বিদায় রামকুমারবাবু

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৯/০৩/২০০৯ - ৪:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিনিও চলে গেলেন। তিনি গান করতেন। আমি গান বুঝি না। গান শুনি। অল্প যে কয়জনের গান খুব ভালোবাসতাম তাঁদের একজন রামকুমার চট্টোপাধ্যায় আজ ভারতীয় সময় বিকেল পাঁচটায় ৮৯ বছর বয়সে দেহ রাখলেন। তাঁকে নিয়ে তাঁর গান নিয়ে সংগীত বোদ্ধারা অনেক কিছু বলতে পারবেন। আমি শুধু আমার শোকটুকু জানিয়ে গেলাম।

বিদায় রামকুমার বাবু। শ্রোতাদের মধ্যে আপনি বেঁচে আছেন। থাকবেন।

ছবির জন্য কৃতজ্ঞতা : ক্যালকাটা ওয়েব




মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

যেখানেই থাকো শান্তিতে থাকো

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেঙ্গল থেকে প্রকাশিত রামকুমারের টপ্পার সিডিটা আমার দীর্ঘসময়ের সাথী। সাথী দীর্ঘবছরের...

পোস্টটা পড়েও অনেকক্ষন কেবল রামকুমারই শুনলাম... শুনছি... শুনবো আজীবন... আহা... ভালোবাসা লুকানো কি যায়?

শিল্পীর প্রতি শ্রদ্ধা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাফায়েত চৌধুরী এর ছবি

কী বলেন??

shafayet

সুমন চৌধুরী এর ছবি
সবুজ বাঘ এর ছবি

হ। শালার গান আমি শুনছি ডিডি বাংলায়। ক্যামনে ঘ্যাউ ঘ্যাউ কইরা গলা বাইরিয়া গান গাইতো! শুনলেই ভালা লাগতো। তয় না বইলা পারতাছি না, ওঁর গানের চাইয়াউ চেহারাডা আছিল সাংঘাতিক মজাদার। দেকলেই ভালা লাগতো।
তাই তাঁর মৃত্যুতে গভীরব্যাদ্নাময় বিদায়, বিদায় ভারতি।

দেবোত্তম দাশ এর ছবি

শিল্পীর প্রতি শ্রদ্ধা...
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পান্থ রহমান রেজা এর ছবি

শ্রদ্ধা।
উনার গান শুনিনি। এমনকি নামও শুনেনি কারো কাছে!

অনিকেত এর ছবি

ইসস, এমন মজলিশী একজন গায়ক চলে গেলেন!!
মনে আছে তাঁর কাছেই প্রথম,'কাদের কুলের বউ গো' গানটা শুনেছিলাম। যারা রামকুমারের গান শুনেছেন, তারা জানেন 'বৈঠকি' গানের ক্ষেত্রে রামকুমারের তুলনা তিনি নিজে।এ রকম আরেক রামকুমার কখনো জন্ম নেবে কিনা সন্দেহ।

তাঁর মহাপ্রয়ানে আমার বিনম্র শ্রদ্ধাটুকু জানিয়ে রাখলাম।

বিপ্লব রহমান এর ছবি

শ্রদ্ধা
শ্রদ্ধা।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সবজান্তা এর ছবি

আজ সকালেই পেয়েছি। ভেবেছিলাম পোস্ট দিয়ে জানাবো, পরে আর দেওয়া হয় নি।

রামকুমারের মজলিশী গানের যে আমেজ, তা এক কথায় অতুলনীয়। "কাদের কূলের বউগো তুমি... " এই গানটার বাংলা ইংরেজি মিশিয়ে যে রসিক ভার্সনটি তাঁর গলায় শুনেছি, কোনদিনই ভুলবো না...

শ্রদ্ধা রইলো রামকুমারের প্রতি...


