বেচারা ফন ফালারসলেবেন

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ১০/০৯/২০০৮ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভদ্রলোক ছিলেন কবি। দেশদরদী মরমী কবি। উনবিংশ শতাব্দীর বিক্ষুব্ধ প্রুশিয় সাম্রাজ্যের পুনরুত্থানের কথা তখন নানা ভাবে উঠে এসেছে হাইনরিশ হাইনের মতো তাঁর কলমেও। তিনি হচ্ছেন হফমান ফন ফালারস লেবেন। তাঁর লেখা দাস ডয়েটশ্লান্ডলীড বর্তমান জার্মানীর জাতীয় সঙ্গীত। তবে এই পোস্টের ঘটনা সেইখানে না। তাঁর গানটি পচুর রাজনৈতিক গিয়ানজামে বার তিনেক কাঁচির নিচে পড়েছে। তিনি কখনো কাটা পড়েছেন, কখনো অন্যের লেখা গানের কথা জুড়ে দেওয়া হয়েছে মূল গানের সাথে।

১৯২২ সালে ভাইমার রিপাবলিকের জাতীয় সঙ্গীত হিসেবে তাঁর গানের মোটামুটি পুরোটাই গাওয়া হতো। ১৯৩৩ সালে হিট্লু এসে তাতে কাঁচি বসায়। ১৯৩০ সালে কমিউনিস্টদের হাতে নিহত নাৎসী দাঙ্গাবাজ হর্সট ভেসেলের লেখা ডি ফানে হোখ নামের মারদাঙ্গা কবিতাটি শল্যচিকিৎসার মাধ্যমে যোগ করা হয় হফম্যান সাহেবের গানে। ১৯৪৫ সালে হিট্লু হালাক হওয়া পর্যন্ত সেই উত্তরাধুনিক গানটাই নাৎসী জার্মানীর জাতীয় সঙ্গীত ছিল।

তারপর আর কী! ইতিহাস সবসময় বিজয়ী পক্ষে কথা বলে দেঁতো হাসি

১৯৫২ সালে বর্তমান ফেডারেল রিপাবলিক অফ জার্মানী আবারো শল্য চিকিৎসা কইরা ভেসেলরে হফম্যান থিকা আলাদা করে।

সেইখানে মূল কবিতার তৃতীয় স্তবকটা শুধু বর্তমান জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হইছে। শুরুর দিকের ভালো ভালো কথাবার্তা বাদ পড়ছে। ১৯৮৯ তে পূর্ব জার্মানী যোগ দেওয়ার পরও কোন পরিবর্তন হয় নাই।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সাধু সাধু............ আমার সাধারন জ্ঞান এর ভান্ডর আপনার পোষ্টের কল্যাণে সমৃদ্ধ হল । র্জামান বেটারা যে জাতীয় সঙ্গী্ত নিয়ে এত কিছু ঘটাইছে এ দ্বারা বুঝা যায় ইউরোপ বলেন আর বাংলাদেশ পলিটিক্স বড় খচ্চর । আমদের ধরছে স্বাধীনতার ঘোষক কে আর ওদের জাতীয় সঙ্গী্ত কে ।
নিবিড়

সুমন চৌধুরী এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে বানানের ব্যাপারে একটু যত্নবান হইলে ভালো হইতো না?



অজ্ঞাতবাস

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সবদেশেই তাইলে কানা (কালা) কানুন কিছু কিছু থাকে। যা পরে নিজেই নিজেরে চালায়! ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

হাসান মোরশেদ এর ছবি

ইনার কিছু কবিতা নামানো যায়না?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অনিশ্চিত এর ছবি

একমত। ইনার কিছু কবিতা নামানো যায় না? - সুমন ভাই?
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

সুমন চৌধুরী এর ছবি
মূর্তালা রামাত এর ছবি

আপনার পোস্ট পড়ে জানার পরিধি বাড়লো। ধন্যবাদ।

মূর্তালা রামাত

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ বদ্দা। বিনে পয়সায় জ্ঞান লাভ হইলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৌমিতা রায় এর ছবি

গানের কথাগুলি দিলে ভালো হতো।

সবুজ বাঘ এর ছবি

ও ফাদার! জুর্মানিতেউ এই সিন?

অতিথি লেখক এর ছবি

তবে বানানের ব্যাপারে একটু যত্নবান হইলে ভালো হইতো না?......... আপনি ঠিক কথাই বলেছেন কিন্তু অভ্র ব্যবহার এ সমস্যার কারণে অনেক ভুল হচ্ছে ।
নিবিড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।