“It’s a cruel, crazy, beautiful world” - Johnny Clegg & Savuka

স্নিগ্ধা এর ছবি
লিখেছেন স্নিগ্ধা (তারিখ: মঙ্গল, ২৫/১২/২০০৭ - ৩:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

না, আপাতদৃষ্টিতে ডিসেম্বর মাসের যে ঐতিহ্য অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা তার সাথে এই লেখাটির কোন প্রত্যক্ষ সম্পর্ক নেই। অনেকের দেশে যাওয়া, দেশে গিয়ে অনেক ভালো লাগা আবার কিছু ভালো না লাগায় ছোট্ট একটি ডুব দেওয়া কিংবা দেশে যেতে না পেরে স্মৃতিকাতরতায় আক্রান্ত হওয়া, তার সাথেও না। আমার ঈদ, বড়দিন, লিখতে না পারার ব্যর্থতায় নির্বাক বসে থাকা, পার্টি, হৈ চৈ, বন্ধুদের সাথে অবিরাম আড্ডা - উহু, তাও না। শুধু চারপাশে যা ঘটছে, ঘটে , যা সব নিয়ে আমার বসবাস, দৈনন্দিন খাজনা মেটানো, তীব্র কষ্ট/আনন্দ, আর লড়াই - তা আমাকে মাঝে মাঝে অদ্ভূত একটা বিষন্ন বোধের দিকে ঠেলে দেয়। ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্যই এটি লেখা। এটি আমার survival strategyর অংশ। ওপরের লাইনটি বিশ্বাস করার প্রাণপণ চেষ্টা করে যাই আমি, আর আজকের পৃথিবীতে কে না স্বীকার করবে - চেষ্টাই জীবন?

১৯৮৯/৯০ এর দিকে যখন প্রথম জনি ক্লেগ এবং সাভুকা শুনি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একেবারে অন্যধরনের কথা আর সুর। লেনার্ড কোহেন বা ক্যাট স্টিভেন্স এর চাইতেও অন্যরকম। আফ্রিকান zউলু বীট আর পাশ্চাত্য সুরের অনবদ্য মিশেল। কথাগুলো তীরের মতো সোজা আর স্পষ্ট। সাউথ আফ্রিকায় বেড়ে ওঠা সাদা চামড়ার স্বঘোষিত ‘নাস্তিক ইহুদী’ জনি ক্লেগ প্রথম সাদা যে কোন আফ্রিকান কালো মানুষের সাথে দল বেঁধে আফ্রিকার জাতি /বর্ণ বৈষম্যের বিরুদ্ধেপ্রকাশ্যে গান গাইতে শুরু করে। সবচেয়ে বড় কথা জনি ক্লেগ হচ্ছে সেই সময়ে বেড়ে ওঠা মানুষ যখন apartheid এর মত নিকৃষ্ট একটা আইনের কারণে সাদা আর কালো চামড়ার মানুষশুধুমাত্র প্রভু আর ভৃত্য, শাসক আর শাসিত, সুবিধাভোগী আর শোষিত এই সম্পর্কের গন্ডীতেই আটকে ছিলো। সবসময়ই কিছু কিছু মানুষ থাকে - গতানুগতিকতাই বলুন আর আয়েশের নিশ্চয়তাই বলুন , কিছুই তাদের জীবনের ধরাবাঁধা বাক্সটিতে আঁটাতে পারে না।
জনি ছিলো তাই।

