কাঁপছে জাতি, ভীষণ জ্বরে
গোলাম আজম মরার পরে
গুষ্টি বেঁধে নামাজ ঘরে
মাগছে পানাহ, খোদাতা’লায়
মুনশি যখন জুতো মারে
সুশীল চেপে ধরে তারে
ফেনিয়ে ওঠা কথার ভারে
মানবতার গল্প শোনায়
ইতিহাসকে হারিয়ে খোঁজা
অস্বীকার আজ বড়ই সোজা
রাজাকারের শবের বোঝা
বাংলা মায়ের দূষণ বাড়ায়
মুক্তিসেনা, কষ্ট বুকে
রক্তে ভেজা হতাশ চোখে
ব্যাঘ্র জাতির তামশা দেখে
তীব্র ঘৃণায়, তীব্র ঘৃণায়।
মন্তব্য
গোঁসাইবাবু
ধন্যবাদ গোঁসাইবাবু
যেমন শিরোনাম, তেমন কবিতা। এত ভাল লিখেন কেমনে ভাই? শেষ চার লাইন সেই রকম!
ধন্যবাদ বেনামী।
এলেবেলে তরিকায় আকাশে ওঠানো সমালোচনা হয়েছে এটা। এবার একটা পাতালে পোঁতা ভার্সন লিখুন
ব্যালান্স হোক।
আফসোস!
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
ঘৃণা!
সাধু সাধু ।
২১ পদ খেয়ে মরার পরই এত মাতম । ফাঁসিতে ঝুলে মরলে মনে হয় আগামী বার ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস ঘোষনা করতো ।
==============================
দস্যু ঘচাং ফু
মাতম মনে হয় তেমন একটা নেই। লক্ষণীয় হচ্ছে সামাজিক মাধ্যম এবং অনলাইন সংবাদমাধ্যমগুলোতে আমজনতার ভয়াবহ নীরবতা। শুয়োরের প্রতি ঘৃণা প্রকাশ করতেও লোকে আজকাল দ্বিধাদ্বন্দে ভোগে। ক্যাম্নেকি?
ধন্যবাদ রংতুলি
লোক-লোকান্তর
ধন্যবাদ লোক-লোকান্তর
সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন