এই নাটকের শেষ কোথায় ?

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বুধ, ১৫/১০/২০০৮ - ৮:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একজন পলাতক আসামীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা, এই মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে আদালতে। আসামী জামায়াত সেক্রেটারী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ । হায় সত্যি সেলুকাস সেই পলাতক আসামী গতকাল বৈঠকে বসেছেন প্রধাণ উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ সহ উপদেষ্টা পরিষদের সাথে। কি সুন্দর সে দৃশ্য ! গনমাধ্যম সেই ছবি ছাপালো, সবাই দেখলো, মাগার পুলিশ ফুলিশ হইয়্যা থাকলো....
চক্ষু থাকতেও তাহাদের আন্ধ্যা বানাইয়্যা রাখার এই নাটক মঞ্চায়ন আসলে কতটুকু জরুরী ছিলো ??

জামায়েত নেতা মুজাহিদ কি তাহলে ড. ফখরুদ্দীনের বাড়ীতেই আত্নগোপন করে ছিলেন ? নাকি প্রধাণ উপদেষ্টার দপ্তরে খাস মেহমান হিসাবে রাত যাপন করছেন সেই বিষয়টা জনগন বুঝতে পারছেনা।

আহারে জনগন, আমরা কত অসহায়, ওনারা কর্তা বাবুরা যাহা বলেন , যাহা মঞ্চস্থ করেন সাধারণ জনগন দর্শকের মতো সেই নাটক দেখে যায়।

১৮ ডিসেম্বর নিশ্চই এরচেয়ে আরো ভালো নাটক উপস্থাপনের মহড়া চলছে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক (অফলাইনে) এর ছবি

এই নাটকের শেষ নাই, টু বি কন্টিনিউড...

থার্ড আই এর ছবি

কত পর্বে শেষ তাও যদি একটু জানা যাইতো.....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

কী আর কমু?

অফটপিকঃ সাংবাদিক হওনের বড়ই শখ। ক্রাইম রিপোর্টার। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

আগে ছুটিতে গ্রামে বেড়াতে গেলে দেখতাম দাদু বাড়ীতে মুরগি ধরতো। সেই কৌশল ছিলো , উঠানের চারপাশে জাল দিয়ে এক দিক থেকে মুরগিগুলারে জালের মধ্যে নিয়ে ফেলা হইতো, তার পর জবাই।

পুলিশ প্রধাণ উপদেষ্টার কার্যালয়ের সামনে এই রকম কিছু জাল ফেইল্যা আসামী ধরার ব্যবস্থা করলেও তো পারে....

পরিবর্তনশীল. তাইলে আজকে থেকেই ক্রাইম পোস্ট দেওয়া শুরু করেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি ঘটনা পইড়া আমি হাসতে হাসতে শ্যাষ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

ধুর ভাই, এত্তো সিরিয়াস সংলাপ চলতছে আপ্নে খালি হাসেন, এইটা হইলো?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রাফি এর ছবি

পুলিশ রিপোর্টে বলা হয়েছে উত্তরা থানায় তেনারা মুজাহিদরে পায় নাই। সুতরাং মুজাহিদ পলাতক। তেজগাঁ তো আর উত্তরার মাঝে না; পুলিশ ভাইজানদের কী করার আছে???

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

থার্ড আই এর ছবি

হুম, তাইতো। তেজাগাঁও তো আর উত্তরায় মাঝে না। আপ্নি একদম ঠিক বলছেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নজমুল আলবাব এর ছবি

এইগুলা নিয়াই থাকতে হইবো। না হইলে ফুটেন...

