আঠারবাকি আর অন্যদের জন্য

সুরভি এর ছবি
লিখেছেন সুরভি [অতিথি] (তারিখ: রবি, ০৬/০৭/২০০৮ - ২:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নদীর নাম আঠারবাকি,আঠারোটি বাঁক ছিল তার, যখন তাকে নদী বলে চিনতো সবাই। আজ চেনা যায়না তাকে, শীর্ন শরীরে বাঁক থাকা আর না থাকা! নদীর কি বৃদ্ধ হওয়া চলে? এ নদী দেখে মনে হয় বৃদ্ধ হয়েছে , বাঁচবে না বেশিদিন।

একসময় জাহাজ চলতো,পরে চলেছে বড় লঞ্চ ছোট লঞ্চ, এখন নৌকা হলে চলে, না হলে কাপড় গুটিয়ে নদী পার হওয়া যায়।

মনে পড়ে জোয়ার ভাটার খেলায় রুপ বদলানো প্রশস্থ আঠারবাকির কথা,দুই পারে ভিন্ন লোকালয় ভিন্ন উপজেলায়।

এপার থেকে ওপারের মানুষের চেহারা পরিষ্কার দেখা যায় না, নদীর দিকে তাকিয়ে জুড়িয়ে যেত প্রাণ॥ মাটির বুকে স্রষ্ঠার আচঁড়ে আকাঁ নদীর একে বেঁকে চলে যাওয়া দেখে মনে হোত চলা এর নেশা, থেমে যওয়া না, হারিয়ে যাওয়া না

কিন্তু আজ হারিয়ে যাচ্ছে আঠারবাকি, ইছামতি, রুপসা, ভৈরব, মধুমতি, চিত্রা সবাই। প্রতিদান ছাড়াই যুগ যুগ ধরে অফুরন্ত ভান্ডার উজাড় করে দিয়েছে আমাদের জন্য আর এখন ?

আমরা তাদের হারাতে বসেছি , অপারগআয় নাকি উদাসীনতায়? উপায় এখনো আছে

একদিন টেলিভিশনে দেখলাম ডঃ শমশের আলী বলছিলেন, নদী খননের যন্ত্রপাতি বিদেশ থেকে না এনে খরচ বেশী হলেও দেশে বানানোর জন্য প্রযুক্তির প্রয়োগ করা অধিক লাভজনক। ভাল লাগলো ধারণাটা, নিজস্ব যন্ত্রপাতি দেশে থাকলো, প্রয়োজনে ব্যবহার করা গেল

নদী বাচঁবে, আমরা বাচঁবো, ভবিষ্যত প্রজন্মকে ভাল কিছু দিয়ে যাবার অহংকার করতে পারবো


মন্তব্য

shurovee এর ছবি

ধন্যবাদ। মনে রেখে মেনে চল বো ।

সুরভি এর ছবি

সুরভি
ধন্যবাদ।

সুরভি

অমিত আহমেদ এর ছবি

হুম।
কোথায় নদীটা?


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সৌরভ এর ছবি

আহা নদী!


আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


আবার লিখবো হয়তো কোন দিন

ফারুক ওয়াসিফ এর ছবি

অনেক পরের মানুষ রায় দেবে, বিশ শতকের শাসক-সুবিধাভোগীদের সবচে বড় অপরাধ হচ্ছে পৃথিবীর সবচে ভারসাম্যপূর্ণ ও সুন্দর-সমৃদ্ধ একটি দেশের প্রকৃতিকে তছনছ করা। আর এর মধ্যে নদী হত্যা হলো সবচে মারাত্মক। কোনো কিছু করেই এর পরিপূরণ আর সম্ভব হবে না। হা দেশ, হা আমাদের সহনশীলতা!!!

ভাল লিখেছেন সুরভি।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

রায়হান আবীর এর ছবি

হুম।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কীর্তিনাশা এর ছবি

আমারো একটা নদী আছে। সে নদীর নাম বিশখালি। উপকুলিয় অঞ্চলে হওয়ায় সে নদী চিরযৌবনা। এপাড় থেকে ওপাড় দেখা যায় ধোঁয়া ধোঁয়া। গ্রামে গেলে সে নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা চাই'ই চাই আমার। অথবা নৌকা নিয়ে নদীর মাঝে ঘোরাঘুরি। গ্রীস্মে বর্ষায় মাঝে মাঝে সে নদী ফুঁসে ওঠে। এক একটা বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে তীরে। তখন তার রূপ দেখে বুকে কাঁপন লাগে। বিশখালি আমার জীবনে প্রেরনা জোগায়।

নদীর মর্ম তাই আমি বুঝি। আর সবকিছু হারাবার সাথে আমরা এখন ধীরে ধীরে নদীও হারাচ্ছি। কোথায় গিয়ে ঠেকবো শেষ পর্যন্ত আমরা?

