সর্ব কনিষ্ঠ বীর প্রতীক

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ২৯/০৭/২০০৭ - ৬:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বঙ্গবন্ধু শেখ মুজিবের কোলে লালু

দশ বছর বয়সে একজন কিশোরের চাওয়া পাওয়া আর কি হতে পারে? একখানা নতুন জামা , জুতা , মেলায় গিয়ে তাল পাতার একটা সেপাই কিংবা ডুগডুগি? তাও নয় , লালু চেয়েছিলো একটি পতাকা, একটি মানচিত্র।
মুক্তিযোদ্ধা লালু
কি অদ্ভুত সম্বনয় হীণতা ! কি অসাধারন দেশ প্রেম! চোখে জল এসে যায়। জানতে ইচ্ছে করে কে সেই লালূ ? মুক্তিযুদ্ধের গোপালপুর থানা দখলের পুরো কৃতিত্বটাই টাঙ্গাইলের গোপালপুরের এই সূর্যসন্তানের। পুরো নাম শহিদুল ইসলাম। অনেক যুদ্ধেই লালু অংশ নিয়েছে , গ্রেনেড নিয়ে ঝপিয়ে পড়েছে শত্রু বাহিনীর উপর। 16 ডিসেম্বর বাংলাদেশ নামের যে নতুন সূর্যের উদয় হয়েছিলো সেখানে লালুর মত কিশোরের শ্রম , ঘাম আর রক্ত মিশে আছে। দেশ মুক্ত হবার পর টাঙ্গাইলের বিন্দু বাসিনী স্কুলে কাদের সিদ্দিকীর সাথে লালুও অস্ত্র জমা দিতে গিয়ে নজরে পড়েন বঙ্গবন্ধুর , জাতির পিতা সেই বীরকে চিনতে ভুল করেননি , জড়িয়ে ধরে তুলে নিয়েছেন কোলে, চুমু খেয়েছেন গালে।


1973 সনের বাংলাদেশ সরকারের গেজেটে বীর প্রতীকের তালিকায় 425 নম্বর নাম টি লিখা হয়েছিলো শহীদ ইসলাম। যার ডাক নাম লালূ। স্বাধীনতার এতটা কাল পর আমি জানলাম লালুই সর্ব কনিষ্ঠ বীর প্রতিক। আমি যাকে মুক্তিযুদ্ধের চলমান বিশ্বকোষ বলেই জানি, আমার প্রিয় জালাল ভাই (এনওয়াই বাংলার) আমাকে দৈনিক ইত্তেফাকের একটা লিংক দিয়ে আমাকে বললেন, দেখো কিছু লিখতে পারোকিনা। লিখাটা পরে আমার চোখ ছল ছল করে উঠলো।

আমার গর্বে বুক ভরে যায় অগনিত লালুর ত্যাগে আমাদের এই লাল সবুজের পতাকা। আমার ঈর্ষা হয় , আমি 71 দেখিনি, আমার শংকা হয় যারা বলে স্বাধীনতার 35 বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নিয়ে কথা বলা অযৌক্তিক !



তথ্য সুত্রঃ সর্বকনিষ্ঠ বীর প্রতিক এক কিশোর মুক্তিযোদ্ধা; রশীদ সিদ্দিকী আমরা স্বাধীন হলামঃ কাজী শামসুজ্জামান, দৈনিক ইত্তেফাক 23 মার্চঃ খালেক বিন জয়েন উদ্দীন।

উৎসর্গঃ মাহবুবুর রহমান জালাল, এনওয়াই বাংলা ,ডালাস।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

উনি এখন কোথায়,জানা আছে?
বেঁচে আছেন তো?

যুদ্ধজয়ী অনেক গেরিলা'কে গিলে খেয়েছে স্বাধীন দেশ ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

জালাল ভাই জানতে পারেন,নতুন তথ্য জানতে পারলে , অবশ্যই ফলো আপ পাবেন।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

ঠিকাছে ।
বেশ ক'বছর আগে পত্রিকায় সাক্ষাৎকার পড়েছিলাম আরেক কিশোর যোদ্ধার যিনি মোনায়েম খানকে শহীদ( চোখ টিপি ) করেছিলেন ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

অনেক গর্বিত লাগছে। সালাম লালু!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ফারুক হাসান এর ছবি

