My Architect (পুরো ভিডিও)

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: শনি, ১২/০১/২০০৮ - ১১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তানভীরের চমৎকার রিভিউ পড়ে নেট ঘাটতে বেরুলাম। অসাধারণ একটা ছবি। বাঙ্গালী মাত্রই এই ছবি দেখে ইমোশনাল না হয়ে পারে না... কোথাও না কোথাও তো থাকবেই। পেয়েও গেলাম - YouTube-এ এক সুহৃদ পুরো ডকুমেন্টারিটাই আপলোড করে দিয়েছেন। সচলের পাঠকদের জন্যে তুলে দিচ্ছি ২০০৩ সালে নির্মিত ন্যাথানিয়েল কানের My Architect। ছবিটি ১১৬ মিনিট লম্বা।


১/১১


২/১১


৩/১১


৪/১১

৫/১১

৬/১১

৭/১১

৮/১১

৯/১১

১০/১১

১১/১১


মন্তব্য

সবজান্তা এর ছবি

হায়রে আমার অভিশপ্ত দেশ। ১০ কিলোবাইট পার সেকেন্ডের লাইন দিয়ে এতগুলো ভিডিও দেখার বিলাসিতা করার মত অবস্থা আমার নাই ।

অথচ দেখার ইচ্ছাও ১৬ আনা ছিলো।

কোন সুহৃদ যদি, সম্পূর্ণ ভিডিও ফাইলটি ( মানে একটি সিঙ্গেল ফাইলে ) কোন একটি হোস্টিং এ আপলোড ( পাব্লিক হোস্টিং হলে ড়্যাপিডশেয়ার ই ভালো আমার জন্য ) করে দিতে পারেন ?

আমি জানি, তা কপিরাইট তথা সচলের নীতির পরিপন্থী। তারপরও কোন হৃদয়বান যদি করে অন্তত আমাকে একটি প্রাইভেট মেসেজও পাঠান, সবজান্তা চিরকৃতজ্ঞ থাকবে।
----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সুবিনয় মুস্তফী এর ছবি

এর ডিভিডি কিন্তু দেখেছি রাইফেলস প্লাজায়। তাই নেট স্পীড কম হলে কষ্ট করে অনলাইনে দেখতে হবে না।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ সবজান্তা
খুঁজে পেলাম টরেন্টে। সাইজ অবশ্য বিশাল - ১.২১ গিগাবাইট! এই মুহূর্তে সীড করছে ছয় জন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানভীর এর ছবি

ভিডিওটা খুঁজে বের করে লিঙ্ক দেয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক দিন পরে আবারো দেখলাম।

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

মাশীদ এর ছবি

ধন্যবাদ আবার এই অসাধারণ ছবিটার কথা মনে করিয়ে দেবার জন্য। আজকেসহ গত দু'বছরে ৩ বার এটা দেখলাম। খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রতিবার দেখে ঠিক একইরকম ভাল লেগেছে, ঠিক একইভাবে ইমোশোনাল হয়ে পড়েছি, বিশেষ করে একদম শেষে সংসদ ভবনের অংশে এসে।

অদ্ভুত একটা ডকিউমেন্টারি। এত সেনসিটিভিটি নিয়ে বানানো যে মন ভীষণ উদাস হয়ে যায় আর ভীষণ মায়া লাগে। এই এখন যেমন লাগছে।

আপনাকে আবারো অনেক ধন্যবাদ এটা আপলোড করার জন্য।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুবিনয় মুস্তফী এর ছবি

ছবির মিউজিক দুর্দান্ত লেগেছে।
আমার কাছে আরো ভালো লেগেছে বিশ্বখ্যাত আর্কিটেক্টদের সাক্ষাৎকার। এর আগে কান'কে কেবল সংসদ ভবনের স্থপতি বলেই জানতাম। ল্যুভ্‌ মিউজিয়ামের সামনে পিরামিড ডিজাইন করে আই এম পেই, বা বিলবাও-এর গুগেনহাইম যাদুঘর বানিয়ে ফ্র্যাংক গ্যেরি'র খ্যাতি ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই তুলনায় কান household name হতে পারেননি। কিন্তু পেই বা গ্যেরি বা স্বয়ং ফিলিপ জনসনের মুখেই কানের অকুন্ঠ প্রশংসা শুনে অনুমান করা যায় যে স্থাপত্যের ক্ষেত্রে তার মর্যাদা কতখানি।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সৌরভ এর ছবি

আপাতত, প্রথম আর শেষ অংশটা দেখলাম।
কৃতজ্ঞতা।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ধ্রুব হাসান এর ছবি

ধন্যবাদ সুবিনয় আবার এই অসাধারণ ছবিটার কথা মনে করিয়ে দেবার জন্য এবং এখানে আপলোড করার জন্য।

স্নিগ্ধা এর ছবি

সত্যি তাই, বারবার দেখেও একই রকম ভালো লাগে! তবে প্রথম যখন দেখি সবচেয়ে striking লেগেছিল সংসদ ভবনে প্রাতঃর্ভ্রমণ করতে আসা দুই ভদ্রলোক যে কাণ'এর নাম অবলীলায় বলে দিতে পারেন, অন্যান্য দেশে বোধহয় ন্যাথানিয়েল এটা পান নি। আমাদের বাবা মা'দের জেনারেশন এর (শিক্ষিত) মধ্যবিত্তের এই ব্যাপারটা ছিল, এখন আর ঠিক বুঝতে পারিনা আমাদের ও থাকবে কিনা।

সুবিনয় মুস্তফী এর ছবি

প্রাতঃর্ভ্রমণ করতে আসা দুই ভদ্রলোক যে কাণ'এর নাম অবলীলায় বলে দিতে পারেন

হাহা প্রথমজন তো লুইস ফারাখানের নাম বলে দিয়েছিলেন। বেইজ্জতি অবস্থা আরেকটু হলে... যেখানে ফারাখান তার কথিত ইহুদি-বিদ্বেষের জন্যে বিতর্কিত!!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অমিত আহমেদ এর ছবি

ইউটিউব দেখা সম্ভব নয়।
ফাহিম থেকে ডিভিডি কিনতে হবে কাল।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

ফারুক হাসান এর ছবি

দেখতে হয়!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

স্নিগ্ধা এর ছবি

নীল sweater কিন্তু প্রথমেই লুই কাণ বলেন, প্রথমজন একটু বেশী কথা বলেন কিনা, আর বেশী কথা বললে ব্যাড়গোড় তো লাগেই হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কালকে বসে বসে পুরাটা দেখলাম। ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।