এই যে প্রকাশক শুনুন, শুভ জন্মদিন !

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ২৮/০৩/২০০৯ - ৯:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিনি একজন সচল।

তিনি একজন প্রকাশক।

বইমেলাতে তাঁর স্টলের সামনে দাঁড়িয়ে আমরা আড্ডা মেরেছি বিস্তর।

বইমেলাতে তাঁর প্রকাশনা থেকেই প্রায় সব সচলের বই বের হয়েছে, গুটিকয়েকের পরিবেশকও তিনি।

আজিজে তাঁর দোকানে গেলে প্রায়ই অঘোষিত বিভিন্ন দৈর্ঘ্যের সচলাড্ডা হয়ে যায়।

তিনি একজন ভালো মানুষ, যার দোকানে অবাধে আড্ডা মারা যায়, ফ্রীতে মুড়ি মাখা-চা-সিগারেট পাওয়া যায়। যদি বেলা দ্বিপ্রহরে চলে যান, হয়তো কপালে জুটে যাবে "অন্তরের" স্পেশাল ভর্তা আর ভাত।

বইমেলাতে সচল লেখকদের যেসব বই কিনতে পারেন নি, তাঁদের বই তিনি দোকানে গেলেই ফ্রীতে বসে পড়তে দেন। সেই সাথে মেলায় কেনা বইগুলি পড়া হয়ে গেলে সেগুলি ফেরত নিয়ে আবার টাকাও দিয়ে দেন।

আজ সেই "শুদ্ধস্বর" প্রকাশক সচল আহমেদুর রশীদ ওরফে টুটুল ভাইয়ের জন্মদিন।

টুটুল ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি এই বছরও নতুন বইয়ে উনার দোকান ভরপুর থাকবে, আর আমাদের কপালেও আড্ডার পাশাপাশি জুটে যাবে খাওয়া দাওয়া।

ভালো থাকুন টুটুল ভাই...


মন্তব্য

সবজান্তা এর ছবি

ভেবেছিলাম, এ বছর শুদ্ধস্বর থেকে যাদের বই বের হয়েছে, তাঁদেরই কেউ খুব আবেগমথিত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাবে। কিন্তু সকাল দশটা বেজে যাওয়ার পরও কেউ না দেওয়ায়, সচলায়তনের স্টাফ জন্মদিনের লেখক হিসেবে এই গুরুভার আমার কাঁধেই তুলে নিতে হলো।


অলমিতি বিস্তারেণ

আলাভোলা [অতিথি] এর ছবি

সবজান্তাদা,

মুর্শেদ ভাই কিন্তু অনেক আগেই শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন।

সবজান্তা এর ছবি

উপস, আমি এইটা দেখিই নাই। অনেক দূর পর্যন্ত স্ক্রল করে দেখি লেখা নাই, তাই আমি লিখে ফেললাম। এখনি লেখা প্রথম পেজ থেকে সরিয়ে নিচ্ছি।


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

প্রকাশক সাহেব হ্যাপি বাড্ডে। দেখি আজকে চা মুড়ি খেতে আসা যায় কিনা। দেঁতো হাসি

সচলের স্টাফ জন্মদিনের লেখক সবজু ভাইকে চলুক

আহমেদুর রশীদ এর ছবি

মৌসুমের প্রথম বৃষ্টির মতো এই ভালবাসাগুলো,এই শুভ কামনাগুলো আমাকে স্নাত করে উজ্জিবিত করছে দারুন ভাবে,রঙে রঙিন করে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।