জটিল জটিল জটিলা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হলুদ পানিতে স্নান করেছে উপত্যাকা। আমগাছে আজ মেরুন পাতা, শীতল নাভির মত, চারপাশে আমরুৎ কান্ড, ভারী কোমল।একটা হরেকরকম্বা পাখি, পিচ্চি, ভায়োলিনের মত ডানা কাৎ করে উড়ে বেড়াচ্ছে জানালা বরাবর।

তব্যে?তব্যে?

আমার জানালা। আমার জানালা, আমার রৌদ্রাহত জনালা, সে ধর্ম পুস্তকের মত ভারী আর সবুজ। কাঁচের এপারেও এখন জটিল জলপাই রোদ, মৃত প্রজাপতির মত পড়ে কিছু আসবাবপত্র ও আমি।

একটা হৃৎপিন্ডের মত গিটার দুলছে রবী থাকরের (ঠাকুর, ঠাকুর, ঠাকুর পাপ নিয়ো না যেন) গানে, পেন্ডুলামের ইস্টাইলে দেবব্রত। এই গরমে বর্ষার গান ঘর থেকে বেরিয়ে পিছলে চলে যাচ্ছে আমপাতার গায়ে, সে ভিজেও যায় নিমেষে।


মন্তব্য

ফারুক ওয়াসিফ এর ছবি

বেশ, মৃদুমন্দ হাওয়ার মতো এক ঝলক।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

কারুবাসনা এর ছবি

হাসি


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তারেক এর ছবি

এই ব্লগরব্লগর গুলো এতো সুন্দর। মিহিদানার মতো... পড়া শেষ হয়ে গেলেই মনে হয় ইশ্‌‌! শেষ হয়ে গেলো তো! হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কারুবাসনা এর ছবি

কি বলেন মিয়া?
রেটিং দেখেন না।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তারেক এর ছবি

হা হা। তাই তো!
আমি আরেকবার পাঁচ দিতে গেলাম। নিলো না মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ !
আরেকটু বড়ো হলে কিছু ক্ষতি ছিলো না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কারুবাসনা এর ছবি

এটা এই থাক না?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মাহবুব লীলেন এর ছবি

এক্কেরে
হরেকর কমবা রুদে রকা রখানা ডডনং কলিকাতা

কারুবাসনা এর ছবি

আহা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মূলত পাঠক এর ছবি

অসাধারণ ! আপনার লেখা ভালো লাগে খুবই, কিন্তু ভালো ক'রে না বুঝে মন্তব্য করতে চাই না। এটা শুধু বোঝা গেলো যে তাই নয়, ভীষণ ভালো লাগলো। হয়তো মনের জটিল অনুভূতির চেয়ে কোনো চিত্রকল্প বোঝা সহজ বলেই। ভালোলাগাটুকু জানিয়ে গেলাম এখানে। আরো লিখুন।

কারুবাসনা এর ছবি

না, না মন্তব্য করবেন। মাঝে মাঝে খুব একা লাগে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অনীক আন্দালিব এর ছবি

আমার তো চমৎকার লাগলো! খুবই...

কারুবাসনা এর ছবি

ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আনিস মাহমুদ এর ছবি

ভাল লেখা। আরেকটু বড় হলে ক্ষতি হত কিছু?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

কারুবাসনা এর ছবি

ওক্কে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আনিস মাহমুদ এর ছবি

ভাল লেখা। আরেকটু বড় হলে ক্ষতি হত কিছু?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

গৌতম এর ছবি

এই গরমে বর্ষার গান ঘর থেকে বেরিয়ে পিছলে চলে যাচ্ছে আমপাতার গায়ে

উপমাটা বেশ ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রানা মেহের এর ছবি

এই লেখাটা বুঝেছি এবং ভালো লেগেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।