বই এর নাম দিয়ে কৃতার্থ করুন

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বিষ্যুদ, ১০/০৭/২০০৮ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নানাবিধ বৈচিত্র্যময় কারণে আমার কিছু বই এর নাম দরকার। যে দুটি বিষয়ের উপর আপাতত বই খুঁজছি সে দুটি হলঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ এ সংক্রান্ত সুখপাঠ্য বাংলা বই ( অনুবাদ হতে পারে, ক্ষতি নেই ) এর নাম অগ্রাধিকার পাবে। বই এপার কিংবা ওপার - যে কোন লেখকেরই হতে পারে। নীরস প্রবন্ধের চেয়ে সহজবোধ্য লেখাই অগ্রাধিকার তালিকার চূড়ান্তে থাকবে। যদি মোটামুটি গ্রহণযোগ্য পরিমানের তথ্য বিকৃতি সহ কোন উপন্যাস থাকে, তা হলেও চলবে। মোদ্দা কথা, স্বল্প ক্লেশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্তারিত জানতে চাই।

ভূতের গল্পঃ প্রচন্ড ভয় ধরানো গল্প হতে হবে, যেন রাতের বেলা সে গল্প পড়ার পর আর লাইট নিভিয়ে ঘুমাতে না পারি।

বিদেশি লেখকের সুঅনূদিত লেখা হলে সমস্যা নেই।

প্রসঙ্গত বলে রাখা ভালো, উভয় ক্ষেত্রেই ইংরেজী বইতে আপত্তি নেই, তবে বাংলা বই হলে খুব ভালো হয়, নিতান্তই ভালো বাংলা বই না পাওয়া গেলে ইংরেজীতে যাওয়া যেতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বইগুলি প্রাপ্তিস্থান সম্পর্কে সম্ভব হলে খানিকটা আগাম ধারণা।

বই এর হদিস পাওয়ার আগেই সবাইকে রাশি রাশি ধন্যবাদ জানিয়ে রাখছি আগাম।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পড়তে হলে Rise and Fall of the Third Reich চেষ্টা করে দেখো। খুবই ভাল বই।

ছোটবেলায় এডগার অ্যালেন পো'র ভূতের গল্পের অনুবাদ পড়েছিলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে অনূদিত।

সবজান্তা এর ছবি

ধন্যবাদ। মজার ব্যাপার হল, Rise and Fall of the Third Reich নামটাই আমি একমাত্র জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই হিসেবে।

বহুকাল আগে এর একখানা অনুবাদ সেবা বের করেছিল, খুব সম্ভবত দু খন্ডে, যার প্রথম খন্ডটি আমার এক সুহৃদের কাছে আছে। দ্বিতীয়টির খোঁজে আমরা সেবা প্রকাশনী তোলপাড় করে ফেলেছি, কিন্তু হদিশ পাইনি। মূল বই এর ইংরেজী সংস্করণ আজিজে দেখেছি, কিন্তু এর অত্যাধিক দাম এবং প্রিন্টের করুন দশা দেখে মত পাল্টেছি।

তবুও নাম বলার জন্য অজস্র ধন্যবাদ। দেখি, আর কোন বই না পেলে এটাই ভরসা।

এডগার এলান পো'র অনুবাদটা পড়া আছে। আসলেই দারুন সেটা। এর বাইরে নতুন কিছু নেই আর ?

স্টিফেন কিং এর ভয়াবহতম গল্পগুলির নাম বলতে পারেন কেউ ?


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

স্টিফেন কিং এর গুলা আসে নিস, আরো কিছু গল্প আছে, ডাউনলোড করসিলাম, বিখ্যাত হরর গল্পগুলার ভালই অনুবাদ করে খসরু চৌধুরী, কয়েকটা বই আছে, নামগুলা ঠিক মনে নাই, পরে বলুম নে

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

এডলফ হিটলারের 'মাইন ক্যাম্ফ' পড়ে দেখতে পারেন। যদিও বইটি আমি নিজেই পড়িনি বা পড়ার জন্য পাইনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামেই একটি বই পল্টনের মোড়ে পুরনো বইয়ের টালে দেখেছিলাম মাস দুয়েক আগে। আনবো করেও আনা হয় নি। আর হারানো যে চমৎকার বইটা পড়ে আমার বিস্তারিত জানার সুযোগ হয়েছিল ওটার নাম আজ আর মনে নেই।

