নতুন পাসওয়ার্ড পলিসি

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ২৩/০৩/২০১২ - ৯:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে নতুন পাসওয়ার্ড পলিসি তৈরী করা হয়েছে। আপনি লগইন করলেই আপনাকে পাসওয়ার্ড বদলাতে বলা হবে। সাম্প্রতিক হ্যাকিং রোধে সদস্যদের লেখা একাউন্ট এবং তাদের লেখা সংরক্ষণ করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে http://strongpasswordgenerator.com এ গিয়ে ১৫ অক্ষরের বেশী দৈর্ঘ্যের পাসওয়ার্ড তৈরী করুন। সেটা সচলায়তনে ব্যবহার করুন।

আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটি সংরক্ষন করে রাখুন। উপরন্তু ফায়ারফক্স বা ক্রোমে পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইল সংরক্ষণ করতে পারবেন।এছাড়া একটি কাগজে পাসওয়ার্ডটি লিখে মানিব্যগে বা পার্সে রেখে দিন।

আপনাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এই পৃথিবীতে দুষ্ট লোকের জন্য তৈরী নিয়মগুলো সংখ্যাগরিষ্ঠ ভালো লোকের যন্ত্রণাই বাড়িয়েছে কেবল।

পাসওয়ার্ডের নিয়ম:
১) পাসওয়ার্ড কমপক্ষে ১০ অক্ষরের হতে হবে।
২) আপার কেইস আর লোয়ার কেইস দুটোই থাকতে হবে।
৩) একটি বিশেষ অক্ষর, যেমন !@#$%^ ইত্যাদি থাকতে হবে।
৪) সর্বশেষ তিনটি পাসওয়ার্ড ঘুরে ফিরে ব্যবহার করা যাবে না।

তিনদিন পর সচলদের ব্লগের সম্পাদনা এবং ডিলিট করার ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে।

সচল থাকুন, সচল রাখুন।

(ক্রোম পাসওয়ার্ড ম্যানেজমেন্ট)
(ফায়ারফক্স পাসওয়ার্ড ম্যানেজমেন্ট)


মন্তব্য

তাসনীম এর ছবি

নতুন পাসওয়ার্ড তৈরি করলাম। মোটামুটি একটা ছোট ব্লগের সাইজের।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

একটা পাসওয়ার্ড বানালাম: Karo baper shaddho thakle ei password venge dekha! দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ডিকশনারী এটাকের কাছে এই পাসওয়ার্ডটা দূর্বল। আট শব্দের এই পাসওয়ার্ড ৮ অক্ষরের পাসওয়ার্ডের সমান দূর্বল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খি খি খি গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনার্য সঙ্গীত এর ছবি

ডিকশনারি দিয়া পিটাইলে কম্পিউটারই ভাইঙ্গা যায়, আর পাসওয়ার্ড! :৫

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

একটা পাসওয়ার্ড প্রতিযোগীতা করলে কেমন হয়!
কে কত বুদ্ধিদীপ্ত অথচ জটিল পাসওয়ার্ড বানাতে পারে! দারুণ অথচ ভাঙা যাবে না! আবার মনেও থাকবে সহজে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লাভ কি? বুদ্ধিদীপ্ত পাসওয়ার্ড গুলো বলে দিলেই হ্যকাররা সেগুলো তাদের ডিকশনারীতে যুক্ত করে নিবে।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খি খি খি এগেইন গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনার্য সঙ্গীত এর ছবি

বিপ্লবীর ব্যাঞ্চাই! চাল্লু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তিথীডোর এর ছবি

বদলেছি বহু কষ্টে, যাই দিই কয় ব্যাড কোয়ালিটি! মন খারাপ
ওয়ালপেপার হিসেবে লটকে রাখব ভাবছি, নইলে এ জিনিস মনেও থাকবে না।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শক্ত পাসওয়ার্ড মনে থাকার কথাও না। ব্রাউজারে সেইভ করা সহজতর।

আব্দুর রহমান এর ছবি

রেগে টং মাতামুতা গরম হই গেছে

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

রণদীপম বসু এর ছবি

ব্রাউজারে সেভ করার যা নিয়ম দেখাইতেছে, তাতে তো পাসওয়ার্ড মুখস্থ করে ফেলাটাও অনেক সহজ মনে হয় ! না কি ব্রাউজারই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে !!

