পাগল মরলে বাত্তি জ্বলে মুল্লা মরলে জ্বলে না

লাল মিয়া এর ছবি
লিখেছেন লাল মিয়া (তারিখ: শুক্র, ২৪/০২/২০১২ - ১২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সে বহুৎ পুরানা কাহিনী। বাংলা বোলগ জগতের অলিতে গলিতে তখন ছাগু আর ছাগাতুন্নেছা গিজগিজ করতেছে। কথায় কথায় গোলাম আজম-নিজামীগো মহান্নেতা কইয়া ন্যান্টা হইয়া নাচে। সেই কয়েকঝাঁক ছাগীর কাঁচুলি ছিঁড়া ঝুমুর ঝুমুর নাচের ঠ্যালায় যুক্তিটুক্তি কয়েকমাসের মধ্যে মাতায় উইঠা গেলগা। যুদ্ধবিজ্ঞানের খুব জরুরি শিক্ষা মনে পড়লো। শত্রু যে অস্ত্র চালাইতে পারে না সেই অস্ত্রে তারে ঘায়েল করো। খুব বেশী কিছু করা লাগলো না। পকেট থিকা লোলোড করা মাল বাইর করতে না করতে বাজার খালি হইয়া যাইতোগা। তারপর নানান তড়িকায় সুমায় ডাইনেবায়ে চেঞ্জ হইল। রাজাকারগো বিচার শুরু হইছে। যেমনে যা হইতেছে অনেক কিছুই ভালো লাগতেছে না। যদি কোনরকমে এই শুয়ারগুলা বাইর হইয়া যায় তখন কী হইবো? আমরা কি তখন নেইল কাটার দিয়া বাল কাটুম? আমাগো এমন রকমের যুদ্ধের ট্রেনিং যেইটা ফিরত দেওয়া যায় না। তাই ওয়ার্ম আপ করতে আইলাম। মনে রাখবেন চলমান রাজনীতির চালে আদালতে জামাত নেতারা যদি ‌‌ছাড়াও পাইয়া যায় বোলগের পুরানা গেরিলারা তাগো ছাড়বো না। এবং আক্রমণ করার সময় সম্ভাব্য সবরকম রাস্তাই ব্যবহার করা হবে। যেমন মুগুর তেমন কুকুর।

নেটা গান বাজনা খুঁজতে খুজঁতে আমারো শরীফ উদ্দিনের কয়েকটা মারাত্মক গান খুঁইজা পাইলাম। আপাতত আমাদের কিছুটা বিশ্রামের সময়। গানটান শুনেন। শুইনা যুক্তি খুঁইজা বাইর করার চেষ্টা করেন তাহসান, হাবিব, ফুয়াদ গং ক‌্যান শরীফউদ্দিনের থিকা "ভালো গায়ক" আর ওহাবী ইসলাম বাঙ্গালী ক‌্যান খায় নাই।

বাঘ-পুলিশ-উকিলে ছাড়লেও লাল মিয়া ছাড়বে না।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পুরান ছাগলগুলার বিচার চাই আর নতুন ছাগলগুলারে লোটার উর্পে রাখা চাই! ধইরা ঠুয়া দিয়া দিমু...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

প্রায় সাড়ে তিন বছর পর!!! বিস্ময়!!! অ্যাঁ

পোস্টে চলুক

মনে রাখবেন চলমান রাজনীতির চালে আদালতে জামাত নেতারা যদি ‌‌ছাড়াও পাইয়া যায় বোলগের পুরানা গেরিলারা তাগো ছাড়বো না। এবং আক্রমণ করার সময় সম্ভাব্য সবরকম রাস্তাই ব্যবহার করা হবে। যেমন মুগুর তেমন কুকুর। চলুক


_____________________
Give Her Freedom!

অনিন্দ্য রহমান এর ছবি

মধ্যবিত্ত খায়া থাক্তে পারে। আসল বাঙাল পরেরটা খায় না।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ধুসর গোধূলি এর ছবি

সেইরম দুইটা গান। বহুদ্দিন পরে আবার শুনলাম। এই গাতক ব্যাডা আছে। ময়ূরীর লগেও গানের ভিডিও বাইর করছে, কৈ আছেন আপনে! এই গাতকরে দিয়া কয়েকটা রাজাকারবধ গান গাওয়াইলে মন্দ হইতো না।

ধ্রুব বর্ণন এর ছবি

গান দুইটা গতকালকেই খুঁজছিলাম। প্রথম শুনছিলাম একটা বাসে।

পাওয়াইয়া দেওয়ার জন্যে আপনারে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

খায় না, কারণ বাঙাল আল্লা মানে কোরান মানে না। আর ওহাবীরা কোরান মানে, কিন্তু আল্লা মানে না। ওহাব মরলে তাই বাত্তিও জ্বলে না।

তারেক অণু এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

গান কই গেলো?!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুমন চৌধুরী এর ছবি

আছে তো!

স্যাম এর ছবি

সুমন দা আমিও কিন্তু দেখতে বা শুন্তে পাচ্ছিনা।

সুমন চৌধুরী এর ছবি

কন কী! আমি টিবি দিলে তো বাজে !!!!

স্যাম এর ছবি

ও ইউটিউব তো - আপনি তো পাবেনই- ওঁয়া ওঁয়া

সুমন চৌধুরী এর ছবি

দেশে না খুইলা দিছে ইউটিউব!!!!

স্যাম এর ছবি

কেউ কেউ দেখতে পায় - কোথাও কোথাও - কিন্তু খুলে নাই আসলে

সুমন চৌধুরী এর ছবি

এইটা এট্টা কথা! মন খারাপ

স্যাম এর ছবি

আমাকে কয়েকটা লাইন/স্লোগান লিখে দেন - কয়টা পোস্টার বানাই - একটা কিছু করা দরকার - আর কতদিন বন্ধ থাকবে? অন্যায় - মহা অন্যায়! কিন্তু আমি অবাক খুব বেশি রাওচাও নাই -

সুমন চৌধুরী এর ছবি

কতকাল রবে বল সরকার হে
শুধু ঘাস-কাঁঠাল পাতা পথ‌্য করে
দেশে অন্নজলের হল ঘোর অনটন
আনো কাচ্চিকথা আনো রেজালা মটন

পুতুল এর ছবি

বাহ বাহ বা মোবারক হো।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পুতুল এর ছবি

আহা বহুদিন বাদে!!!
নাচতে আছি।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মেঘা এর ছবি

দেখতে পাই না মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।