কুমারী

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ৯:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

রিম ঝিম ঝিম বৃষ্টি
কাঁপে থর থর কুমারী।
একি অপরূপ সৃষ্টি
একি রূপ হায় তোমারি।

বাধা মানেনাকো অঞ্চল
বারে বারে যেন উড়ে যায়।
আঁখি দুটি তাঁর চঞ্চল
মন যেন ঊরে দূরে যায়।

মেঘ হয়ে যায় বৃষ্টি
ছুঁয়ে যেতে ঠোঁট তোমারি।
আমি হতে পারি সব কিছু
যদি মোরে চাও কুমারী।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অঞ্চল = আঁচল?
আমি ঠিক শিউর না।

আরশাদ রহমান এর ছবি

আঁচল বুঝিয়েছি হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিকাছে হাসি

মৃন্ময় আহমেদ এর ছবি

সাড়া মিলুক।:)
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হাসান মোরশেদ এর ছবি

এই কবিতা পড়ে যদি সেই কুমারী সাড়া না দেয়,তাইলে কেমনে কি? চোখ টিপি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরশাদ রহমান এর ছবি

তা যা বলেছেন। আমার জীবনে সেই কুমারী সাড়া অনেক আগেই দিয়ে দিছে হাসি অন্য যারা সাড়া চায় তারা সাড়া পাক তাড়াতাড়ি ।।।। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।