মুক্তিযোদ্ধা

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বিষ্যুদ, ২৯/১১/২০০৭ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের স্বাধীনতার জন্য যে জন লড়েছিল
লাল সবুজ এই পতাকাটা শক্ত হাতে ধরেছিল।
পাকিস্তানি শোষক শ্রেণীর অমানবিক অত্যাচারে
ভয় পায়নি জেনেও যখন অকালে প্রাণ যেতে পারে।
কিংবা যে জন সেবা দিয়ে সম্মুখে যে যোদ্ধা গেল
শক্তি দিয়ে সাহস দিয়ে যুদ্ধটাকে এগিয়ে নিল।
যে মা তাহার সন্তানেরে দেশের লোকের মুক্তি চেয়ে
সপে দিল মৃত্যু মুখে জল পড়েনি দুচোখ বেয়ে।
যে বোন আমার মাণ হারাল পাকিস্তানি পাপীর কাছে
রক্তে যাদের মাটি ভিজে উঠল ভরে সবুজ ঘাসে।
নিজের জীবন তুচ্ছ করে দেশের কথা ভাবল যারা
মুক্তি চাওয়ার অপরাধে শাস্তি যাদের হাজত কারা।
সবাই তাঁরা মুক্তিকামি বাংলাদেশর মুক্তিসেনা
আমাদের এই স্বাধীনতা তাঁদের আত্মত্যাগে কেনা।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

বিজয়ের মাসটা দারুনভাবে শুরু করলেন আরশাদ ভাই। ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ নজমুল আলবাব ভাই। আগামী প্রজন্ম ইতিহাস জানুক, বিজয়ে যে কালিমা পড়েছে তা দূর হোক।

শেখ জলিল এর ছবি

এই স্বাধীনতা মুক্তিসেনাদের আত্মত্যাগে কেনা...

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।