বিশ্বখ্যাত পিশাচ কাহিনী 'ড্রাকুলা' নিশ্চয় পড়া ? হরর সিরিজের কিছু বই আজিজে দেখেছি মনে হয়। খোঁজ নিতে পারেন।

চূড়ান্ত কথা হলো, আসলে আমি বইয়ের কোন খোঁজই দিতে পারলাম না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

Rise and Fall এর কিছুটা বাকি থাকতে চলে এসেছিলাম। ভাল কথা মনে পড়লো। আনাতে হবে বইটা।

Das Boot বা Downfall দেখে না থাকলে খুঁজে বের করে দেখতে পারো। ওপাশের দৃষ্টিভঙ্গিটা কিছুটা জানা যায়।

ভূতের গল্পে পোষায় না, তবে Steven King এর বইগুলো একটার পর একটা পড়তে থাকো। কিছু না কিছু সুপাঠ্য মিলবেই।

হিমু এর ছবি

বাংলায় ভৌতিক গল্পের, বা ভয়ের গল্পের গুরু মনে হয়েছে শরদিন্দুকে। তাঁর ছোটগল্পসমগ্র পাওয়া যায় (আজিজে), পড়ে দেখতে পারো। তবে শরদিন্দুর সব ছোটগল্প ঠিক সুখপাঠ্য না। বরদাচরণের গল্পগুলি নিয়ে আলাদা সংকলন হয়েছে কি না জানি না।

ভূতের গল্প, কিন্তু ঠিক ভয়ের গল্প নয়, এমন গল্পের গুরু হচ্ছেন ত্রৈলোক্যনাথ।

আর ভয়ের গল্পের আরো দুই দিকপাল আমি বলবো হুমায়ূন আহমেদ আর মুহম্মদ জাফর ইকবালকে। দু'জনেরই হরর গল্পগুলি ক্লাসিক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাংলায় তেমন কোন বই আমি পড়িনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন উপন্যাস আর ইতিহাসগ্রন্থে দ্বিতীয় বিশ্বের পটভূমির কথা পেয়েছি। এই উপমহাদেশের রাজনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে কিছুটা জানা যায় শংকর ঘোষের "হস্তান্তর" থেকে।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি

শরদিন্দুর মোটামুটি অনেকগুলিই পড়া আছে ( শুধু ভৌতিক না, সব ধরণের লেখাই। তিনি বাংলা ভাষায় আমার খুব পছন্দের সাহিত্যিকদের একজন )।আসলেই উনার ভূতের কিছু গল্প বেশ চমৎকার। এর বাইরে কেউ আছেন ? ইংরেজী হলেও চলবে।

ভূতের গল্প কিন্তু ভয়ের নয় , ক্যামনে কী ? ভয় না পেলে ভূতের গল্প পড়ে হবেটা কী ? ত্রৈলোক্যনাথ এর নাম শুনেছি, কিন্তু উনার লেখার উদ্দেশ্যটা ঠিক পরিষ্কার হল না আপনার কথা শুনে।

আমি ব্যক্তিগতভাবে হুমায়ূন আহমেদ এর লেখা একদমই পছন্দ করি না, কিন্তু উনার এবং মুহাম্মদ জাফর ইকবালের ভূতের গল্প লেখার হাত অসাধারণ। গতকাল রাতেই পিডিএফে পড়লাম জাফর ইকবালের পিশাচিনী। এক কথায় অসাধারণ ! আমি আসলে এরকমই কিছু লেখা চাচ্ছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে যদি নিতান্তই বাংলা বই না পাওয়া যায়, তাহলে ইংরেজীই সই। আমি চাচ্ছি এমন একটা বই যেখানে একদম আদ্যপান্ত লেখা আছে সাবলীল ভাষায়। আছে এমন কোন বই ?


