স্কুলে বাংলা বিষয়ে বাড়ির কাজ হিসেবে একটা মজার নতুন চর্চা কি শুরু করা যায়? বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের ফেসবুক-লেখায় যেসব বানান ভুল থাকে, সেগুলো বাচ্চারা শনাক্ত করা শুরু করতে পারে। ছোটরা ভুল ধরিয়ে দিলে যদি বড়রা লজ্জার চাপে বানান ঠিকমতো লিখতে শুরু করেন...।
Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
১৭৮০ সালের নভেম্বরের শেষদিকে লেফট্যানেন্ট জেনারেল আইরে বাংলা হতে মাদ্রাজ এসে পৌঁছান; উদ্দেশ্য হায়দারের হাত থেকে মাদ্রাজ কুঠি বাঁচানো। আইরে মাদ্রাজে এসেই প্রথমে মুনরো হতে মাদ্রাজের দায়িত্ব বুঝে নেন।