আনন্দ শিরা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: মঙ্গল, ২৪/১১/২০০৯ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আনন্দ শিরা
ভালবাসার সাথে স্পর্শের সম্পর্ক তাল-পাখা-হাত,ভরামধুমাস,দু’হাতের চাপে ঘষা লোলানো আমলকীফল,চিনাবাদাম-খোসা ইতা পোড়ানাদিবস, তারচে’ বলো আখ-খেজুরের রস, তালের সন্দেশ, যত মুগ্ধতা খুঁটে-খুঁটে পড়, উপভোগ করো, বুঝাও, দূর্বলতাগুলো উচ্চসুরে পাঠ করো, তাকেও জানতে দাও হাত-কলম ধরাও সহজ ভাষায় শিখাও আমিতো কিছুই শিখিনি, দেখিনি কিছুই তোদের কৃপায়, তাদের বলে দাও আমি শুধু ভাত-ডিম-ডাইল বাঁধতে জানি,একসাথে স্পাইস দিয়ে মাংশ রাঁধতে জানি আর অবসর পেলে দূরআকাশ পানে তাকাই, উঁচাউঁচা দালান দেখি,দেখি রবি-শশী।

কথাকলি, তুমি তো সবই জানো, বেস ভাল খোশ আমদেদ তোমাকে…বাল্য-ফ্রেন্ডশিপ রাগ করো না তুমিও ভাল থেকো শ্রী- কারণ গত পরশু সি-ট্যাকটাইল শিরাগুলো চিনেআজই প্রথম তাকে ছুঁয়ে দেখার কিছু ধারণা পেলাম, গবেষকদের মতে- সেকেণ্ডে ৪/৫ সেন্টিমিটার একটি নিদ্দিষ্ট গতিতে স্পর্শ করলে আনন্দের নার্ভগুলো সক্রিয় হয়ে ওঠে

বরফের দেশে ‘বয়সঃসন্ধির উড়নচণ্ডি’ স্পর্শ ছাড়া কি কিছু ভাল লাগে?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

হুম ভালোই লাগল। স্পর্শ ছাড়া জীবন কী চলে!!!!!
ধন্যবাদ।
"দলছুট"

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ট্যাগ না থাকায় লেখাটা গদ্য না পদ্য বুঝতে পারলাম না। গদ্য-পদ্যের জটিলতায় না গিয়ে লেখাটা বোঝার চেষ্টা করলাম, সেখানেও ফেল মারলাম।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।
ট্যাক সিলেক্ট করেছিলাম কিভাবে যেন এমন হল।
আপনার অভিমত পরের লেখা প্রকাশের আগে মনে থাকবে।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

শুভাশীষ দাশ এর ছবি

কিছু বানান ভুল। চোখে লাগে দাদা। প্লিজ বানান ভুলের কথায় মাইন্ড কইরেন না। ভালো বারোজগিরির সোয়াদ পেলাম। গদ্য-কবিতায়............

উদ্ধৃতি
ভাত-ডিম-ডাইল বাঁধতে জানি

রাঁধতে হবে কি?

উদ্ধৃতি
সেকেণ্ডে ৪/৫ সেন্টিমিটার একটি নিদ্দিষ্ট গতিতে স্পর্শ করলে আনন্দের নার্ভগুলো সক্রিয় হয়ে ওঠে

বেশ ভালো লাইন।

সৈয়দ আফসার এর ছবি

অসাবধানতায় বানান ভুলের জন্য ক্ষমা দেবেন?
হ্যাঁ বানানটি রাঁধতে হবে।
পাঠের জন্য কৃতার্থ।

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

শুভাশীষ দাশ এর ছবি

আরে না ভাই, কিসের ক্ষমা। আমরা তো সহ ব্লগার। বন্ধুর মতোই। বানান ভুল বলবো। আবার ভালোও বলবো। আপনি লিখতে থাকুন।

সৈয়দ আফসার এর ছবি

ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

আফসার বেশ ভালো লাগলো। লেখা কিন্তু একটু অন্যরকম। ভালো রাঁধতে পারো সেটা বুঝতে পেরেছি। যা রান্না করনা কেনো, লেখার মত মনে হবে না।

অনেক ভালো থেকো।

সৈয়দ আফসার এর ছবি

আপনিও ভালো থাকুন।
ঈদ মোবারক।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।