চৌদ্দ বছর বয়সে জনি ক্লেগ গীটার বাজাতে শুরু করে। যুলু সংস্কৃতি আর সঙ্গীতের প্রতি তার আকর্ষণএর ফলে পরিচয় হয় এক যুলু ছেলের সাথে, ক্লেগ এর পাড়ায় বাড়ি পরিষ্কারের কাজ করতো সে।
তার সাথেই প্রথম জুটি বেঁধেগান গাইতে শুরু করে ক্লেগ। তখনকার সাউথ আফ্রিকায় সস্তা শ্রমিক (cheap labor) হিসেবে প্রচুর যুলু দল বেঁধে কালোদের জন্য নির্ধারিত জায়গায় বসবাস করতো। সেই সব “দশ ফুট বাই দশ ফুট” এর খোঁয়াড়ে, কখনো কখনো কোন একটা বাড়ির ছাদে, শ্রমিকদের হোষ্টেলে লুকিয়ে লুকিয়ে গান গাইতো তারা। তবে ‘সিস্টেম’ এর হাত থেকে পালানো কি অতোই সহজ? ফলে অনেকবারই জেল আর জরিমানার অভিজ্ঞতা হয়েছে ক্লেগ এর। হবারই কথা, যেখানে সাদা চামড়াদের সযত্নে কালোদের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে একটা পরিষ্কারতর জগৎ তৈরী করে দেওয়া হয়েছে সেখানে ওই অবিমৃশ্যকারী বালক কিনা সব নিয়মকে তুড়ি মেরে কালোদের সাথেই করে ওঠাবসা! দুবছর ধরে ক্লেগ ঐ ছেলেটার সাথে ঘুরে ঘুরে আর গান গেয়ে গেয়েযুলু ঐতিহ্য, গান আর বাজনায়পারদর্শী হয়ে ওঠে। এতোই, যে তা কাছাকাছির যুলু জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং কি আশ্চর্য্য, আরেক যুলু তরুণের অহমিকায় আঘাত করে! সেই প্রতিভাবান তরুণ - শিফো মচুনু- ক্লেগ কে চ্যালেঞ্জ জানায় এক গীটার প্রতিযোগীতায়। সেই ছিলো তাদের প্রথম মুখোমুখি হওয়া, আর সেই হলো শুরু সাউথ আফ্রিকার গানের ভুবন বদলে যাওয়ার।

তারপর? তারপর সহজেই অনুমেয়। সাফল্য আর জনপ্রিয়তা। খ্যাতি আর প্রতিষ্ঠা। সমাজবদলের গান গেয়ে গেয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়া আর লাখ লাখ মানুষের ভালোবাসা পাওয়া- আর কিছু কি চাইবার থাকে ? মানুষের? এই সামান্য জীবনে?

১৯৮৭ থেকে ২০০৭, গতি অব্যাহত। ইঊরোপীয় চার্টে জনি ক্লেগ আর সাভুকা (একটি যুলু শব্দ - অর্থ ‘আমরা জেগেছি’) হচ্ছে প্রথম সাউথ আফ্রিকান দল যারা চার্টের প্রথমে শুধু উঠেই আসে নি দখল করে ছিলো একই সাথে প্রথম এবং দ্বিতীয়স্থানটি রেকর্ড সময়ের জন্য। বিভিন্ন পুরষ্কার আর নামই শুধু নয়, জনি ক্লেগ সে সময়কার ‘অছ্যুৎ’ আর অবহেলিত, গরীব মানুষ গুলোর গানের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে এনেছে একেবারে মেইনষ্ট্রীম পপ চার্টে। জনির সাথে শিফোর দল ভেঙ্গেছে বার কয়েক কিন্তু বন্ধুত্বে ছেদ পড়েনি কখনো। জনির সবচাইতে সাম্প্রতিক এলবামটির নাম “One Life” তার একার গাওয়া , কিন্তু যুলু সুর আর কথায় সমৃদ্ধ, সমাজচেতনা আর মানবপ্রেমে উদ্বুদ্ধ।

আমি ইরাক/প্যালেষ্টাইন/দারফূর, বা অতদূরই বা যাই কেন - সিডরে আক্রান্ত কোন বাংলাদেশীকে ও চোখে চোখ রেখে বলতে পারবো না - যতোই নিষ্ঠুর বা অসহনীয় মনে হোক না কেন - পৃথিবীটাআসলে অতোটা খারাপ না। জীবন সুন্দর, it’s a beautiful world after all. না ততোটা স্পর্ধা বা অমানবিকতা কোনটাই আমার নেই। কিন্তু সচলায়তনের পাঠক দের তো অন্তত বলতে পারি ? It is definitely cruel, mindlessly crazy, but isn’t it also a beautiful world, at least sometimes?

(একজন বাবার তার ছেলের উদ্দেশ্যে বলা এই কথাগুলো বাকিটা ইউটিউবের লিন্কে নীচে রইলো)
“You have to wash with the crocodile in the river
You have to swim with the sharks in the sea
You have to live with the crooked politician
Trust those things that you can never see

It's a cruel crazy beautiful world
Every time you wake up I hope it's under a blue sky
It's a cruel crazy beautiful world
One day when you wake up I will have to say goodbye
Goodbye -- It's your world so live in it!

Beyond the door, strange cruel beautiful years lie waiting for you
It kills me to know you won't escape loneliness,
Maybe you lose hope too
............”


