দূরত্ব দুই ফুট !

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ৭:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুব কাছা কাছি বসতে গিয়ে বার বার পিছু সরে যায় অলক, এর আগেও ঠিক এই পার্কে অলক মুনিয়ার সাথে বসেছে বহুবার। সংসদ ভবন চত্বরের উদ্যানে বসতে গিয়ে মুনিয়া অলককে এমন আড়ষ্ঠ দেখেনি । মুনিয়া মিট মিট করে হাসে।
-কি ব্যাপার অলক এভাবে ছটফট করছো কেন?
-কিছু না।
-পাশে এসে বসো ।
অলক ইতস্তত করে,খানিকটা এগিয়ে গিয়েও থেমে যায়। মুনিয়া এবং অলকের দুইজনের মাঝখানে এতটাই ফাঁক যে অনায়াসে আরো এক জন বসা যাবে।
-কি ব্যপার এতোদিন বাইরে থেকে তুমি এত লাজুক লতা হয়ে গেলে কেমন করে অলক ?
-অলক চুপ করে থাকলেও মুনিয়াকে পার্কের সাইন বোর্ডের দিকে ইশারা করলে থমকে যায় মুনিয়া !
দুই ফুট দূরত্ব বজায় রাখিয়া বসুন

আপনার সাথে যদি কোন মহিলা থেকে
থাকে আর ঐ মহিলা আপনার সর্ম্পকে
যাই হোন না কেন বিশ্রাম বেঞ্চে গল্প
করারা সময় কমপক্ষে ২ ফুট দূরত্ব
বজায় রেখে বসবেন। নিয়ম ভঙ্গ
করলে আপনাকে স্পট ত্যাগ করার
জন্য বলা হবে। মনে বাখবেন
আপনার ব্যবহার ভদ্রতার পরিচয়।

মুন চল আমরা বরং হাটি, সংসদ ভবনের পাশদিয়ে বিশাল এই পাকা রাস্তাটা দারুন, বসে কাজ নেই।
হাটতে হাটতে অলক আর মুনিয়া ফার্মগেটের কাছা কাছি চলে এসেছে, দূর থেকে অলকের নজর এসেছে একটা বিলবোর্ড, 'বাচঁতে হলে জানতে হবে' এইডসের সচেতনতা মুলক বিজ্ঞাপনটাও চোখ এড়ায়না অলকের, রঙ দিয়ে কনডম ব্যবহার করুন শব্দগুলোও মুছে দেয়া হয়েছে !
অনেক কিছু বদলেছে ঢাকার। দুই বছরে সেই পুরোনো ঢাকার অনেক পরিবর্তন.....
মুনিয়া অলককে এক নতুন ঢাকার সাথে পরিচয় করিয়ে দেয়। অলক মনে মনে ভাবে ইটালী বিখ্যাত সেই মাইকেল এন্জেলোর ভাস্কর্ষের কথা। সামান্য এই এইডসের বিজ্ঞাপন সহ্য হয়না, আর মাইকেল এঞ্জেলোর ভাস্কর্যের কথা তো ভাবাই পাপ।
দ্বাড়িয়ে পিশাব করা নিষেধ !

দেশে বিদেশে সংস্কৃতির পার্থক্যটা মেনে নেয় অলক.....তবে এইবার দেশে এসে দুই ফুট দুরত্ব রেখে মুনিয়ার সাথে বসতে হবে এমন বিষয়টা অলক মেনে নিতে পারছে না....

-এই অলক মিন মিন করে কি বলো...??
-কিছু না....

মুনিয়া আর অলক হাটতে হাটতে ফার্মগেটের ট্রাফিক লাইটে এসে দ্বাড়িয়েছে।
-অলক, রাস্তাটা অন্তত হাত ধরে পার করো... আমার ভয় লাগছে...
অলক মুনিয়ার হাত ধরতে গিয়ে ও ছেড়ে দেয়, কি জানি হয়তো কোথাও লিখা আছে 'মেয়েদের হাত ধরে রাস্তা পার করা নিষেধ' !