অলমিতি বিস্তারেণ

কারুবাসনা এর ছবি

খুব ছোট বেলায় একবার বাড়িতে এসেছিলেন। তারপর এদিক সেদিক দেখা টেলিভিশনের কল্যাণে। আমাকে খুব অপছন্দ করতেন ওনার ছেলের জন্যে। অভিমানে কথাই বলতেন না, খিস্তিখাস্তা ছাড়া, বলতেন , হু পুঙ্গির পুতের লগে কথা বলবা?

ওনার বাড়িও আমি একবারই গিয়েছি, কেবল। শ্রীকুমারের সাথে দেখা করতে গিয়েছি শুনে বল্লেন, ওই খানকির পুত আবার গান গাইতে পারে নাকি? শ্রীকুমারও তার বাপ সন্মর্কে অনুরূপ কথাই বলত। পুরোটাই ছিল বাপ-ছেলের মজা, এমন কি শ্রীকুমারদার ছেলে ঋষিও ও তার বাপের মধ্যে অনুরূপ কথা চালাচালি হয়। অপরিচিতরা ফুল ধরা।

আজ শ্রীকুমারদাকে সমবেদনা জানাই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সবজান্তা এর ছবি

শ্রীকুমারের কিছু শ্যামা সঙ্গীত শুনেছিলাম, খুব বেশি ভালো লাগে নি, বিশেষত উনার 'ক' উচ্চারণটা প্রায়শই 'খ' হয়ে যাওয়াতে বেশ শ্রুতিকটু লাগে। উনি কি শ্যামাসঙ্গীতের বাইরে এমনিতে অন্য কোন ঘরানার গান করেন না ?

আমি গতবার কলকাতা যেয়ে খুঁজেছিলাম, পাই নি।


অলমিতি বিস্তারেণ

কারুবাসনা এর ছবি

শ্যামাসঙ্গিত খুব কম। বেশির ভাগ পুরানো কলকাতার গান, বাইজি বাড়ির গান, টপ্পা, নিধুবাবু, গোপাল উড়ে এদের লেখা গান। আগমনী আর ঐ শ্যামা ট্যামা ফাউ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সচল জাহিদ এর ছবি

শিল্পীর প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী

বাংলা ধ্রুপদী সংগীতের এই সব গুনী শিল্পী আমাদেরকে ছেড়ে গেলে বড় নিঃসংগ লাগে। এক একটি নক্ষত্র নিভে যাচ্ছে সংগীতের আকাশ থেকে কিন্তু নতুন কোন উজ্জ্বল নক্ষত্রের তেমন দেখা পাইনা আর। দূরের আকাশে নক্ষত্রে ভরপুর রাত কবে দেখব?

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ভ্যানগার্ড [অতিথি] এর ছবি

রামকুমার চট্টোপাধ্যায় প্রায় কৈশোরে শুরু করেছিলেন নজরুলের সাথে তবলা বাজিয়ে। বছর চার-পাঁচ আগে নজরুল জন্মশতবার্ষিকীর একটি অনুষ্ঠানে তিনি তাঁর ওই নজরুল-স্মৃতিচারণ করেছেন, নজরুলের কিছু গানও গেয়েছেন। ওর ওই অনুষ্ঠানের অডিও কালেকশন আমার কাছে আছে। এরপর খুঁজে খুঁজে 'তোমার বুকের ফুলদানীতে' নামের একটি এ্যালবামের খোঁজ পেয়েছি। টপ্পার শিল্পী হিসাবে
আর যে গানটির কথা কয়েকজন উল্লেখ করেছেন, কাদের কুলের বউ গো তুমি' _ এটি লালচাঁদ বড়াল রচিত গান। তরুণ বয়সে নজরুলও এ গান গাইতেন। এটি ছিল ওই সময়ের একটি চটকদার গান।
ভ্যানগার্ড

কারুবাসনা এর ছবি

রাইচাঁদ বড়াল?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ভ্যানগার্ড [অতিথি] এর ছবি

না, লালচাঁদ বড়াল।

অতন্দ্র প্রহরী এর ছবি

দেরিতে হলেও শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।