দয়া করে শ্বাশ্বত এর জন্য টি-শার্ট কিনুন..

টুটুল এর ছবি
লিখেছেন টুটুল (তারিখ: বিষ্যুদ, ১২/০৬/২০০৮ - ১২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

শ্বাশ্বতর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ হিসেবে প্রাথমিক ভাবে ২০০টি টি-শার্ট ছাপানো হয়েছে। শাহাবাগের আজিজ সুপার মার্কেট ফ্যাশন হাউজ " কিংবদন্তী" থেকে এই টি-শার্টটি করা হয়েছে । প্রতিটি টি-শার্ট এর মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। শুধুমাত্র ছাত্রদের জন্য ১৫০ টাকা রাখা হয়েছে।

আপনারা দয়া করে একটি টি-শার্ট ক্রয় করে শ্বাশ্বতকে বেচে উঠতে সহায়তা করুন। আপনার দেয়া প্রতিটি টাকাই অনেক মূলবান শ্বাশ্বত সত্যর জন্য।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

আমি আসতেছি।
---------------------------------

আকতার আহমেদ এর ছবি

টুটুল ভাই বা অন্য কেউ কি একটু ফ্যাশন হাউজ " কিংবদন্তী"-র দোকান নম্বর এবং কয় তলায় তা উল্লেখ করে দেবেন । তাহলে সুবিধা হতো খুঁজে পেতে ।

গৌতম এর ছবি

কিংবদন্তীর দোকানটা আজিজ মার্কেটের দোতলায়। ছোট সিঁড়ি দিয়ে উঠলে বাম দিকে কয়েকটা দোকান পরেই। একদম শেষ সারিতে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ টুটুল ভাই।
এইখানে আমি কিছু যোগ করি...
শাশ্বত সত্যকে বাঁচাবোই... এই ব্যাণার টানানো আছে সচলায়তনের উপরের দিকের বাম দিকের কোনায়। সেখান থেকেই জানতে পারবেন তার সম্পর্কে। সেখানে অনেকেই ইচ্ছা প্রকাশ করছিলেন শাশ্বতর পাশে দাঁড়ানোর। এখানে তাই জানিয়ে রাখি।

শাশ্বত'র জন্য যারা কাজ করছে তাদের পরিচয় ব্লগার বা অন্যকিছু না। স্রেফ মানুষ। কিছু মানুষ একজন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করতেছে। যে কেউ তাতে শামিল হইতে পারেন।

টিশার্ট কিনতে পারেন।
আর আগামীকাল শুক্রবার আর পরশু শনিবার বসুন্ধরা সিটির সবগুলা গেটের সামনে শাশ্বত সত্যকে বাঁচাবোই ব্যাণার হাতে দাঁড়ানো হবে... ঢাকার ধনীর দুলালীরা যদি তাদের কেনাকাটার চিপা দিয়ে কিছু সাহায্য করেন শাশ্বতকে বাঁচাতে তা হাত পেতে নেওয়া হবে। সেখানেও শামিল হতে পারেন। টিশার্টও সেখানে পাওয়া যাবে। আর যদি কেউ এই আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে চান তাও জানাতে পারেন।

এছাড়া একটা বড় কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানেও যে কেউ পরামর্শ দিতে পারেন।

আর যদি কেউ সরাসরি অর্থ সাহায্য করতে চান তাদের জন্য তো দুয়ার খোলা চব্বিশ ঘন্টা। বিদেশ থেকেও প্যা-পেলের মাধ্যমে অর্থ সাহায্য পাঠাতে পারেন। কেউ আগ্রহী হলে সে পথও বাতলে দিতে পারি।

আর সর্বশেষে এখানে জানিয়ে রাখি শাশ্বত সত্যকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১৮ লাখ টাকা। কিন্তু তার সামর্থ্য খুবই কম। এখন তিনি ভেলোরে চিকিৎসাধীন আছেন, আর চেয়ে আছেন আমাদেরই দিকে। বিশ্বাস করুন আমাদের দিকেই তাকিয়ে আছেন।

আমরা চাইলেই সবাই মিলে তার সামর্থ্য হয়ে দাঁড়াতে পারি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অমিত এর ছবি

এখানে আমি একটা ছোট জিনিস যোগ করতে চাই। বিদেশ থেকে যে কেউ পেপ্যাল বা সরাসরি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে পারেন
আমারব্লগ.কম-এ।আমি জানি না সচল থেকে অন্য ব্লগ সাইটে লিন্ক দেয়ার ব্যাপারে নিয়ম কানুন কি রকম। তবে নিয়ম যদি ভঙ্গ করে থাকি, তাহলে পরিস্থিতি বিচারে ব্যাপারটা দরকার বলেই মনে হয়।

সৌরভ এর ছবি

কোন নিয়ম কানুন থাকবার কথা নয়।
লিংক বোধহয় দেয়া আছে ওই পোস্টটায়।

না থাকলে দেয়ার অনুরোধ জানাবো।


আবার লিখবো হয়তো কোন দিন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

@আকতার ভাই
কিংবদন্তী আজীজ মার্কেটের দোতলায়... স্টল নম্বর জানি না... জিগাইলেই যে কেউ দেখায়া দিবো। আমি আপনেরে ফোন করুম নে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

নজু ভাই আমারেও একটু ফোন কইরেন। আমি আসবো।

কীর্তিনাশা এর ছবি

আমিও আছি দলে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

আমি বিশ্বাস করি শাশ্বত চিকিৎসাহীন থাকবে না। কারণ-

মানুষের উপর বিশ্বাস হারানো পাপ !...(রবীন্দ্রনাথ)

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক এর ছবি

কিনিব হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রাহা এর ছবি

আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি । টি-শার্ট কিনে কিংবা নগদ অর্থ দিয়ে যে যেভাবে পারুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন ।

কিংবদন্তী
১২৭ আজিজ সুপার মার্কেট (২য় তলা, লিফটের পাশে)
আজিজ সুপার মার্কেট
শাহবাগ
ঢাকা- ১০০০

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।