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

মুহম্মদ জাফর ইকবালের আরেকটা হরোথ্রিলার আছে, প্রেত। সেটাও দারুণ।


হাঁটুপানির জলদস্যু

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমি আরও হুমায়ূন আর জাফর ইকবালের নাম বলতে গিয়েও বল্লাম না, ভাব্লাম পড়ে ফেলছেন নিশ্চই ...

জাফর ইকবালের "প্রেত" তো এক কথায় অসাধারণ, আমার মতে ওয়ার্ডক্লাস ... "পিশাচিনী" বইটাও দারূণ ... আলাদাভাবে মনে আছে "সুতোরন্তু", "বন্ধ ঘর", "পিশাচিনী", "মুগাবালী" আর "সহযাত্রী" গল্প কয়টার কথা ... জাফর ইকবাল অবশ্য সাম্প্রতিককালে আরো কিছু ভূতের গল্প লেখার চেষ্টা করছেন যেগুলি পুরান গল্পগুলির ফানি ভার্শন ছাড়া কিছুই হয় নাই ...

হুমায়ূনের "দেবী" আর "নিশিথিনী"র নাম লোকজন বলে দিছে, এর বাইরেও তার কিছু চমৎকার কাজ আছে ... আমার কাছে সবচেয়ে ভালো লাগছিলো "ভয়" নামের গল্পটা ... এছাড়া মিসির আলী সিরিজের "জ্বীন-কফিল" আর "বৃহন্নলা" তো ক্লাসিক ...

"লালচুল" নামে একটা গল্প আছে, লেখকের নাম ভুলে গেছি (শরদিন্দু হতে পারে, আবার নাও হতে পারে), যখন পড়ছিলাম খুব ভালো লাগছিলো ...

Omen এর খুব চমৎকার একটা বাংলা অনুবাদ আছে সেবার, "অশুভ সংকেত", না পড়লে দেখেন যোগাড় করতে পারেন কিনা ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

স্নিগ্ধা এর ছবি

'লাল চুল' যদ্দূর মনে পড়ে মনোজ বসু'র লেখা। গল্পটা ভালো, কিন্তু ভয়ের না ঠিক।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হ্যাঁ মনোজ বসু, মনে পড়েছে এখন, ধন্যবাদ আপনাকে হাসি

গল্পটা আসলে ঠিক ভূত বা ভয়ের না, কিন্তু যখন পড়েছিলাম একটু গা ছমছমে ভাব হয়েছিলো ... এখন পড়লে হয়তো দেখা যাবে সেই ফিলিংস আর নাই ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

খেকশিয়াল এর ছবি

"সুতোরন্তু", "বন্ধ ঘর", "পিশাচিনী", "মুগাবালী" আর "সহযাত্রী"
এই গল্পগুলোর কোন তুলনা হয় না !

হুমায়ুনের 'ছায়াসঙ্গী' বইটা ভাল লেগেছিল, ছোট ছোট হরর গল্পগুলো দুই ভাই ভালই লেখে ।

সেবার অশুভ সঙ্কেত পড়ি স্কুলে থাকতে, নাওয়া খাওয়া ফেলে শেষ করেছিলাম তিনটা খন্ড বলতে গেলে এক বসায়, সেইরকম ভয় পেয়েছিলাম !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

ধন্যবাদ কিংকু চৌধারি ভাই চোখ টিপি

আপনার বলা নামগুলির মধ্যে সবই পড়া আছে মন খারাপ

নতুন কিছু নাম কি দেওয়া যায় ?


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

শরদিন্দু গুরুর তুলনা নাই ! ত্রৈলোক্যনাথ এক অদ্ভুত লেখক, উনার গল্পসমগ্র পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল, যেমন ফাটফাটি ফ্যান্টাসী তেমনি রসবোধ, গুরু গুরু ! হাহা হিমু ভাই দারুন বলসেন, 'ভুতের গল্প, কিন্তু ঠিক ভয়ের নয়'