-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

এটা কি সিজন বদলের জন্য ? হয়ত গ্লোবাল ওয়ারমিং এর জন্যও হতে পারে। মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ফেরারী ফেরদৌস এর ছবি

নদী ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন, তারা করেন কী সেটাই আমি ভেবে পাই না! এই যে এত এত নদী নাব্যতা হারাচ্ছে, রীতিমত বিলুপ্তির পথে, কর্তৃপক্ষের টনক নড়ে না কেন? ভবিষ্যৎ প্রজন্মকে নদী তো দিতেই পারবো না, সরু কিছু খাল-বিল রেখে যেতে পারি কিনা সেটাই দেখার বিষয়।

লেখককে ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখার জন্য।

সুরভি এর ছবি

মুশফিকা মুমু লিখেছেন:
এটা কি সিজন বদলের জন্য ? হয়ত গ্লোবাল ওয়ারমিং এর জন্যও হতে পারে। মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍
সুরভি
জবাব. পরের টা , যেখানে মানুষের ভূমিকা আছে ,প্রকৃতির সাথেৎ

সুরভি

উদভ্রান্ত এর ছবি

সুরভী আপনার লেখায় মন্তব্য করা যাচ্ছে কিনা দেখলাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখাটা ভালো লাগলো সুরভি... চালিয়ে যান... দেশের নদীগুলোর অবস্থা চরম খারাপ। ব্লগার ফারুক ওয়াসিফের তত্ত্বাবধানে একটি সংকলন বেরিয়েছিলো গতবছর বিশ্ব পরিবেশ সম্মেলনের আগে... সেখানে মৃতপ্রায় ১৭টি না ১৮টি নদী চিহ্নিত করা হয়েছিলো... এখানে নদী নিয়ে আগেও লেখা হয়েছে... শামীম ভাই লিখেছেন বুড়িগঙ্গা নিয়ে...
আপনার এই নদীর নাম আগে শুনিনি... নামটা ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিরিবিলি এর ছবি

নদীগুলোর দিকে এখন আর তাকানো যায় না। তাকানোর আগে চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছা করে।

নদী বাচঁবে, আমরা বাচঁবো, ভবিষ্যত প্রজন্মকে ভাল কিছু দিয়ে যাবার অহংকার করতে পারবো।

আসলেই এবার এগিয়ে আসা উচিত।

ধুসর গোধূলি এর ছবি

- হায়রে নদী!
সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম আমার দেশের প্রধান খাবার নিয়ে। বলছিলাম আমরা ভাতে মাছে বাঙালী। কারণ আমাদের দেশে প্রচুর নদী। মাছও তাই অনেক। সহজলভ্য বলে সবাই মাছই খায়। কিন্তু পরেই মনে হলো, হায় হায় কী বলছি আমি! আমাদের দেশে এখন আর নদী কই! সস্তায় মাছ খায় এমন একটি পরিবার কোথায়! মধ্যবিত্তরা সবাই তো এখন 'ব্রয়লার মুরগী প্রজন্ম'। নিম্নবিত্তরা মাছ দেখে স্বপ্নে। কুলকুল করা বহমান নদী গুলোর ঠাঁই হয়েছে স্মৃতিতে। তাইলে কেম্নে কী!
কথা ঠিক করে নিয়ে বললাম, কিছু মনে করো না। আমি খানিকটা ভুল তথ্য দিয়েছি তোমাকে। আমাদের দেশে এখন আর নদী নেই। সব শুকিয়ে গেছে কিংবা যাচ্ছে। লোকটা জিভে কামড় কেটে বলেছিলো, "লাইক ডেজার্ট!"- আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলাম "হ্যাঁ, অনেকটা সেদিকেই হাঁটছি আমরা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুরভি এর ছবি

খুলনার ভৈরব নদী থেকে শুরু বাগেরহাটের ভিতর দিয়ে চলে গেছে আঠারবাকি পড়েছে মধুমতি নদীতে ৎ

সুরভি

পলাশ দত্ত এর ছবি

এই নদীটা কোথায়?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সুরভি এর ছবি

সুরভি
বৃহত্তর খুলনায় ৎ বেশীদিন দেরী করলে আর কি খুজেঁ পাবেন ?
ধন্যবাদ ৎ

সুরভি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।