নিশ্চিত ফিরবে জেনে

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ১২/০১/২০১১ - ১০:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিশ্চিত পরশুই ফিরবে তাই... যদিও এ আশায় দুপুর এগিয়ে যাচ্ছে ঠিকঠাক, বিকেলও গড়িয়ে সন্ধ্যা নামবে এইখানে, ওই দিঘির পাড় ঘেঁসে ঘনজলে। সাপ্তাহে একদিন ছুটি,... ইচ্ছে দু'দিন চাই, এই লোভে কখনও না-বলে চলে যাও! বুঝতে পারি না কখন ফিরবে… ফেরার পথে খুলে রাখি চোখ, কিন্তু স্বপ্ন খুলতে পারি না। কখনও না-ফেরার ক্ষণ এত দীর্ঘ হয় যে, অপেক্ষা টানতে টানতে ছিঁড়ে যায় অনিশ্চয়তাসহ দীর্ঘশ্বাসের নাড়িভূড়ি

কিছুই পারি না আমি— শুধু অপলক চোখে অতি সহজেই আমি ঢুকে যেতে পারি যে কোন কথার ভেতর... অহং বা চলনা শিখিনি বলে সন্দেহ এড়াতে চোখ কেবল নিচের দিকে তাকায়! মাথা নুয়ালে লজ্জাবোধ বাড়ে, লজ্জার নিচু চোখে খুঁটে তুলি মৃদু শিহরণ, মাটিঘ্রাণ, ধুলোফুলসহ শুকনো পাতার আওয়াজ... অথচ হাতের শির শির অনুভবে আমাদের অনেক না-বলা কথা ঠোঁটেই পুড়ে মরে, লজ্জায় সে কথা যে মুখ ফোটে বেরুতে পারে না


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

বুঝতে পারি না কখন ফিরবে… ফেরার পথে খুলে রাখি চোখ, কিন্তু স্বপ্ন খুলতে পারি না।

অসাধারণ !!!

-অতীত

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

মণিকা রশিদ এর ছবি

ভালো লাগলো!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ আফসার এর ছবি

মণিকা আপা,
পাঠের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

অসাধারণ, কবিকে কুর্ণিশ!
সাপ্তাহে, চলনা, নুয়ালে, ফোটে--শব্দগুলোর প্রচলিত রূপই মাধুর্যের বলে মনে ঠেকে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।