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানভীর এর ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিখ্যাত ছবি 'দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই' একই শিরোনামের বিখ্যাত উপন্যাস নিয়ে রচিত হয়েছিল। বইটা পড়ি নি, শুধু ছবি দেখেছি। বিশ্বযুদ্ধ নিয়ে আমার সবচেয়ে প্রিয় বই হেমিংওয়ের 'আ ফেয়ারওয়েল টু আর্মস'- বাংলা, ইংরেজী দুটোই। এটার ঘটনা অবশ্য প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার পূর্ববর্তী ঘটনা বিশেষত স্প্যানিশ সিভিল ওয়ার যেটা ১৯৩৯-এ শেষ হয়েছিল তা নিয়ে হেমিংওয়ের আরেকটা বই আছে- 'ফর হুম দ্য বেল টোলস'- পড়া হয় নি।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

সবজান্তা এর ছবি

পয়েন্ট নোটেড হাসি


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

'ফর হুম দ্য বেল টোলস' নামে মেটালিকার গানটা শোনার পড়ে জানতে পারি এইটা হেমিংওয়ের একটা বিখ্যাত লেখা স্প্যানিশ সিভিল ওয়ার নিয়া । হেমিংওয়ের বই দুইটা আমার পড়াই হইতাসে না, নাহ !একদিন পইড়ালামু ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর তেমন ভালো বাংলা বইয়ের নাম তেমন মনে পড়ছে না। সুখপাঠ্যতা যদি একটা শর্ত হয়, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'অর্ধেক আমি' -এর কথা বলতে পারি। যদিও সুনীলের আত্ম-কথন এসেছে বার বার। কিন্তু ইতিহাসের অংশটুকু চমৎকার।

ভুতের গল্পের ক্ষেত্রে সবাই Steven King এর কথাই বলে। তার বেশ কিছু চমৎকার বই পড়া হয়েছিল তার মধ্যে IT, Carrie, The Stand এই নাম গুলো মনে আসছে। কিন্তু এরা কোন ভাবেই এডগার এল্যান পো'র ধারে কাছেও আসবে না। আর যদি অভয় দেন, তাহলে বলতে চাই আমাদের হুমায়ুন আহমেদের ভৌতিক গল্পগুলো আমার মতে প্রথম শ্রেনীর। তাঁর 'আমি ও আমরা', 'দেবী', নিশীথিনী' এখনো প্রথম বারের মতই আমাকে 'আক্রান্ত' করে।

আপাতত এই। মনে পড়লে আবার আসব।

হিমু এর ছবি

সুনীলের বইটার নাম "অর্ধেক জীবন" ছিলো না?


হাঁটুপানির জলদস্যু

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হ্যাঁ, "অর্ধেক জীবন" ... আমার কাছে এটা সুনীলের সেরা কয়েকটা বইয়ের মধ্যে একটা মনে হইছে ...

সুনীলের আরও একটা বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বেশ বিস্তৃত লেখা ছিল ... "একা ও কয়েকজন" নাকি? চিন্তিত
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

অনিকেত এর ছবি

থুড়ি......'অর্ধেক জীবন'

ধন্যবাদ হিমালয়

সবজান্তা এর ছবি

অর্ধেক জীবন পড়া আছে, ভালো লেগেছে বইটা।

দেখুন অন্য কোন বই এর নাম মাথাতে আসে কিনা আর !


অলমিতি বিস্তারেণ

লাইঠেল(লগাই নাই) এর ছবি

"Into the Third Reich" by Robert Spreer (Hitler's Armament Minister), its actually his auto biography. But, you will get a good description what was happening in the heart of German government, and you will also know why Germans lost the war though they could have a superior air fleet which could have effectively limit the allied forces' air attack. German war machine was crippled by these attacks and all their supply lines were literally shattered

সুমন চৌধুরী এর ছবি

চার্চিলের Gathering Storm আর Withering Strom পইড়া ফালান। এর ইংরেজী যত সুন্দর, অতো সুন্দর বাংলায় কেউ এখনো ইতিহাসের বই ল্যাখে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর S.P.Taylor এর Origins of second world war আর তার সাথে সমান্তরালভাবে জেনারেল ঝুকভের রাণাঙ্গণ বিষয়ক দুই খন্ডের ইতিহাসও খুব জরুরি বই। তবে তেমন সুখপাঠ্য না। বাংলায় আমার পড়া প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের বই হইল বিবেকানন্দ মুখোপাধ্যায়ের সেই দুই খন্ড। ভদ্রলোকের মধ্যে বেশ খানিকটা কংগ্রেসী ভাইরাস থাকলেও ঐ বইটা সব মিলাইয়া ভালোই লিখছেন।



ঈশ্বরাসিদ্ধে:

সবজান্তা এর ছবি

ধন্যবাদ। আরেকটু সাহায্য কল্লে উপকার হৈত। বইগুলান পাবো কোথায় ? আজিজ ?

