সচলায়তনের "next" ছেঁটে ফেলা হল

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ০২/১০/২০০৭ - ২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে সচলায়তনের ইউআরএলের সাথে আর "/next" ব্যবহার করতে হবে না। সরাসরি www.sachalayatan.com বা www.socholayoton.com ব্যবহার করে সাইট এক্সেস করতে পারবেন। ঝটপট আপনার লিংকগুলো আপডেট করে নিন।

এছাড়া রিডাইরেক্টর ব্যবহার করার কারনে আগের সবগুলো ইউআরএল ঠিক মতো কাজ করা উচিৎ। কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।


মন্তব্য

দ্রোহী এর ছবি

আমিও আমার বুকমার্ক থেকে দিলাম ছেঁটে!


কি মাঝি? ডরাইলা?

ভাস্কর এর ছবি

এখন কি দিনে এক পোস্ট এই নিয়ম করা হইছে?


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা নিয়ে একটু কারিগরী জটিলতা চলায় একটু টেস্ট করছি আমরা। কিন্তু দিনে একটা নয়, দিনে দুটা করেই টেস্ট করছিলাম। আপনার আগের দুটো পোস্টটি যদি গত চব্বিশ ঘন্টায় হয় তাহলে ঠিকাছে, নাহলে কাইন্ডলী জানান। (আসলে এটাই টেস্ট করছি - টাইমজোন আর ঘন্টা ভিত্তিতে কিভাবে কাজ করে)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভাস্কর এর ছবি

আগের পোস্টের পুরা ২৪ ঘন্টা পর এই পোস্ট দেওনের সুযোগ পাইছিলাম...তারপর আবার সুযোগ বন্ধ...সমস্যা নাই...আমি কপি পেস্টই করতে চাইতেছিলাম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলেই ঘাপলা একটা আছে মনে হয়। চিন্তিত

আপনার গত দুইটা পোস্টের সময়ের ব্যবধান ২১ ঘন্টার মত। সুতরাং শেষ পোস্টের ঘন্টা তিনেক পর আপনার আরেকটা পোস্ট করার ক্ষমতা আসার কথা। সেটা না হলে কাইন্ডলী জানাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভাস্কর এর ছবি

আসে নাই...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আচ্ছা। প্লীজ স্টে উইথ মি। আর কোন কোন টাইম জোনে সমস্যা হয় দেখি। দুদিন দেখি। তারপর কোটা আরেকটু বাড়িয়ে দেখব। কোটা কখন বদলাচ্ছি - সেটার কোন এফেক্ট আছে কিনা দেখি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কিন্তু তাহলে পোস্ট দিবেন কেমনে? চিন্তিত

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসুবিধার জন্য দুঃখিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

কোটা দেয়ার প্রয়োজন দেখছি না।
এখানে তো কোন ফাউল মানুষ নাই যে ফ্লাডিং করবে।
ভাষ্কর যদি একদিনে ১০ টা লেখা দিতে চান,তার ১০টাই পড়ার যোগ্য হবে।তারপর হয়তো ১০ দিন তার আর লেখার ইচ্ছাই থাকবে না।

সুতরাং সমস্যা না হওয়া পর্যন্ত কোন মেশিনকে খুলে সেটা সারানোর কি আদৌ দরকার আছে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সমস্যা না সারালে যে কোন সময় ঘাড়ের উপর এসে পড়বে। উদাহরন: বাংলা অনুবাদ সংক্রান্ত কারনে সাইট ডাউন থাকার যে সমস্যাটা হত সেটা ইগনোর করার কারনেই। শেষমেষ এতো ঝামেলা করেছিলো যে আমাদের সব কাজ বাদ দিয়ে এটা নিয়ে বসে থাকতে হয়েছিলো অনেকক্ষন। তারচে টুকটাক ঘেঁটে মেটে সেরে ফেলাই ভালো।

সাময়িক অসুবিধার জন্য সত্যি সত্যি দুঃখিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

তা ঠিক।টুকটুক করে এগুলেই চলে ।

বিপ্লব রহমান এর ছবি

'নেক্সট' ছাঁটায় ভাল হয়েছে।...

কিন্তু প্রচ্ছদ/নীড়পাতার কোথাও 'অনলাইন রাইটার্স কমিউনিটি' কথাটি থাকা উচিৎ হবে।

এছাড়া আমি দিনে একজন লেখকের দুটি পোস্টের (কোটা ?) পক্ষপাতি। তবে একই জনের পর পর দুটি লেখা কেমন যেনো একটু দৃষ্টিকটু লাগে।

এসবই আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ।

জয়তু সচলায়তন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।