অনেক গর্ব হচ্ছে। আমার দাদার বাড়িও টাঙ্গাইলের গোপালপুরে। জনাব লালুর ব্যাপারে আরো তথ্য জানাতে পারলে খুব খুশী হব।
আরো জানতে ইচ্ছুক এই বীর মুক্তিযোদ্ধার ব্যাপারে।

mahbub sumon এর ছবি

লালুর কথা প্রথম পড়ি বংগবীর কাদের সিদ্দিকীর বইয়ে।
বেশ ক বছর আগে দৈনিক প্রথম আলোর শনিবারের সাপ্লিমেন্ট ম্যাগ ” ছুটির দিনে ” লালুকে নিয়ে কভার স্টরি করে হয়। সেটা পড়ে উনার সেই সময়কার অবস্থার কথা জানতে পারি। সেই সম্য় উনি মিরপুর সিরামিক কারখানার সামনে ছোট্ট একটা চায়ের দোকান চালাতেন। মুক্তিযুদ্ধে উনার ভুমিকা ও সেই ভুমিকার কথা বলে সরকারের কাছে কিছু চাওয়া আছে কিনা তা জানতে চাইলে উনি বলেছিলেন ,” একজন মুক্তিযোদ্ধার সব চাইতে বড় পাওয়া স্বাধীন দেশ”, তার আর কিছু চাওয়ার ছিলো না সরকার বা অন্য কারো কাছে।
জানি না কি অবস্থা উনার এখন, সেদিন গিয়েছিলাম সিরামিক কারখানায়, দোকানটি আর নেই সেখানে। কে জানে, হয়তো ভেঙে দিয়েছে অবৈধ স্থাপনা বলে !
ছনির বংগবন্ধুও আজ নেই। সেই বংগবীর কাদের সিদ্দিককিও আজ অন্য জগতের মানুষ।
সেই লালু , লালুই রয়ে গিয়েছেন। কিছুই পাননি দেশের কাছ হতে।
বাঘা সিদ্দিকীর বইয়ে ‘জাহাজ মারা হাবিন’ বলে বিখ্যাত মেজর হাবিবের বীর প্রতিকের কথা পড়েছিলাম। বেশ ক বছর আগেও উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন অসুখে ভুগে , দারিদ্রতার সাথে যুদ্ধ করতে করতে।
হয়তো লালুও সেই একি পথে এগিয়ে যাচ্ছে।
স্যালুট এই সব বীর মুক্তিযোদ্ধাদের জন্য যারা কিছু প্রতিদানের আশা না করেই যুদ্ধে গিয়েছিলেন এবং এখনো কিছু আশা করেন না।
----------
আমার খুব প্রিয় একজন মানুষের এক পোস্টে কমেন্ট করেছিলাম। সেটাই তুলে দিলাম হুবুহু। উনিও এই বীর যোদ্ধাকে নিয়ে লিখেছিলেন।

থার্ড আই এর ছবি

মাহবুব সুমন,আন্তরিক ধন্যবাদ নতুন তথ্য সহ এই অসাধারণ মন্তব্যটির জন্য।
------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ।
খুব আশ্চর্য লাগছে গর্বতো বটেই।
এখন বয়স ৪৭ বা ৪৮ হওয়ার কথা।
আরো জানতে ইচ্ছা করছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

থার্ড আই এর ছবি

লালু সর্ম্পকে ব্লগারদের উৎসাহ দেখে ভালো লাগছে,চেষ্টা করছি বিস্তারিত জানতে।
------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

স্যালুট ...

ঝরাপাতা এর ছবি

অনেক অনেক শ্রদ্ধা। মাহবুব সুমনের কাছেও কৃতজ্ঞতা তথ্যমূলক মন্তব্যের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মেহদী হাসান খান এর ছবি

স্যালুট!

সুমন চৌধুরী এর ছবি

তিনি এখন কোথায় জানতে পারলে ভালো লাগতো।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমিত আহমেদ এর ছবি

জালাল ভাইয়ের নাম অনেক শুনেছি। দেখা করার ইচ্ছা আছে। জানিনা হবে নাকি!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

আলী মাহমেদ এর ছবি

লালু নামের অসমসাহসী মানুষটাকে স্যালুট...কেন এই মানুষটাকে নিয়ে ভাল একটা মুভি হয় না, কে জানে! এই চুতিয়া দেশে নাকি ভাল স্ক্রিপ্টের অভাব- পাশের দেশ থেকে স্ক্রিপ্ট আমদানি করতে হয়!

ধন্যবাদ থার্ড আই, এই অসাধারণ মানুষটাকে নিয়ে লেখার জন্য।

ধন্যবাদ মাহবুব সুমন, অজানা তথ্য শেয়ার করার জন্য। এবং অজস্র ভাল লাগা, এখানে মন্তব্য করায়...।

অমিত এর ছবি

গর্ব হয়, আমরা একই দেশের মানুষ বলে।
কিন্তু শুভ ভাই, আপনি এভাবে কেন ?
_____ ____________________
suspended animation...

থার্ড আই এর ছবি

লালু সম্পর্কে আরো কিছু নতুন তথ্য মিলেছে, আগ্রহী পাঠকদের জন্য সেই লিংকটা শেয়ার করলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অসাধারণ! বীরপ্রতীক লালুর প্রতি শ্রদ্ধা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।