বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়...

ইয়ামেন এর ছবি
লিখেছেন ইয়ামেন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১০/০১/২০১৯ - ১২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছর ঘুরে আবার এলো জানুয়ারির ১০ তারিখ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর স্বাধীন মাতৃভূমিতে প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে সারা দেশ ও জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল নেতার দেশের মাটিতে পদার্পণের জন্য।

সেদিনের দৈনিক বাংলা খবরের কাগজের সিংহভাগ আয়োজনই ছিল কেবল বঙ্গবন্ধুকে নিয়ে। পুরো কাগজটাই আপলোড করে দিলাম এখানে। কি উত্তেজনা এবং উৎকণ্ঠা বিরাজ করছিল দেশের মানুষদের মাঝে, তার কিছুটা আঁচ পাওয়া যায়। আশা করি সচলের পাঠকদের ভালো লাগবে।

রেজলিউশন বেশ ভালো, কিছু জায়গা একটু ঝাপসা হলেও বেশীরভাগটাই পড়া যায়। চাইলে যে কোন ছবির উপর রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে জুম করে নিতে পারেন, পড়তে সুবিধা হবে।

বারেবারে ফিরে এসো আমাদের মাঝে, হে সূর্য, হে স্বাধীনতা, হে পিতা।

জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!!

আর্কাইভের জন্য বরাবরের মত কৃতজ্ঞ আছি ওমর শেহাব ভাই, সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ (সিবিজিআর), এবং ইন্টার্ন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) এর কাছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।