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

খাইসে এইরকম নোটিশ থাকে নাকি পার্কে!! অ্যাঁ
আসলে পার্কে টার্কে যাওয়ার অভিজ্ঞতা নাই তো! মন খারাপ

তবে মুল থীমের সাথ একমত। সবাই কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন গোড়ামীতে ভরে যাচ্ছে চারিদিক। একটু আগে অফিসে আসার পথেও একটা এইডস এর বিজ্ঞাপনে হলুদ কালি দিয়ে ঢেকে ফেলতে দেখলাম 'কনডম' শব্দ টাকে। হয়তো দুনিয়াতে কিছু পাচ্ছে না বলেই! আখেরাত এর দিকে ভিড়তে চাইছে। এমনিতেও তো না খেয়ে মরবে সবাই কিছুদিনের মধ্যেই! মন খারাপ

কিন্তু ধার্মিক হতে যেয়ে কেন যে সবাই গোড়া হয়ে যায় বুঝিনা।

---
স্পর্শ

থার্ড আই এর ছবি

হুম আপনারা পার্কে গিয়া আজ কাল কি করেন কে জানে, কই আমাগো সময়ে তো এমন ছিলোনা!
আগেকি সুন্দর দিন কাটাইতাম....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

দুই ফুট দূরত্ব বজায় রাখিয়া বসুন

এইটা কিছু না
ছেলেটার গায়ের গন্ধে যাতে মেয়েটা উঠে দৌড় না দেয় সেইজন্য এই ব্যবস্থা

০২

হাত ধরে রাস্তা পার হওয়া কিন্তু বিপজ্জনক
একবার শাহবাগে হাতধরে রাস্তা পার হচ্ছি
সে পার হয়ে গেলো কিন্তু আমি আটকে গেলাম
এবং দুজনের ধরা হাতের ঠিক মাঝখানে এসে একটা রাম গুতা মারল এক রিকশা

আরেকবার পার হচ্ছি গুলশানের রাস্তা
এবার কোনোমতে পার হলাম কিন্তু পেছন থেকে রিকশাওয়ালা আওয়াজ দিলো
_ আপা গেরামের পাবলিক নিয়া ঢাকার রাস্তায় হাঁটেন ক্যা?

সুতরাং হাত ধরাধরি করে রাস্তা পার না হওয়াই ভালো
আর ফার্মগেট?
আমি একবার টেক্সিক্যাব ধরে ফার্মগেটের রাস্তা পার হয়েছি
ওখানে গেলেই মনে হয় ডানবাম তাকালেও আকাশ কিংবা পাতাল থেকে যে কোনো সময় যে কোনো গাড়ি এসে গুতা মারবে

সুতরাং হাত ধরাধরি করে রাস্তা না পার হওয়াই ভালো

ধুসর গোধূলি এর ছবি
থার্ড আই এর ছবি

ছেলেটার গায়ের গন্ধে যাতে মেয়েটা উঠে দৌড় না দেয় সেইজন্য এই ব্যবস্থা

কি যে কন গুরু ছেলেডা গেলো লন্ডন থাইক্কা....তাও গায়ে গন্ধ থাকে ক্যামনে !! গা গোসল ধুইয়্যা, দাড়ি কামাইয়্যা, দামী পারফিউম মাইখ্যা .....দুই বছর পর মুনিয়ার লগে ডেট মারতে গেলো....তার পরেও গায়ে গন্ধ !!
ভয় নাই হাত ধইরা শেষ পর্যন্ত অলক মুনিয়ারে রাস্তা পার করেনাই ।
_
আপা গেরামের পাবলিক নিয়া ঢাকার রাস্তায় হাঁটেন ক্যা?

বস , যে রিক্সাওয়াল আপ্নেনেরে গেরামের পাবলিক কইসে হেতে আসলেই একটা রিক্সাওয়ালা।
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

হো হো হো

মাহবুব লীলেন ভাই এর কমেন্টে জাঝা !!!

