একটা চমৎকার গান, বিশ্বাস না হয় শুনেই দেখুন

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ৩০/০৭/২০০৮ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অভিনেতা ফজলুর রহমান বাবুর গানের গলা চমৎকার - এমনটা শুনেছি মঞ্চের অনেক দর্শকের কাছেই। তবে আজ অবধি নিজের কানে শোনার সৌভাগ্য হয়নি।

MSN এ কথা হচ্ছিল পুরানো এক বন্ধুর সাথে। কথার মধ্যে হঠাৎ করেই জানতে চাইলো ফজলুর রহমান বাবুর গাওয়া গানটা শুনেছি কি না ? ওর কাছেই শুনতে পেলাম, গানটা গিয়াসউদ্দীন সেলিমের মনপুরা চলচ্চিত্রের ( এখনো মুক্তির অপেক্ষায়) ।

গানটার ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মন্তব্য দিতে চাই না। সময় থাকলে আপনি নিজেই শুনুন। আমি শুধু এটুকুই বলি বহুদিন এত উদাস করা গলা শুনি না, এত উদাস করা কম্পোজিশন শুনিনা।

Get this widget | Track details | eSnips Social DNA

নতুন সংযোজিত গানঃ

আগে যদি জানতাম ---- মমতাজ

Age Jodi Jantam -monpura
Age Jodi Jantam -m...
Hosted by eSnips

যাও পাখি বল তারে - ০১ ----চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি ইসলাম

Jao Pakhi bolo tare -1 - monpura
Jao Pakhi bolo tar...
Hosted by eSnips

যাও পাখি বল তারে - ০২ ---- কৃষ্ণকলি ইসলাম

Jao Pakhi Bolo Tare - 02- monpura
Jao Pakhi Bolo Tar...
Hosted by eSnips

নিধুয়া পাথারে - ০২ - কৃষ্ণকলি ইসলাম ও চঞ্চল চৌধুরি

Nidhua Pathare -2 -monpura
Nidhua Pathare -2 ...
Hosted by eSnips

সোনার ময়না পাখি -- অর্ণব

Sonar Moina Pakhi - Monpura
Sonar Moina Pakhi ...
Hosted by eSnips

সোনাই হায় হায় রে --- ফজলুর রহমান বাবু

Sonai Hai Hai re -monpura
Sonai Hai Hai re -...
Hosted by eSnips

নিধুয়া পাথারে - ০৩ --- ফজলুর রহমান বাবু

Nidhua Pathare -3 - monpura
Nidhua Pathare -3 ...
Hosted by eSnips

সাউন্ড ট্র্যাক ( নির্বাচিত)

Sound Track ( selected ) -monpura
Sound Track ( sele...
Hosted by eSnips


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার ব্যক্তিগত মন্তব্য তো শিরোনামেই দিয়ে দিয়েছেন চোখ টিপি তবে গানটা আসলেই চমৎকার। ভাল লেগেছে। বিশেষ করে কম্পোজিশনটা।

ইশতিয়াক রউফ এর ছবি

মঞ্চে শুনিনি কোনদিন, তবে দৈনিক তোলপাড়ের আবজাব গানেই এই লোকটার গলা শুনে আমি মুগ্ধ।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

সবজান্তা এর ছবি

এই গানটা শুনলেন ইশতি ভাই ? কেমন লাগলো এই গানটা ?


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

বাড়াবাড়ি রকম ভাল গেয়েছেন বাবু। এই লোকটার কোন অ্যালবাম নেই?

অফটপিকঃ

আজকের 'নীড়পাতা' দেখে মনটা ভরে গেল। দুর্দান্ত সব পোস্টে ভরা। ফারুক ভাইয়ের প্রতিবাদী লেখা, যূথচারীর বিশ্লেষণ, আকতার ভাইয়ের ছড়া, সুবিনয় মুস্তফীর "বই-ভ্রমণ", ব্যাক-টু-ব্যাক বদ্দা আর বিগ-সি, বাবুর গান, জুবায়ের ভাই, মুক্তিযুদ্ধ নিয়ে পোস্ট, জেন গল্প, জায়গীরনামা, স্বপ্নচারীর প্রেমকাহিণী, তিথি আপুর বইপড়ার ঢেউ-খেলানো লেখা, সন্ন্যাসীর *** (তাঁকে দেবার মত আর বিশেষণ নেই আমার) লেখা...

