মাতাল রাজ্জাকের গান

লাল মিয়া এর ছবি
লিখেছেন লাল মিয়া (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ৬:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:
বল ধরো , প্রাকটিস করো মনমোহন গোলকিপার দেহ মাঠে বল খেলতে চায় মন আমার, মন রে... আছে দশ ইন্দ্রিয় দশ তারা, আরো সব বিজাতিরা এই মাঠে খেলবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড় খেলতে চাও মন গোপী ভজন, গায়ে পড় গেউরা বসন অধিনায়ক পাগলা মদন পাগলামী করবে না আর ।। অফসাইড ফাউল হইলে, বল পাবে বিরোধী দলে গোল করিতে না পারিলে বলটারে করিবে কর্ণার; লাগবে দোনো দলে ঠেলাঠেলি , জ্ঞান হারাইয়া পড়বে গোলি রাহু খাবে চন্দ্র গিলি,চমক পাইয়া আলেয়ার।। সুন্দর মাঠদেখিতে গোলাই,এত খেলি সাধ মিটে নাই কোমর ভাংলাম খাল-বাকলা নাই, তবু মন চায় খেলিবার কত জুয়ান মাঠে গিয়া, হাটু কোমর মাজা খাইয়া মাতাল রাজ্জাকে তাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার... ...দেহ মাঠে বল খেলতে চায় মন আমার(কোরাস) কথা ও সুর : মাতাল রাজ্জাক

মন্তব্য

সচলায়তন এর ছবি
লালু, সালামালকি! -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সুমন চৌধুরী এর ছবি
ওরে লালুরে...বুখে আয়...
লাল মিয়া এর ছবি
এইডা কি ছবি দিলাইন?

লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

সৌরভ এর ছবি
লালু, কী বিড়ি খাইবা? ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

লাল মিয়া এর ছবি
দ্যাও! বাইত্তে বউ-শালী ভালো?

লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

সৌরভ এর ছবি
শালি ভালো, বউয়ের শরীলে ব্যথা । ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

লাল মিয়া এর ছবি

ব্যাথা?


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

সুমন চৌধুরী এর ছবি
খাইছে...
হযবরল এর ছবি
প্যায়ার মে দিলকা মোরগা বোলে কুকুড়ু ক্কু
হাসান মোরশেদ এর ছবি
লালমিয়া ভাইঃ গান হুননের ব্যবস্থা নাই?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবুজ বাঘ এর ছবি
বল ধরো প্যাট্টিস ন্যাউ নুনুমোহন গোইলকিপাট দেহ মাটে বল খেলবাট চায় নুনু আমাট। ঘ্যা...ছা।
হাসান মোরশেদ এর ছবি
গানটা আপলোডিত আছে কোথাও? না থাকলে ব্যবস্থা করা যায়না? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
হাসান মোরশেদ এইটা মনে হয় আমি বা লালু নিজেরা গাইয়া আপলোড না করলে আর উপায় নাই। অথবা দেশে যারা আছে তাদের খোঁজ করতে বলা যায় পাটুয়াটুলিতে... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
লাল মিয়া এর ছবি

এইসব গানের এমপিথ্রী বানানো দরকার।


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মমতাজের গলায় এই গানের রেকর্ড আছে নিশ্চিত!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

নাই।
এইটা মমতাজ টাইপ না। মাতাল রাজ্জাকেরই আছে রেকর্ডিং। ক্যাসেট পাইবেন পাটুয়াটুলি....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।