---
স্পর্শ

মুশফিকা মুমু এর ছবি

তৃতীয় নয়ন ভাই কি এবার দেশে গিয়ে কি করবেন আপনার সেসব পারসোনাল প্ল্যান ভুলে পাবলিশ করে দিলেন ?খাইছে তা আশাকরি দেশ থেকে ফিরে সবাইকে জানাবেন রাস্তা পার হয়ে কি হল খাইছে
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

আপ্নে দেখি খালি পেরাইভেট প্রশ্ন জিগান....?? রাস্তা পার হয়ে আর কি হবে.....?
অলক মুনিয়ার হাত ধরে লেডিস পার্কের দিকেই পা বাড়াবে।

----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দৃশা এর ছবি

আহা অলক মুনিয়ারে ওই পার্কে না পাঠাইয়া লেডিস পার্কে পাঠাইতেন। মিসটেক হইয়া গেল। এই পার্কের বৈশিষ্ট্য হইল এখানে কারো মাঝে কোন দুরত্ব থাকে না... কপোত কপোতীরা একে অপরের কোলে উইঠা বইসা থাকে। নেক্সটবার কইলাম ওদেরকে এদিকে পাঠাইয়েন।

দৃশা

থার্ড আই এর ছবি

অলক অতি ভীতু প্রকৃতির, হাত ধরিতেই উহার এক জীবন চলিয়া যায়...আর কোলে উঠিয়া বসা সেতো স্বপ্ন !!

তবে কোলে উঠিয়া না বসিলে দন্ড প্রাপ্ত হইতে হইবে এই জাতীয় কিস্যু লিখা থাকে তাহলে অলক হয়তো চেষ্টা করিয়া দেখিবে।
-----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তীরন্দাজ এর ছবি

সত্যি সত্যিই এমন সাইনবোর্ড আছে? সেলুকাস! লেখার জন্যে <অতি উত্তম!>!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

থার্ড আই এর ছবি

সেলুকাস মরিলেও ওনার কর্ম যুগ যুগ বাঁচিয়া আছে !
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সবজান্তা এর ছবি

মারাহাবা !


অলমিতি বিস্তারেণ

থার্ড আই এর ছবি

ইয়া হাবীবী !
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দুর্দান্ত এর ছবি

আপনি ভাই নিতান্তই বেরসিক। তাবলিগ জামাত, মাদ্রসা আর ভাটিয়ারি-ফেরত ভাইদের যাতে আচ্মকা বিষমকামি জুটির সামনে পড়ে লজ্জা পেতে না হয়, এ তারই ব্যাবস্থা। নোটিশটি সঙ্গের মহিলার সাথে দূরত্ব রাখতে বলছে, কিন্তু এটি অনুযায়ি দুইজন মোল্লা চাইলে এখানে ঘণ হয়ে বসে রোমান্টিক হতেই পারে।

শুধু কাকরাইল মসজিদ আর রমনা পার্কে কি আর কুলায়, বলেন?

থার্ড আই এর ছবি

নাউজুবিল্লাহ!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

অতি উন্নত ধরনের সাইনবোর্ড । এর ব্যাপক প্রচার চাই ।

থার্ড আই এটাকে ফেসবুকে ছেড়ে দেন । লোকজনের সতর্ক হওয়ার দরকার আছে ।

থার্ড আই এর ছবি

আমারাও তাই মনে হইতাছে, অতি উন্নত ফর্মুলা। এই সাইন বোর্ড ইউরোপ আম্রিকাতে সাপ্লাই দেওন যায়না ?? আপ্নেতো আন্তর্জাতিক দর্জিগিরির সাথে জড়িত.....এধরনের উন্নত সাইনবোর্ডের আন্তর্জাতিক বাজারটা খতিয়ে দেখেননা বস.....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

পার্কে পার্কে এমন সাইন বোর্ডের ব্যবস্থা করা উচিত। কি বলেন?
-নিরিবিলি

থার্ড আই এর ছবি

সব পার্কে পার্কে এমন সাইবোর্ডের ব্যবস্থা করলে নিরিবিলিতে বসার আর সুযোগ থাকলো কই....??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অনিন্দিতা এর ছবি

হাত ধরাধরি করে রাস্তা পার না হওয়াই ভালো

আর সাকোঁ পার হতে গেলে কি এই নিয়ম চলবে?
মনে হয় না।

খেকশিয়াল এর ছবি

খাইসে আমারে ! দুই ফুটি ফতোয়া ! ইয়ে, মানে...

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।