লোকটা

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ০৭/০৫/২০০৮ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লোকটা ভীষণ শঠ ছিল
তাকে নিয়ে মিডিয়াতে
অনেক কিছুই ঘটছিল

গোলাপ প্রিয় ফুল ছিল
গোলাপে যে কাঁটা থাকে
সেই কথাটিই ভুলছিল

হঠাত্ বিদেশ ভাগছিল
ধরা পড়ে ফেরত আসে
এইটা নিয়ে রাগ ছিল

সবার ঘৃণা বাড়ছিল
আন্দোলনের মুখে শেষে
পদ পদবী ছাড়ছিল

লোকটা বাজে খল ছিল
এটা পাপের ফল ছিল !

০৭ মে ২০০৮


মন্তব্য

হিমু এর ছবি

লোকটা খালি হাসছিলো
ঠিক বোঝেনি ভবিষ্যতে
তার কপালে বাঁশ ছিলো।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মৌচাকেতে ঢিল ছিলো,
লোকটা তবু আঁচ করেনি
তাঁর কপালে কিল ছিলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মইন মিলার প্রেম ছিল
বুঝেনি মাল্টিমিটারিংয়ে
বিল কেমন বাড়ছিল।

মৃদুল আহমেদ এর ছবি

সচলায়তনে আসলে নতুন নিয়ম করা দরকার... সেটা হচ্ছে মন্তব্যের ওপর ভোট দেয়া! হিমু ভাই আর সন্ন্যাসীদার ছড়া দুখানা তো অসাধারণ... বিশেষত হিমু ভাইয়েরটা! আপনাদের মন্তব্যে আমি পাঁচ স্কোর দিলাম!
আর আকতার ভাই, আপনাকে আর কী বলব, সময় বুঝে দারুণ একখানা কোপ দিয়েছেন! একদম দুই টুকরা!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা বেক্কল ছড়াকার ভায়া না? সালাম সালাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটার নাম কি দেওয়া যায়... শফিক রেহমানকে নিবেদিত কবিতাগুচ্ছ?______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শেখ জলিল এর ছবি

..এ যে দেখি শফিক রেহমানকে উৎসর্গ করা লালগোলাপের ছড়া!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

উচিত কাজ করেছেন। কালের ছড়ার একটা উপ-পর্ব হতে পারে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অচল আনি এর ছবি

ক্ষমতালোভীর চর ছিল
বুদ্ধিজীবির তকমা আঁটা
আস্ত খচ্‌চর ছিল
চাটুকারির পদ ছিল
কথায় কথায় ঝরতো মধু
আসলে সে বদ ছিল

নজমুল আলবাব এর ছবি
তীরন্দাজ এর ছবি

বিদ্যে আমার যতোই ছিল, ছিলাম বুদ্ধিমান
কলমেতে কালি ছিল, ভাষায় তুর্য বান,
হঠাত দেখি কপাল পোড়া
আমার কাঁধেই আমার ঘোড়া,
মামার দেশে পালাই এবার, বাঁচাই নিজের জান!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

আকতার ভাই লাল সালাম। শব্দের ছুরি দিয়া দুষ্টটারে একদম ফালা ফালা কইরা ফালাইছেন।

সৈয়দ আখতারুজ্জামান

বিপ্লব রহমান এর ছবি

সাধু! সাধু! হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

ফাটাইছেন !

ফেরারী ফেরদৌস

আকতার আহমেদ এর ছবি

সবার ধাঁরালো মন্তব্য মূল লেখাকে ছাড়িয়ে যেতে দেখে ব্যাপক মজা পাইছি ! ধন্যবাদ সবাইকে চমত্কার মন্তব্যগুলোর জন্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরেকবার জাঝা দিলাম।

খেকশিয়াল এর ছবি

পদ্যখানা জোশ ছিল
হিমু সন্ন্যাসীর কমেন্ট দুটাও
হাই পাওয়ারের ডোজ ছিল

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।