ভুল সময়ের মর্মাহত বাউল

থার্ড আই এর ছবি

ফুটলে তো ভাইজান আওয়াজ হবে, নিঃশব্দে কাজ কাম করা যায়না যেন উত্তরার পুলিশের চোখে ধূলা দেওন যায়?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পলাশ দত্ত এর ছবি

এইসব নাটক শেষ হলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না!!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অভ্রনীল এর ছবি

শেষ হইয়াও হইলোনা শেষ!
_________________________________
| নাদানের ছোট্ট জগৎ |
auto

পুতুল এর ছবি

এসব ব্যাপারে মন্তব্য করলে অশ্লিলতার কারনে মুছে দেয়া হয়, আর সংয়ত হতে উপদেশ দেয়া হয়।
তয় মনে লয় সরকার আর জামাত এক মায়ের পেটের যমজ দুই ভাই।
এক দড়িতে....
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

থার্ড আই এর ছবি

এই কুলাঙ্গার সন্তানরে কেন যে সব মায়েরা গর্ভে ধারণ করতে চায় বুঝিনা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টিভি চ্যানেলগুলা খালি কমেডি নাটক চায়... কেন চায় বুঝি না... প্রতিদিন খবরে এত এত হাসির ঘটনা ঘটে... তারপরো আর কমেডির দর্কার হয়?
এত্ত দারুন হাসির নাটক লেখার সাধ্যি কোন নাট্যকারের আছে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

আপ্নেরা নাট্যকাররা করেন কি এই সব হাসির টপিক নাটকে নিয়ে আসতে পারেননা??

যেমন একটা দৃশ্য এই রকম হইতে পারে:

উত্তরা ও তেজগাঁও এলাকায় একটা সীমান দেয়া থাকবে, উত্তরা থেকে পুলিশের একটি বিশেষ দল এক আসামীকে ধরতে দৌড়াইতে দৌড়াইতে বিজয় স্বরণী সীমানায় আইস্যা পড়লো। এই বার আসামী আর দৌড়ায়না। ঘুরে দাড়ালো সে। বাঁশির হুইসেলে পুলিশের দলও থেমে গেলো। রাজ দরবার থেকে বিশেষ দূত এসে স্কট দিয়ে সেই আসামীকে নিয়ে যাওয়া হলো রাজার খাস মেহমান হিসাবে.....

আসলে নাটক আমি লেখতে পারিনা, কিছুই হয়নি। আইডিয়া দিলাম মাত্র। বিস্তারিত দৃশ্যায়নের জন্য ফিটার লীলেন ভাইকে তলব করা হোক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

কীর্তিনাশা এর ছবি

কিয়ামত সি কিয়ামত তক এই কৌতুকময় ঘটনাপ্রবাহ চলিতে থাকিবে, পাত্র-পাত্রী বদলাইতে পারে কিন্তু ঘটনা নেহি বদলায়েগা - হা হা হা!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন সুপান্থ এর ছবি

এই নাটকের শেষ নেই তৃতীয় নয়ন ভাই ! এটা এখন আর খন্ড নাটক না, ধারাবাহিক , মেগা-ধারাবাহিক, ডেইলি সোপ অপেরা !!!!!!!

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

থার্ড আই এর ছবি

হ ঠিকই কইছেন, ম্যাগা ধারাবাহিক চলতাছে। এই সকল নাট্যকাররা আছেন বলেই তো আমাদের আম জনতার ভাগ্যে কিছু বিনোদন জুটে।

তাই বলছিলাম সংসদ ভবনে কিংবা আপাতত উপদেষ্টার কার্যালয়ে এই ধরনের ম্যাগা সিরিয়াল লাইভ দেখার জন্য টিকিট বেচার উদ্যেগ নিলে বিশ্ব ব্যপী চরম এই অর্থনৈতিক সংকটের সময় কিন্তু সরকারের রাজস্ব আয়ের একটা খাত সৃষ্টি হয়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

যবে তাহারা সহি সালামতে, সুখে শান্তিতে, নিরুপদ্রবে ক্ষমতা চাটাচাটি করিতে পারিবে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

Shadhoo [অতিথি] এর ছবি

অন্ধকারের কোন শ্যাষ নাই ।

রণদীপম বসু এর ছবি

দর্শক আর নাট্যকারের মধ্যে একটাই তফাৎ।
নাট্যকার নাটক নিয়ন্ত্রণ করে, দর্শক হা কইরা ভেবলার মতো চাইয়া থাকে। কারণ চাইয়া থাকাই তার কাজ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।