রাজাকার

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: শনি, ০১/১২/২০০৭ - ১০:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাত্তরে বাংলা যখন ভীষণ রকম ক্রুদ্ধ
অত্যাচারের প্রতিবাদে করল শুরু যুদ্ধ।
সেই সময়ে বাংলাদেশের অল্প কিছু লোক
মনে প্রাণে চায়নি কভু বাংলা স্বাধীন হোক।
নিজের দেশের কথা ভুলে পাক বাহিনীর সাথে
স্বাধীনতা রুখতে তারা নামলো রণের মাঠে।
মারল যুবক মারল যুবা পুড়লো বসত বাড়ি
পাপের সীমা নেইকো তারা ভীষণ অত্যাচারী।
পাক প্রভুদের করতে খুশি করতো সবি তারা
তাদের পাপে লাখো শহীদ বোন সম্ভ্রম হারা।
হারবে যখন বুঝলো সেসব পাকির দোসর পিশাচেরা
গুণী-মানীর জীবন নিতে উঠল হয়ে পাগলপারা।
বাংলাদেশের হয়েও হায় পাক বাহিনী বন্ধু যার
ওরাই হলো পাকির দোসর পিশাচ সম রাজাকার।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আমার ক্ষমতা থাকলে এইসব ছড়া শিশুদের পাঠ্যবইয়ে দিয়ে দিতাম
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ হাসান মোরশেদ।

সাইফ তাহসিন এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আয়নামতি এর ছবি

এমন চমৎকার কবিতার পাঠক সংখ্যা দেখে মর্মাহত হলাম। মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।