লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

লাল মিয়া এর ছবি
লিখেছেন লাল মিয়া (তারিখ: শুক্র, ০৭/০৯/২০০৭ - ৬:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন গানবাজনা হয় না। এই গানটা খুইজা পাইলাম ইউটিউবে। শুইনা দেখেন


মন্তব্য

অতিথি এর ছবি

হু: হা:

সুমন চৌধুরী এর ছবি

খাইছে!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

ওরে...!
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

প্রতিক্রিয়া অনেক:
১. বাংলাদেশে এত মাদ্রাসা হওয়ার পরও এসব গান ও বাউল-ফকির গোষ্ঠী এখনও প্রতিরোধের মুখে পড়ে নাই। এগুলোর অবস্থান মনে হচ্ছে সংস্কৃতির অনেক গভীরে।
২. গানের কথা একটু কাঁচা।
৩. গায়কের গলা সুরেলা, তবে অপরিশীলিত।
৪. এইসব গানও ইউটিউবে তুলে দেয়ার লোক আছে। অডিও-ভিজ্যুয়ালের আবেদন লেখালেখির পড়াশুনার চেয়ে অনেক বেশি।
৫. লালমিয়ার গান শুইনা সুমন চৌধুরী ডরাইছে।

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

লাল মিয়া এর ছবি

শুধু ৩ নম্বর নিয়া কথা আছে।
পরিশীলন বলতে গানের স্কুলের ছাত্র যা বুঝে সেইটা মনে হয় সবসময় মারফতি-মাইজভান্ডারিতে প্রযোজ্য না।


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

হাসিব এর ছবি
সৌরভ এর ছবি

সেইরম গান। পুরা উদাস উদাস লাগতেসে এই গান শোনার পর।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

গান ভালা পাইলাম। তবে গায়কটা একটু বেশী ইয়াং। আমি ভাবছিলাম অন্য কেউ গাচ্ছে মনে হয়।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক এর ছবি

মাঝে মাঝে এই সব না দিলে তো লালমিয়ার কথা ভুলে যাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গানটা রের্কড করা স্টুডিওতে। ভিডিও করা বাইরে। মিশ খায় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লাল মিয়া এর ছবি

হ, মারফতের বিশ্বায়ন হইতাছে..


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

এস্কিমো এর ছবি

এটা মারফতি গান..
লাল মিয়া কি মারফতি লাইন ধরলেন নাকি?

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

লাল মিয়া এর ছবি

সবাই কুন না কুনভাবে মারফতে থাকে


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

হাসান মোরশেদ এর ছবি

এইটা ফলো করে ইউটিউবে গিয়ে তো আরো জোস মালমশলা পেয়ে গেলাম । সিলেটী গান বাজনা ও আছে ম্যালা ।

লালমিয়ারে পুরা বিপ্লব ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

লাল মিয়া এর ছবি

"পাশের বাড়ির ছেড়ি"গানটা ফাটাফাটি


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

লাল মিয়া এর ছবি

ইউ টিউব ফাজিল হইয়া গেছে। এই গানটা সরাইনিছিল। আবার পাইছি অন্য লিঙ্কে।



লাইন ছাড়া চলেনা রেলগাড়ি


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।