ করে তৈরী করেছি একের পরে এক মৃত্যুর ডেমো ....

কাঁদছে মানবতা নীরবে ...

তানিম এহসান এর ছবি

চলুক চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।