সার্ভারের হেঁচকি

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ০৮/০৪/২০০৯ - ১০:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়েকদিন ধরে এলোমেলো ভাবে এক জন দুই জনের ক্ষেত্রে সার্ভার গন্ডগোলের দরুন পোস্ট হারিয়ে যাবার সংবাদ আসছিল। গত কয়েক ঘন্টা আগে বেশ কয়েক জন একসাথে পোস্ট হারিয়ে যাবার অভিযোগ করেছেন। এটা সার্ভারের কোন একটা হেঁচকি জনিত কারনে ঘটেছে বলে ধরে নিচ্ছি আমরা।

কোন একটা সমস্যা আছে এটা সার্ভার হোস্টরাও স্বীকার করেছে। কিন্তু ঠিক ধরতে পারা যাচ্ছে না ঘটনাটা কি। আপনাদের ক্ষেত্রে এরকটা হলে আমাদের নীচের তথ্যগুলো জানান:

১। কখন পোস্ট করেছিলেন (উদাঃ সকাল ৭টা)
২। আপনার অবস্থান কোথায় (উদাঃ ঢাকা)
৩। কি ঘটেছিল (উদাঃ পোস্ট করেছি, ২০ মিনিট পর হাওয়া)
৪। কোন এরর দেখেছিলেন? কোন স্ক্রীন শট দিতে পারবেন?

যাদের পোস্ট হারিয়ে গেছে তাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। লেখা পোস্ট করার আগে Ctl+A আর Ctl+C চেপে কপি করে রাখতে ভুলবেন না। আমরা সার্ভার হোস্টের সাথে যোগাযোগ করেছি। আপডেট জানাবো আপনাদের শীঘ্রি।


মন্তব্য

স্বাধীন [অতিথি] এর ছবি

আমি পোষ্ট করেছিলাম সকাল এগারোটায় (এডমন্টন স্থানীয় সময়) । আমি এডমন্টন এ থাকি। পোস্ট করেছি, আনুমানিক কয়েক (২/৩) মিনিট পর হাওয়া। কোন এরর দেখিনি।

স্পর্শ এর ছবি

আমার একটু আগের লেখাটা হারিয়ে গেছে। মন খারাপ
ঢাকা সময় সন্ধ্যা ৬:৫৩
একটা ছোট্ট এডিট করতে গিয়ে এই অবস্থা।
লেখা শিরোনাম "ছেড়া পাতার মানুষ"

আমি কী রিপোস্ট করবো?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

করেন। সরি। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

'কি' বানান করছি ভুল মন খারাপ
এখন এডিট করতে গিয়ে দেখি আপনি রিপ্লাই দিয়ে দিছেন! খাইছে

খাইসে! আবার হুঠ করে সর্বস্বান্ত হয়ে না পড়ি। ইয়ে, মানে...
রিপোস্ট করলাম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

প্রথম বারের পোস্টের লিঙ্ক
http://www.sachalayatan.com/sporsho/23263
এখন বলছে সংরক্ষিত।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রথম বারের লিংক দিয়ে ভালো করেছেন।

১। ব্যাপারটা ঘটছে শুধুমাত্র যারা এডিট করছেন তাদের ক্ষেত্রে।

২। লেখাটা বহাল তবিয়তে আছে কিন্তু পাবলিক এক্সেস বন্ধ।

আমি আরেকটু দেখি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

আচ্ছা । আপনারা আছেন বলে শান্তিতে ঘুমাতে পারি।
সমস্যা এবার ধরা পড়বে বলে ভরসা পাচ্ছি। হাসি

ওহ্‌, একটা কথা-
আমি প্রথমে কয়েকবার কিছু বানান ঠিক করে সংরক্ষণ করতে পেরেছি। সমস্যা হয়নি।
কিন্তু পরে 'ক্যাটেগরী' এডিট করতে গিয়ে এই কান্ড টা ঘটেছে।

এই তথ্যটা আপনার কাজে লাগতে পারে হয়তো। হাসি

যদি আগের পোস্টটা উদ্ধার হয়, তাহলে রিপোস্টটা দয়া করে সরিয়ে দিয়েন প্রথম পাতা থেকে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তুলিরেখা(লগাই নাই) এর ছবি

গতকাল আমার দুই পোস্ট হাওয়া। মন্তব্যসমেত। মন খারাপ
কিছুই বুঝলাম না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আন্তরিকভাবে দুঃখিত। গতদুইদিন ঘনঘন ঘটছে ব্যাপারটা। আমরা দেখছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রাগিব এর ছবি

সাইট ডাউন ছিলো নাকি এতক্ষণ? এরর মেসেজ দেখাচ্ছিলো।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

জাহিদ হোসেন এর ছবি

সাইট ডাউন ছিল বেশ কিছুক্ষণ। ঢুকতে পরিনি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

বেগুনী-মডু এর ছবি

সাময়িক সমস্যার কারণে ঘন্টা দুয়েকের জন্য সচলায়তন ডাউন ছিল। এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখিত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।