কণাবাদী সমতল

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৬/১১/২০০৭ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরো কিছু কাটাকুটি
সার সার পড়ে থাকে
করোটির ফাটাফুটি ঢেকে
সেইসাথে ধূমসেঁকা
খোলতাই মজারু
সজারুর দোলমায়
চেরা সুরে
চৌতাল শেখে

দেখে দেখে বরাবর
হাঁপরের হাঁফ ধরে
গুটিশুটি
এজমালী টুটি চেপে
ফেঁপে ওঠা টুকটুকে
চোখে চোখে চাখাচাখি
শ্যামরাখি ইতিহাস ঝরে


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ। কুল রাখার চেয়ে শ্যাম রাখা ভালো। মিত্র।

সবুজ বাঘ এর ছবি

এহ। এহাবারে জমাইয়া দিছ।

সবুজ বাঘ এর ছবি

তা সাদন ভজন,
আমারে উপদেশ দিছ, তা রাকপার চাইতাছি না।

সবুজ বাঘ এর ছবি

আলীর কতা মুনে আছে? ম্যাডামের পেটের কোক যে হামেশাই সাপ্লাই দিছে?

সুমন চৌধুরী এর ছবি

আছে। আলীকান্তের কানাই...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।