আর বদ্দা কি ভূতের গল্প পড়েন না ?


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

যোগাড় কর আমারে দিস ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

খেকশিয়াল এর ছবি

খুব ছোট থাকতে একবার বিশ্বনাটকে দেখেছিলাম দ্য মাঙ্কি'স প নাটকটা, অনেক ভয় পেয়েছিলাম । পড়ে ভার্সিটিতে পড়ার সময় একদিন ডাউনলোড করে মূল গল্পটা পড়ে ফেলি । W.W. Jacobs এর অন্যান্য এরকম গল্প আছে কিনা আমিও খুঁজছি । মাঙ্কিস প এর লিঙ্কটা দিয়ে দিলাম, হয়ত অনেক অনুবাদ হয়ে গেছে এটার তবু গল্পটা রূপান্তর করার ইচ্ছা আছে আমার ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

s-s এর ছবি

সেবা র অনুবাদ থ্রী কমরেডস এবং অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পড়েছেন?
ত্রৈলোক্যনাথের কঙ্কাবতীতে অনেক ভুত কিন্তু ভয় নেই, সুখপাঠ্য।
ভয়ের গল্প/ উপন্যাস বাংলা সেবার অনুবাদ - ছয় রোমাঞ্চ , পঞ্চ উপন্যাসিকা, রেবেকার কথা এ মুহুর্তে মনে পড়ছে।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের (টেনিদা) "কালোহাত" নামে একটি গা ছমছমে উপন্যাস আছে দেব সাহিত্য কুটিরের পুরনো কোনো একটা সংকলনে।
শীর্ষেন্দুর তো অনেক উপন্যাসই ভুত নিয়ে কিন্তু ভয়ের নয়, মনোজদের অদ্ভুত বাড়ি, পটাশগড়ের জঙ্গলে, ঝিলের ধারে বাড়ি এইগুলো মনে আছে।

এডগার আলেন পো র শর্ট স্টোরি র ভালো ভারতীয় অনুবাদ আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন

সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কে নিয়ে লেখা একটি গোয়েন্দা উপন্যাস নামটি পুরো মনে নেই কিন্তু শিরোনামে "এগার' সংখ্যাটির কনোটেশন আছে একটা বেশ ভয়ের উপন্যাস। সেবার অশুভ সংকেত ৩ পর্বই ভয়ের । দ্য এক্সরসিস্ট ও ভালো।
অলিভার অনিয়নের লেখা The beckoning fair one পড়ে দেখুন , ক্ল্যাসিক হরর ফিকশন।
এইচ পি লোভারক্র্যাফটের Cthulhu Mythos
কিছুটা সাইন্স ফিকশন হরর। ভালো লেগেছিলো প্রথমে।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

সবজান্তা এর ছবি

পড়া আছে অনেকগুলিই ( বিশেষত বাংলা গুলি প্রায় সবই )। ইংরেজীগুলির নাম মাথায় রাখলাম।

কিন্তু আরেকখানা কথা, বহুদিন যাবত আপনার কোন লেখা পাই না। ঘটনা কী ?


