বিশ্ববিদ্যালয়ের বাসেও চাইলে মাসিক ভিত্তিতে নানা প্রসঙ্গ ধরে আঁকা যেতে পারে। এর ব্যয় ছাত্ররা চাঁদা তুলে যোগাড় করতে পারেন, কিংবা রং-উৎপাদী প্রতিষ্ঠানগুলো বহন করতে পারে। এতে করে রিকশাচিত্রীদের একটা নিয়মিত কর্মসংস্থান হবে, আবার ছবি ঘিরে মাসিক আগ্রহ তৈরি হবে।
Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
আজ বেঁচে থাকলে তার বয়েস ৬৫ হত। কিন্তু রবিন আর কখনো বুড়ো হবেন না। সিনেমাতে, স্ট্যান্ড-আপ কমেডি ইভেন্টস গুলো আর মাতিয়ে বেড়াবেন না। হাসাতে হাসাতে সবাইকে অস্থির করে তুলে পরক্ষনেই সবাইকে কাঁদিয়ে ফেলবেন না।