সাহেব -বিবি -গোলামের বাক্স

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শনি, ১৯/০৪/২০০৮ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালকের (বার্তা বিভাগ) সামায়িক বরখাস্তের জন্য যদি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে দায়ী করা হয় তাহলে মনে হয় খুব দোষের কিছু হবেনা। কি দরকার ছিলো এভাবে একজনের চাকুরি খাওয়ার। শাহিদা আলম নিশ্চই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে দুস্বপ্নে দেখে চমকে উঠছেন... একটি কলামের এতো তড়িৎ এ্যাকশন!!

শাহিদা আলমের অপরাধ ১১ এপ্রিলের বায়তুল মোকারমের মৌলবাদীদের তান্ডবের সংবাদটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়নি। এখন বিষয় হচ্ছে যে সংবাদটি ১১ তারিখের বাংলাদেশের সব কয়টি গনমাধ্যমে প্রচারিত হয়েছে সেটি কেন বাংলাদেশ টেলিভিশন প্রচার করলো না??

আমার খটকা লাগছে কর্তা ব্যক্তিরা যদি ১১ তারিখে কিংবা ১২ তারিখে অথবা মতিউর রহমানের কলাম লেখার পূর্বে শাহিদা আলমকে বরখাস্ত করতেন তাহলে এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাতাম। বুঝা যেত কতৃপক্ষ আসলেই নিরপেক্ষ সংবাদ পরিবেশণ না করায় কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। যেহেতু বিষটি নিয়ে সমালোচনা হয়েছে তাই বলির পাঠা হলেন শাহিদা আলম! তাহলে এমন অনেক বিষয় আছে যে গুলো নিয়ে কেউ লিখে না। সেক্ষেত্র বিবিটিভির ভূমিকা কি ?? তারচেয়ে বরং বার্তা বিভাগকে স্বাধীন ভাবে কাজ করতে দিলেই তো ল্যাঠা চুকে যায়।
বিষয়টি এমন দ্বাড়ালো যে সারাদিন মানুষ বিটিভির সংবাদ দেখবে আর কি কি সংবাদ বিটিভি মিস করেছে আর ভুল সংবাদ আর ভূল উচ্চারনে সংবাদ পরিবেশন করেছে সেগুলো নিয়ে কলাম লিখবে তার পরদিন ঐব্যক্তির উপর স্টিম রুলার চালানো হবে, এটি কোন নীতি মালার মধ্যে পড়েনা।

শাহিদা আলমের মতো যারা বার্তা বিভাগের দায়িত্বে থাকেন তারা সব সময় বুঝে উঠতে পারেননা আসলে কি করলে কর্তা ব্যক্তিরা খুশি হবেন? অতীতে গেছে এসকল ক্ষেত্রে যদি ঐ দিন কোন সাহেব -বিবি গোলামদের সংবাদ পরিবেশন না করে যদি বায়তুল মোকাররমে ক্যামেরা পাঠানো হতো তাহলে হলে ঐ সাহেব বিবিদের সংবাদ পরিবেশন না করার দায়েও শাহিদা আলমদের উপর খড়গ নেমে আসতো। আমাদের সময়ে একটি ভালো কলাম লিখেছেন সৈয়দ বোরহান কবির। তার এই লিখাটি আমাকে অনুপ্রানীত করেছে ।

তাই শাহিদা হয়তো ভেবেছেন বায়তুল মোকাররমের সংবাদ পরিবেশন না করে কর্তাব্যক্তিদের সুনজরে আসবেন কিংবা হয়তো সেদিন বিটিভির ক্যামেরা ক্রু সরকারী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ আর উপদেষ্টা পরিষদের প্রোটকল দিতে এতই ব্যস্ত ছিলো যে ফিল্ডের সংবাদ সংগ্রহ করার বিষয়টি আমলেই নেয়নি। কারণ অতীতের বিটিভির সংস্কৃতি এমনটাই অনুস্বরণ করে এসেছে। তাই পুরো দোষটা শাহিদা আলমকে কি দেয়া যায়?? তাও হয়তো তিনি রক্ষা পেতেন , ভেজালটা বাঁধালেন প্রথম আলোর সম্পাদক সাহেব!