মন্তব্য

বন্যা এর ছবি

খুবই রিফ্রেশিং একটা টপিক নিয়ে লেখা। স্নিগ্ধা, তুই যে হারে সারা দুনিয়ার গান শুনিস - এরকম আন্তর্জাতিক বিভিন্ন গায়ক এবং গানের প্রেক্ষাপট নিয়ে একটা সিরিজ শুরু কর, তাহলে বাংলায় এগুলো ডকুমেন্টেড থাকে।
বন্যা

স্নিগ্ধা এর ছবি

তাই ? করি শুরু সামনের তিন মাসের মধ্যে ? তখন পারমিশণ দিবি তো ? হাসি

ধুসর গোধূলি এর ছবি
স্নিগ্ধা এর ছবি

এবং ?

ধুসর গোধূলি এর ছবি

এবং ?

- ছড়ানো স্নিগ্ধতা কিংবা স্নিগ্ধতায় জড়িয়ে যাওয়া...
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্নিগ্ধা এর ছবি

স্নিগ্ধতা

যাক আমার লেখা অন্তত আমার মত না, 'স্নিগ্ধতা' আছে হাসি

পড়ার জন্য ধন্যবাদ।

s-s এর ছবি

খুব কোমল স্নিগ্ধা,খুব উষ্ঞ!!
জীবন সতত:ই সুন্দর,আপনার এই রকম লেখা পড়ে আবারও সেই বোধ জেগে ওঠে,হৃদয় ছুঁয়ে যায় -- সত্যি!
খুব সাধারণ শব্দাবলী--- কিন্তু বড় মর্মস্পর্শী।
"জীবন যখন ফুরায়ে যায়,করুণাধারায়" এসে আপনি যে প্রশান্তির জলসিঞ্চন করলেন তাতে আমি আর কি'বা দিতে পারি আপনাকে,খুব গভীর থেকে উৎসরিত মুগ্ধতা ছাড়া?
আপনার এই জীবনবোধকে নত মস্তকে কুর্নিশ।
ভালোবাসা, অনেক।

স্নিগ্ধা এর ছবি

s-s অনেক ধন্যবাদ ! মুগ্ধতাটা পারস্পরিক ঃ)

ধ্রুব হাসান এর ছবি

শুরু করার আগে Xmas-এর শুভেচ্ছা। লেখাটা পড়ার পর ভাবলাম না থাক মন্তব্য নিস্প্রয়োজন, যে যা বোঝে না তা নিয়ে কথা না বলাই শ্রেয়, তাই মনোযোগ দিয়েছিলাম টারকি ডিফ্রোষ্টে। কিন্তু রান্নার আয়োজন করতে করতে ভাবলাম, না গানটা মাথা থেকে সরছে না! এমনিতেই আমি সংগীত বুঝি কম (ভালোবাসি শুধু), তারউপর পপ (পপ কালচার আর গান দুটোই কেন জানি কম ভালো লাগে)! পাশ্চাত্যে আমার প্রিয় সংগীত দল প্রায় হাতে গোনা। কিন্তু যে কারণে এই মন্তব্য, আপনি গানটা শোনানোর পাশাপাশি যদি লেখাটা না লিখতেন তবে কখনই হয়তো আমার জানা হতো না জনি ক্লেগ আর সাভুকা-র নাম। জানা হতো না এদের গান নিয়ে বেচেঁ থাকার ইতিহাস! ধন্যবাদ আপনাকে। আর আপনারা যারা সংগীতকে ভালোবাসেন, স্বাদ নেন বৈচিত্রময় সংগীতের তাদের কাছে অনুরোধ, লিখুন এসব বিষয়ে আরো বিস্তৃতভাবে যেন আমার মতো লোকেরা (যারা এ বিষয়ে মূর্খ) তার স্বাদ নিতে পারি! গানটার লিরিকের ভালোলাগা লাইন দিয়েই শেষ করি, '......It's a cruel crazy beautiful world
One day when you wake up I will have to say goodbye
Goodbye -- It's your world so live in it!'
(ভালো কথা ছবিটির ভিজ্যুয়ালাইজেশনটাও মনে ধরলো, যদিও অনেক জায়গায় 2D-র কাজ বেশ দূর্বল।)

