বিলম্ব

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বুধ, ২৮/০৩/২০১২ - ৬:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

হিসাবে বলে দশ মাস দশ দিন। সাত আট মাসেও হয়ে যায়। আব্দুর রহমানের একটু বেশি লেগেছিল। গোনায় ভুল হতে পারে, কিন্তু খানিকটা বেশি সময় তার লেগেছিলো এ বিষয়ে খুব একটা সন্দেহ নেই। সেই থেকে শুরু।

ভালো কিছুর জন্যে দেরি করাটা দোষের না। তার তখন ক্লাস ফোরে পড়ার কথা, সাথের বাচ্চারা সেখানেই পড়ছে। ভালো করে পড়ার জন্যে তাকে ভালো একটা স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করানো হোলো। সেখানে তার তেমন বেশি দেরি হয় নাই, ম্যাট্টিক, ইন্টার একবারেই পাশ করে ভার্সিটি তে এসে ঠেকলো।

দুইখানা জাতীয় নির্বাচন, ফুটবল-ক্রিকেট বিশ্বকাপ, নিজেদের মারামারি আর অন্যদের মারামারি, প্রাকৃতিক, অপ্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক বিভিন্ন কারণে বছর সাতেক লেগে যায় পাশ করতে করতে। আব্দুর রহমান তখনো ভালো কিছুর আশা ছাড়ে নাই।

ক্লাসে সে যাদের দিকে নজর রেখেছিলো তারা ততদিনে অন্য কারো। ভালো কিছুর জন্যে অপেক্ষা করতে আব্দুর রহমান অভ্যস্ত। সে ধীরে ধীরে টাকা জমায়, সোনার ভরি বাড়তে থাকে, ডিমের হালি বাড়তে থাকে সেই সাথে বাড়ে পাকাচুল, কপালের ভাঁজ।

ভালো কিছু একটা হবে এই বিশ্বাস তার জীবনের শেষ দিন পর্যন্ত ছিলো। যেই রোগ তাতে এতোদিন টিকে থাকার কথা না, আব্দুর রহমান ছিলো। দেরীতে হলেও আব্দুর রহমান ভালো আছে, আমরাও এমনটাই বিশ্বাস করতে চাই।


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বেশ লাগলো।
আব্দুর রহমান ভালো থাকুক। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আব্দুর রহমান এর ছবি

আশা করা যায় ভালোই থাকবে, আপনিও ভালো থাকবেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

দ্যা রিডার এর ছবি

আব্দুর রহমান ভালো থাকুক। হাসি

আব্দুর রহমান এর ছবি

ঠিক কথা, ভালো থাকুক। হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

শিশিরকণা এর ছবি

চমৎকার!
এই সময়ে ভালো থাকতে পারা একটা একটা গুণ।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

আব্দুর রহমান এর ছবি

ঠিক ঠিক একদম ঠিক।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

আশালতা এর ছবি

বিলম্ব করলেই লেট হয় জানেন তো ? কাজেই নাউ অর নেভার।
ভালো থাকুন। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

আব্দুর রহমান এর ছবি

তবে কিনা ঠাম্মি, বেটার লেইট দ্যান নেভার। চোখ টিপি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

রোমেল চৌধুরী এর ছবি

ছোট্ট এই লেখাটি আমাকে এত নাড়া দেবে, ভাবতে পারিনি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সৌরভ কবীর  এর ছবি

চলুক

আব্দুর রহমান এর ছবি

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

প্রৌঢ় ভাবনা এর ছবি

চমৎকার।
ভাল থাকুক আব্দুর রহমান।

আব্দুর রহমান এর ছবি

জগতের সকল আব্দুর রহমান সুখী হোক, সকলেই মংগল লাভ করুক।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নীড় সন্ধানী এর ছবি

অসাধারণ ভালো লাগা জানিয়ে গেলাম! চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আব্দুর রহমান এর ছবি

বিনম্র ধন্যবাদ জানবেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

চুপচাপ এর ছবি

লিখতেই থাকুন, লিখতেই থাকুন।

আব্দুর রহমান এর ছবি

এতো করে যখন বলছেন, লিখলাম নাহয় আরো খানিক অখাদ্য কুখাদ্য।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

কুমার এর ছবি

সব্বে সত্তা সুখিতা ভবন্তু

আব্দুর রহমান এর ছবি

তথাস্ত

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

বাউলিয়ানা এর ছবি

হৈ মিয়া, কী হইসে?

বি এ ম্যান!

আব্দুর রহমান এর ছবি

কি আর হইবো, কিছু হয় নাই, কিচ্ছু হয় না।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ধুসর গোধূলি এর ছবি

অভিনন্দন আর শুভকামনা বস। 'মৃত জীবন' সুখে আর আনন্দে কাটুক হাসি

আব্দুর রহমান এর ছবি

দোয়া রাইখেন ওস্তাদ, কুলখানিতে আফনের শালীদের নিয়া আইসেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ধুসর গোধূলি এর ছবি

অইদ্দেহ, শহীদ হইলেন আপনে, আর কিনা শালী হাজির করুম আমি? বলি, শালিক পাখি সাক্ষী না রেখেই 'মৃত জীবন'-এ ঢুকলেন, এইটা একটা কাম করলেন! গরীবের কথাটা চিন্তা ভাবনা করবেন না? মন খারাপ

আব্দুর রহমান এর ছবি

শালিক পাখি খুঁইজা পাই নাই বইলাই তো এত দূর্গতি, টানিয়াছি তাই জীবনের ইতি।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।