সচলায়তনের পাঠক হবার জন্য খুব ভাল একটা দিন। সব আছে আজকে।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

সৌরভ এর ছবি

শুনলাম। দারুণ।


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চমত্কার গান।
ফজলুর রহমান বাবু গেয়েছেনও দারুণ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ মন খারাপ
একদিন ফজলুর রহমান বাবুর সাথে মগবাজার মোড়ে রিক্সার এক্সিডেন্ট হইসিল। বাবু আর আমি দুইজনই রাস্তায় গড়াগড়ি হো হো হো
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অপূর্ব সোহাগ এর ছবি

সত্যিই অসাধারণ। বাবু-র মতই হয়েছে গান।
ধন্যবাদ শুনানোর জন্য।

-অপূর্ব সোহাগ

মুশফিকা মুমু এর ছবি

ধন্যবাদ গানটার জন্য, খুব ভাল লাগল গানটা, অসাধারন গেয়েছেন, মিউসিকটাও দারুন!
আমিও দৈনিক তোলপারে ওনার গান শুনে অবাক কি সুন্দর গায়। যেমন অভিনয় তেমনি গলা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সবজান্তা এর ছবি

ছবিটার সঙ্গীত পরিচালনায় কে, তা কি কেউ জানেন ? গানে বাবুর গলা যতটা সুন্দর, ততোটাই সুন্দর গানের কম্পোজিশন। টিপিক্যাল বাংলা ছবির কিংবা আধুনিক গানের সুর থেকে একদমই আলাদা।


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে মনপুরা'র সঙ্গীত পরিচালক হলেন অর্ণব।

অতন্দ্র প্রহরী এর ছবি

আরো কিছু তথ্য সংযোজন করি:

১. সোনারও পালঙ্ক ঘরে (লেখা, টিউন ও কণ্ঠ: কৃষ্ণকলি)
২. নিঠুয়া পাথারে (লেখা: সংগৃহীত, কণ্ঠ: ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরি)
৩. আগে যদি জানতাম রে বন্ধু (লেখা ও টিউন: কৃষ্ণকলি, কণ্ঠ: মমতাজ)

এই সিনেমার মাধ্যমেই অর্ণবের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটল।

সুমন সুপান্থ এর ছবি

অসাধারণ গান । নাটকের এক বন্ধু আরমিন সবুজ , মাতাল এক রাতে গেয়ে শুনিয়েছিলো অসামন্য কিছু গান ! নেশা কেটে গেলে পর,ভোরের আলোয় জানালো, গান গুলো ওর গুরু ফজলুর রহমান বাবুর কন্ঠে শুনতে শুনতে নিজের গলায় উঠে এসেছে ।
আজ আপনার বদন্যতায় আবার শোনা হলো একটা,
সবজান্তা- ধন্যবাদ ।

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

দেবোওম এর ছবি

খুভ খুব খুব ভালো লেগেছে

অপূর্ব  সোহাগ এর ছবি

অর্ণবের নামটা দেখে ভালো লাগলো। আমার প্রিয় বন্ধু বেদনার বন্ধু যে সে। অনেকদিন হলো বেঙ্গল মিউজিকে আর আড্ডা হয়না...।

সমুদ্র এর ছবি

বাবু, আমার মতে, বাংলাদেশের এই সময়ের সবচেয়ে শক্তিশালী অভিনেতা।
মনপুরায় গান গেয়েছিলেন জানতাম, এতটাই অসাধারণ তা জানা হলো আপনাদের সৌজন্যে। ধন্যবাদ!

"Life happens while we are busy planning it"

Cacofonix এর ছবি

Ahhh........ Oshadharon....!!! Dhonnobad Sobjanta...!!

সবজান্তা এর ছবি

এরই মধ্যে মনপুরার মিউজিক রিলিজ হয়েছে। সারা দেশে বেশ সাড়াও ফেলেছে। যারা দেশে থাকেননা, তারা অনেকেই ইন্টারনেট থেকে শুনছেন, কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেটে পাওয়া যায় গানগুলি লো-কোয়ালিটি অডিও অর্থাৎ ১২৮ কেবিপিএস বিট রেটে গ্র্যাব করা। প্রবাসী সেইসব আগ্রহী শ্রোতাদের জন্য, আমি হাই কোয়ালিটি বিটরেটে গ্র্যাব করে, সেগুলো ই-স্নিপসে আপলোড করে দিয়েছি।

একটাই অনুরোধ, যারা বাংলাদেশে থাকেন, তারা ভালো লাগলে এলবামটা কিনুন, ডাউনলোড না করে। দাম মাত্র পঞ্চাশ টাকা।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।