আচ্ছা, ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করলে যে কেউ আমার কম্পুতে বসে আমার যে কোন সাইটে লগিন করতে পারবে না ? মাথামোটা আমার কাছে বিষয়টা স্পষ্ট হয় নি যে ! কিঞ্চিৎ আলোকপাত করবেন নাকি কেউ ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার কম্পিউটারে "একই" একাউন্ট দিয়ে লগইন করে একই ব্রাউজার ব্যবহার করলে আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে পারবে। তবে কম্পিউটারে দ্বিতীয় একাউন্ট, কিংবা ব্রাউজারে একটা পাসওয়ার্ড দিয়ে সেটা ঠেকাতে পারেন।

তাছাড়া গুগল ডকে সেইভ করে রাখতে পারেন। তবে সেটা কতখানি ভরসা করা যায় সেটা জানি না।

আমি কাগজে লিখে পকেটে রেখে দেই।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ, যেটুকু বোঝার বুঝে নিলাম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

sadachokh এর ছবি

ফায়ার ফক্সে সেভ করা সব পাসওয়ার্ড কে প্রটেক্ট করার জন্য "মাস্টার পাসওয়ার্ড" অপশন আছে। tools>options>Security>Use Master Password থেকে এটা চালু করা যাবে। এটা চালু থাকলে কোন ওয়েব সাইটের লগইন ফর্মটা অটো ফীল হবার আগে মাস্টার পাসওয়ার্ড চাইবে।

--সাদাচোখ

sadachokh এর ছবি

ছবিতে দেখুন--

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করাই মনে হয় ভালো।
অনেক সাইট নাকি ব্রাউজার ক্যাস/ব্রাউজার থেকে কিভাবে যেন পাসওয়ার্ড হাতিয়ে নেয়।
শুনেছি ফেবুতে লগ ইন থাকা অকস্থায় যতগুলো সাইটে ঢোকা হয়, ফেবু নাকি সবগুলোর পাসওয়ার্ড জমা করে রাখে।
আমি অনলাইন বিশারদ নই, ব্যাপারটা আমি শিওর নই, শুনেছি মাত্র।

মর্ম এর ছবি

বলতে গেলে একবারেই 'ভালো' একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন মনে থাকলে হয়!

কাগজ টাগজে লিখে কাজ হবে না, ওটাই হারিয়ে বসব নির্ঘাত্‍ খাইছে

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

নিলয় নন্দী এর ছবি

আম্রা যারা মেহমান হিসাবে আইলাম তাদের আপ্যায়নের বেবস্তা কী? পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

sadachokh এর ছবি

অনলাইনে পাসওয়ার্ড সেভ করার বেশ কিছু প্রোগ্রাম আছে। জানিনা সেগুলো কতটা নিরাপদ। ফায়ারফক্স ব্রাউজারের Firefox Sync -ও এই ধরনের সুবিধা দেয়।

এছাড়া একটা ওপেন সোর্স টুল "KeePass" এর কথা জানি, এটাতে পাসওয়ার্ড সেভ করে ইউএসবি মেমরি স্টিকে করে নিয়ে বেড়ানো যায়।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার কোনটা আসলে নিরাপদ।

অনার্য সঙ্গীত এর ছবি

এই পৃথিবীতে দুষ্ট লোকের জন্য তৈরী নিয়মগুলো...

দুষ্টু! অ্যাঁ আমার প্রেমিকারা আমাকে ক্ষেত্রবিশেষে দুষ্টু ডাকে! ক্যম্নেকী! চোখ টিপি চাল্লু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পাসওয়ার্ড শক্ত করার কিছু সাধারণ পদ্ধতি বলি।

১) অক্ষর বদল।
কিছু অক্ষর অন্য অক্ষরের সাথে বদলে ফেলুন। যেমন - s এর বদলে $, E এর বদলে 3 (উল্টো ই-য়ের মতো দেখতে বলে)।
এইভাবে সাধারণ পাসওর্য়াড বদলে দেয়া যায়। যেমন - AmiTumiShe হয়ে যেতে পারে Am!2mi$he। DaatVengeJai হতে পারে - D@@tVengeJa!

কিছু প্রচলিত অক্ষর বদল:
i - !
a - @
tu, two - 2
E - 3
l - 1
O - ()

প্রয়োজনে নিজের তৈরী অক্ষর প্রতিস্থাপণ করুন।

২) স্কুলের রোল নাম্বার, ড্রাইভার লাইসেন্স নাম্বার, সোশাল সিকিউরিট নাম্বার, ফোন নাম্বার এগুলো সরাসরি ব্যবহার করবেন না।
ব্যবহার যদি করতেই হয় তাহলে খিচুড়ি পাকান। ফোন নাম্বার মাঝখান থেকে শেষের কিছু ডিজিট নিন। যেমন 2441139 নাম্বার থেকে শেষ চার অংক এভাবে নিতে পারেন 3911 - দুটো করে অংক নিয়ে উল্টে দেয়া হয়েছে।

৩) বাচ্চার নাম, বউয়ের নাম, নিজের নাম, পরিবারের কারো নাম ব্যবহার করবেন না।
করতে হলে উল্টে নিন। যেমন: umme kulsum হতে পারে - ummekn1$um। লক্ষ‌্য করুন কিভাবে u এর জায়গায় n ব্যবহার করা হয়েছে।

ধুসর গোধূলি এর ছবি

তোমার নামে বেলা বোস মকদ্দমা করবে, তার নাম্বার নিয়ে চুদুরবুদুর করার কারণে! তবে, বেলা বোসের মায়ও করতে পারে। চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।