স্নিগ্ধা এর ছবি

আপনাকেও Xmas এর শুভেচ্ছা ! সত্যি বলতে কি গান আমিও যে খুব বুঝি মোটেই তা না, তবে ভালোবাসি খুব। আর জীবনে কিছু কিছু গান/বই/ছবি/মুভি থাকে যাদের প্রভাব অবচেতনেই কাজ করতে থাকে - ভাগ্যিস ! আমার জন্য জনি ক্লেগ তেমন একজন। আমার সচলায়তনে (আপাতত:) লেখালেখি করার পেছনে একটা কারণ হচ্ছে এরকম কিছু ব্যক্তিগত ঋণশোধ। আপনাকেও ধন্যবাদ, পড়ার জন্য।

সৌরভ এর ছবি

লেখা খুব হাইকেলাস।
তবে বিষন্নতা জিনিষটা আমার প্যাটেন্ট করা, এইটাতে হাত দিয়েন না। হাসি
হ্যাপি হলিডে।

শুধু চারপাশে যা ঘটছে, ঘটে , যা সব নিয়ে আমার বসবাস, দৈনন্দিন খাজনা মেটানো, তীব্র কষ্ট/আনন্দ, আর লড়াই - তা আমাকে মাঝে মাঝে অদ্ভূত একটা বিষন্ন বোধের দিকে ঠেলে দেয়। ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্যই এটি লেখা।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

স্নিগ্ধা এর ছবি

এটা কি বোল্লেন, এ্যা ? বিষণ্ণতা আপনার patent করা থাকলে আমি কি নিয়ে ঘ্যান ঘ্যান করবো হাসি ?

মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনিকেত এর ছবি

স্নিগ্ধা'পু,

দারুন লেখা! কিন্তু তার চাইতে বড় জিনিস, এমন এক দারুন শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। অনেক ধন্যবাদ।

আর হ্যাঁ, আমার বরাবরকার 'সন্দেহ' ছিল যে, আপনি যখন লিখবেন তখন সেই গুলি ফাটাফাটি ধরনের কিছু হবে।

আমার সন্দেহ কে সত্যি প্রমান করার জন্য, আরো একবার ধন্যবাদ।

স্নিগ্ধা এর ছবি

ঐ যে বললাম, আমার কিছু চেনা এবং অচেনা মানুষের কাছে কিছু ব্যক্তিগত ঋণ আছে ? এটা তারই অংশ।

'সন্দেহ' করার জন্য তাহলে আপনাকেও ধন্যবাদ !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমিও ভয়াবহ রকমের গানপাগল। তবে আমি ALWAYS LOOK ON THE BRIGHT SIDE OF LIFE গ্রুপের আজীবন সদস্য হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

আমি এখনও ALWAYS টা পেরে উঠি না, তবে চেষ্টায় আছি।

আর চেষ্টায় কিনা হয়?

আমার এই গানটা এতো পছন্দ হওয়ার সেটাও একটা কারণ।

দুর্দান্ত এর ছবি

স্নিগ্ধা - খুব সুন্দর একটা লেখা। সাদা যুলুর ভাষায় বললেঃ

You've learned to live inside the space
That connects each link of chain
And you say you've got some peace of mind now
But i know you're waiting all the same
With an ache that has no name
When you feel the fresh breath of the invisible wind

(কোন এলবাম এটা? হুমমম?)

স্নিগ্ধা এর ছবি

এলবাম - Shadow Man আর গানটা হলো - Waiting,

হয়েছে ?

মৃন্ময় আহমেদ এর ছবি

বেশ ভালো লেগে গেলো যে.. গান, জেগে ওঠার ইতিহাস... সাবলীল ভাষায় প্রকাশ...

অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ফারুক ওয়াসিফ এর ছবি

then, life is not elswhere?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে, মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

স্নিগ্ধা এর ছবি

of course not - it's right here, happening (or passing by, however we look at it) right now.

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমার প্রিয় গায়ক ও ব্যক্তিত্ব জন লেনন বলেছিলেন:
Life is what happens to you while you're busy making other plans.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

ছোট বেলায় ইংরেজী গানের ভক্ত হয়ে উঠতে পারিনি পরিচয় সীমাবদ্ধতার কারনে। বাংলা গান পথে ঘাটে কত বাজে...চা দোকানে, হোটেলে, রেডিও কিংবা টেলিভিশনে । কিন্তু ইংরেজী গান প্রকাশ্য হরদম বাজে না ,তাই ইংরেজী সংগীতের জৌলুসটা বাড়ন্ত বয়সে ধরতে পারিনি।
এভাবে বেছে বেছে আমাদের লিংক সহ দিন, কিছুটা আলোকিত হতে পারলে পুরো কৃতিত্বটাই আপনার থাকবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।