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

পলিটিক্সের ভেতরে রাজনীতি!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

থার্ড আই এর ছবি

'গরু মেরে জুতা দান '
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

স্বপ্নাহত এর ছবি

অন্যকে বরখাস্ত করায় প্রভাবক হিসেবে কাজ করার জন্য মতিউর রহমানকেও বরখাস্ত করা হোক!!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

থার্ড আই এর ছবি

মতিউর রহমানকে বরখাস্ত করলেই কি এই সমস্যার সামাধান হবে ?
বরং সমস্যার সমাধান না করে কর্তাব্যক্তিদের এই ভাবে একজনকে বলির পাঠা হিসাবে বেছে নেয়ার সংস্কৃতি বন্ধ করাটা জরুরী। নিজেদের ভুল সব সময় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে আই ওয়াশ একটা নিয়মে পরিনত হয়ে গেছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অমিত আহমেদ এর ছবি

সবসময়ই দেখি সাময়িক বরখাস্ত।
তথ্যের জন্য ধন্যবাদ থার্ড আই।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

বিপ্লব রহমান এর ছবি

-১/১১ র তথাকথিত 'বিপ্লবী সরকার' আন্তরিক হলে বিটিভিকে অনেক আগেই স্বায়ত্বশাসন দিতে পারতো। এটি মাত্র এক মাসেই করা সম্ভব বলে আমার বিশ্বাস।

আওয়ামী লীগ সরকারের শেষাংশে বিটিভির স্বায়ত্বশাসন সম্পর্কিত একটি খসড়া নীতিমালাও হয়েছিলো। সে নীতিমালাটি সে সময়ই গ্রহণযোগ্য বলে কাগজে বেশ লেখালেখি হয়। কিন্তু পরে এটি আর আলোর মুখ দেখেনি।

-দেশের একমাত্র টেরিস্টোরিয়াল টিভি চ্যানেল বিটিভি বিগত সরকারগুলোর সময়ই সাহেব-বিবি-গোলামের বাক্স ছিলো। তবে এখন বোধহয় এটি শুধু সাহেব ও গোলামসমূহের বাক্স।

-তাই বিষয়টি আসলে মৌলবাদী আস্ফালনের নিউজ মিস করা নয়, মতিউর রহমান বা শাহিদা আলম নয়, বিষয়টি হচ্ছে বিটিভির স্বায়ত্বশাসন।

-এই অন্তত একটি বিষয়ে মতিউর রহমানকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয়, তার লেখার অন্তর্নিহিত অর্থও তাই- বিটিভিকে স্বাধীনভাবে চলতে দেওয়া।

-কর্মক্ষেত্রে অনেক সহকর্মীকে দেখি, বিটিভির সাংবাদিকদের পুরনো প্রযুক্তির ভাড়ী ভাড়ী ক্যামেরা নিয়ে মন্ত্রী/ উপদেষ্টা/ সরকারি আমলাদের পেছনে ছুটোছুটি করতে দেখে হাসাহাসি করতে। ...আমি অবশ্য মনে মনে তাদের জন্য সহমর্মীতা বোধ করি। কারণ আমি অনুমান করি, তারা বড়ই অসহায়!

-আপনাকে অনেক ধন্যবাদ@ থার্ড আই।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

মতিউর রহমান বলেই এই লেখাটি তিনি সাহস করে লিখতে পেরেছেন। আমি তাকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি এই উচ্চারণটি আরো জোড়ালো হবে এই প্রত্যাশা আমাদের। আমার অঙ্গুলি ঠিক যেই দিকে ছিলো আপনার মন্তব্যে সেটি আরো পরিস্কার ভাবে ফুটে উঠেছে। আপনাকে ধন্যবাদ।
তবে অন্য সকল টেলিভিশনগুলোর টেলিস্ট্রিয়াল সুবিধার বিষয়টিও মনে হয় আলোচনার দাবী রাখে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আহমেদুর রশীদ এর ছবি

স্বায়ত্বশাসনই সমাধান।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

থার্ড আই এর ছবি

এই সরকারের আমলেই আসলে এই সুযোগটি সবচে বেশী ছিলো।
তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিটিভি সাহেবদের বক্স হয়েই থাকবে।
আবার নির্বাচিত সরকার আসলে সাহেব -বিবি -গোলাম
অতএব ....স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা।
উভয় সংকট।

থার্ড আই এর ছবি

সংকটেরই বিহ্বলতায় নিজেরে কর জয় !
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।