স্বয়ম্ভু

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০০৭ - ৫:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারপর স্বয়ম্ভু বিস্ময়ে
পরস্পর শোঁকাশোঁকি,

ঠোকাঠুকি নিয়মিত
অনিয়ম মনে রেখে;

চেখে চেখে হাড়িসুদ্ধ
বাতিলের দিন ফুরোলে
টেকোবুদ্ধ
কোনাকুনি মাথা নাড়ে

কাড়ে
টোনাটুনি ইচিঙ বিচিঙ
কাঁথা ফুরনোর ঠিকুজি,
ঘুঁজি ঘুরে ঘুরে
গলির সুলুকে
কুলুখ ঠেসে

কেশে
খুক খুক
মাপা ডরপুক
ঝাকানাকা ঝাক্কির
সতর্ক খাঁড়িতে
জৈবিক
হাড়ি ফাটা রুখে দিতে


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ষ্ণ!
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

অ্যা!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তীরন্দাজ এর ছবি

তারপর স্বয়ম্ভু বিস্ময়ে
পরস্পর শোঁকাশোঁকি,

চনাদ্রবিন্দু বাদ দিলে "সিডরগাঁথা" হৈত! ভাল্লাগছে।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি

বেডাঙ্কে মীষ....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

??? এর ছবি

স্বয়ম্ভূ!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

দ্রোহী এর ছবি

বদ্দা, এইটার বঙ্গানুবাদ কবে ছাড়বেন?


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

অ্যাঁ!


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

কি কর্তাম? কোন ভাষায় লেখা সেটাই তো বুঝলাম না!!


কি মাঝি? ডরাইলা?

বিবাগিনী এর ছবি

মাথা এমনিতে আউলা ছিল।এইটা পড়ে পুরাপুরি গেলো। :।
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সুমন চৌধুরী এর ছবি

গিয়া? দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

বিবাগিনী এর ছবি

গিয়া খুব ভাল লাগতেছে ভাইয়া।মাথাটা কেমন যেন হালকা হালকা লাগে! আপনার পা টা দেন।সালাম করি। দেঁতো হাসি
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

ঘ্যাঁচ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুমন চৌধুরী এর ছবি

আরেক্টু গেলেই...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।