পরিস্থিতি ১১

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৯:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:
প্রেজেন্টেশন ক্যামঞ্জানি হইল। একাই ভ্যার ভ্যার কইরা গেলাম।ধন্যবাদ দেওনের পর সবাই টেবিলে টোকা দিয়া দিলো। একজন একটা প্রশ্ন করলো। তারপর শেষ।রিপোর্ট জমা দেওনের ডেড লাইন ৩১ জুলাই। বাসায় আইসা একটু চিৎ কাইৎ হইয়া কালকের গোস গরম দিলাম। লগে নানের মতো দেখতে তুর্কি রুটি। লগে কাঁচা পিয়াজ কামড়াইলাম। মদ খাইতে মন চাইতাছে । কিন্তু টেকা নাই এই মুহুর্তে হাতে। বেতন পাইতে পাইতে ৫ তারিখ...

মন্তব্য

হযবরল এর ছবি
মদের ট্যাকা ভূতে যোগায়।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
বদ্দা, চলে এলাম! বলেন্তো, এইটা কী সেইরকম হবে? মানে, সে-ই রকম?
ভাস্কর এর ছবি
সেরম!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সুমন চৌধুরী এর ছবি
পথে এসো....
হযবরল এর ছবি
ইউরোপের ভবিষ্যত কেমন দেখলেন ?
সুমন চৌধুরী এর ছবি
পুরাটাই হোলেও হতে পারে দিয়া চালাইলাম। কথা হইল যতদিন ন্যাটো আছে ততদিন ইউরোপের নিজের ভয়েস উঠানো কঠিণ। আর জার্মনী-হল্যান্ডের প্রধাণ বাজার এখনো মার্কিন যুক্তরাষ্ট্র। ইত্যাদি..
হযবরল এর ছবি
এখনো কঠিন? এতবড় একটা কন্টিনেন্ট বর্ডার খুইলা দিছে, জব মার্কেটে ইক্যুলিব্রিয়ামে আসলে এরাই প্রধান নিয়ন্ত্রক হবে বিশ্বঅর্থনীতির। আমার এইরকমই মনে হয়।
সুমন চৌধুরী এর ছবি
তা হয়তো...তবে বিষয়টা এতো সোজা না..তাইলে ফ্রান্স-জার্মানী সেই সময় সাদ্দামরে টিকাইতে পারতো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।