অলমিতি বিস্তারেণ

সুবিনয় মুস্তফী এর ছবি
সবজান্তা এর ছবি

ধন্যবাদ


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবজান্তা...
ভূতের বই বিষয়ে কোনো আগ্রহ আমার নাই। ছোটবেলায় পড়ছি কিছু... ভয় বা উৎসাহ কোনোটাই পাই নাই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বই বিষয়ে যা বলছেন তা পইড়া ঠিক ক্লিয়ার হইতে পারলাম না। ২য় বিশ্বযুদ্ধ নিয়া বই পড়ার পিছনে আপনার কোন উদ্দেশ্যটা কাজ করতেছে সেইটা বুঝতে পারলে ভালো হইতো।
যুদ্ধ নিজেই সুখের কোনও বিষয় না... বিশ্বযুদ্ধ যেখানে সেখানে সুখপাঠ্য হয় কিভাবে? তাই বিশ্বযুদ্ধ নিয়া সুখপাঠ্য বই খোঁজার মর্মার্থ ধরতে পারলাম না।
আপনে যদি এই যুদ্ধ সম্পর্কে তথ্য জানতে চান তাহৈলে কেবল তথ্যই জানতে হবে... সেটা আপনে ইন্টারনেটেই প্রচুর পাবেন। আর যুদ্ধের আবহে লেখা গল্প উপন্যাস যদি খোঁজেন তাইলে ভিন্ন কথা... সেক্ষেত্রে ইতিহাস না খোঁজাই ভালো... সেখানে যত্টুক ইতিহাস পাবেন তাও নেট থেকে অনায়াসেই নামাতে পারবেন। সে ধরনের বেশ কিছু বইয়ের তালিকা তো উপরে আসছেই... অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট আমার নিজের বেশ ভালো লেগেছিলো... এ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরী তো মনে হয় আপনার পড়াই আছে...

আসলেই আমি আপনার চাওয়াটা বুঝতে পারি নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

নজু ভাই, ভুল বুঝলেন ! সুখপাঠ্য মানে কাহিনীর জন্য পড়তে সুখ লাগবো সেইটা বোঝাই নাই, আমি বোঝাইতে চাইছি যে, ভাষার ব্যবহার সুন্দর এবং প্রাঞ্জল। আমাগো দেশে তো অনেকেই অনুবাদ করে, যেইগুলান পড়লে, বাকি জীবনে আমার আর বিদেশি গল্প পড়ার শখ থাকে না। সেই অর্থেই কইছি আর কি, সুখপাঠ্য মানে ভালো অনুবাদ ( কিংবা যদি বাংলাতেই লেখা হয়, তাইলে ভাষাটা যেন একটু প্রাঞ্জল হয়, পড়তে পড়তে যেন খালি হোঁচট না খাই)।

আমি আসলে একদম গোড়ার থিকাই ইতিহাসটা জানতে চাই। নেটে ইতিহাস পাওয়া যায়, কিন্তু সেইটা বেশীক্ষন আরাম কইরা পড়া যায় না, বেশি নিরস ভঙ্গিতে ল্যাখা।


অলমিতি বিস্তারেণ

দৃশা এর ছবি

আমার লেখা 'দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার অবদান' এবং 'শাকচুন্নির প্রেম' বই ২ টা ট্রাই করে দেখতে পারো। খুবই উপকারি।

দৃশা

সবজান্তা এর ছবি

শাকচুন্নির প্রেম তো ওইদিন খোঁজ করলাম, দোকানদার বললো সব কপি বিক্রি হয়ে গেছে। অপেক্ষা করতে হবে ৯৯তম রিপ্রিন্টের জন্য।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আচ্ছা 'শাকচুন্নির প্রেম' তোর আত্মজীবনীমূলক লেখাটা না ?

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দেবোত্তম দাশ এর ছবি

এই লিংক টা (ট্রাই )করে দেখতে পারো । ১৯৯ দিন, ভালো লাগবে ।
http://www.guruchandali.com/?portletId=1&pid=jcr://content/guruchandali/guruchandali12/1212466033323

স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মৃদুল আহমেদ এর ছবি

এর আগেও একদিন বলেছিলাম... আজকে আবার বলি, বিভূতিভূষণের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের "তারানাথ তান্ত্রিক " এবং "অলাতচক্র" বই দুটো যোগাড় করে পড়ুন। প্রথমটা ছোটগল্প সঙ্কলন আর দ্বিতীয়টা উপন্যাস। বাংলাভাষী লেখকদের এবং অনুবাদ করা যতরকম ভূতের এবং থ্রিলার গল্প সবই কমবেশি পড়ে ফেলেছি আমার ধারণা। আগে স্কুল থেকে ফিরে বই পড়তে বসতাম এখন অফিস থেকে ফিরে। বাসায় ফিরে অমুক থ্রিলারটা পড়তে বসব, ভাবতেই মনটা ভারী আনন্দে ভরে যায়। এক বই বার বার পড়ি। আগে পড়তে সবচে বেশি ভালোবাসতাম ছায়াসঙ্গী এবং পিশাচিনী। তারানাথ তান্ত্রিক আসার পর ফার্স্ট পজিশনে সে চলে গেছে। ঠিক ভুতের গল্পও না সেটা, অন্য এক ছায়াজগতের গল্প, যে জগতের কথা জানতাম না, কিন্তু এখন বিশ্বাস না করেও উপায় নেই। আর সেই জগতের উপাদানগুলো মিশে আছে আমাদের জীবনযাপনের অনেককিছুর মধ্যেই। অদ্ভুত এক দর্শনকে ঘাড় পেতে নিতে হয়, বিশ্বাস করতে ইচ্ছে হয়।
বই দুটো ঢাকায় পাবেন না। মিত্র এন্ড ঘোষে যোগাযোগ করলে পাবেন। চিঠি লিখলেই হয়। খুব অসুবিধেয় পড়লে শ্যাজাদিকে মেসেজ লিখুন। তিনি তো কোলকাতার মানুষ। তিনি যোগাড় করতে পারলে উপযুক্ত পয়সা দিয়ে বুঝে নিয়েন বই দুটো। পড়ার পর আশা করা যায় অখুশি হবেন না।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবজান্তা এর ছবি

তারানাথ তান্ত্রিকের গল্প - যেটা মূল এবং প্রথম লেখা - বিভূতিভূষণের লেখা, সেটার সিক্যুয়েলই কি তাঁর ছেলের লেখা ?

অসংখ্য ধন্যবাদ আপনাকে, নাম দুটোর জন্য। বই দুটোর নাম এরই মধ্যে আমাকে খেকশিয়াল বলেছেন। খোঁজা শুরু করতে হবে অচিরেই।


অলমিতি বিস্তারেণ

মৃদুল আহমেদ এর ছবি

হ্যাঁ, তারানাথ তান্ত্রিককে নিয়ে দুটো গল্প লিখেছিলেন বিভূতিভূষণ, তারপর তার ছেলে সেই চরিত্রকেই টেনে নিয়ে গেছেন বহুদূর। শাল্মলী নদীর তীরে মহাশোল মাছের নৈবেদ্য দিয়ে ডামরতন্ত্রের দেবী মধুসুন্দরীকে কাছে পেয়েছিলেন তারানাথ--বিভূতিভূষণের গল্পে, সেই তারানাথই তারপর আরো অনেক বিচিত্র জিনিস ঘটাল এবং দেখল এবং তার জীবনে বার বার দেখা দিয়েছে সেই দেবীর প্রভাব...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রাফি এর ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে লেখা একটা বই বিবেকানন্দ মুখোপধ্যায় অনুবাদ করেছেন।
নাম"দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস"। তথ্যবহুল বই।
আজিজে পাবা।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

শরীফ হোসেন এর ছবি

হুমায়ুন আহমেদের "মধ্যান্য (দ্বিতীয় খন্ড)" পরতে পারেন। এই খন্ডটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি সমসাময়িক ঘটনা নিয়েও কিছুটা লেখা হয়েছে, তবে এটা খুবই সামান্য।

শরীফ হোসেন [অতিথি] এর ছবি

I'm working with a virtual keyboard and I can't writing in Bengali here, sorry for that.
The book that I’ve bought the other day was "DITYO BISSHO JUDDHER SHONGKHIPTO ITIHASH" by Victor Maosulenko. It was translated from Russian into Bengali language by OISHI PROKASHONI. While I was reading I got shocked because there the history was totally changed that we are famiiar with. The original writer tried to prove that Russia (then Soviet Union) was pretty innocent throughout the war, how shame!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।