বিচার চাই

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০১৩ - ১২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাপ মরেছে, ভাই মরেছে
বোনের খবর পাইনি আর
চুদুর বুদুর দেখসি বহুত
অহন খালি চাই বিচার।

ঘর পুড়েছে তোমার আমার
উড়ছে শকুন, দেখতে পাই
আর কিছু তো চাইনা বাহে
রাজাকারের বিচার চাই।

গায় লাগে না আজকে যাদের
মায়ের দেশের অসম্মান,
কেমুন জানি সন্দেহ হয়
দেশ কি ওগোর পাকিস্তান?

লক্ষ প্রাণের মূল্যে পাওয়া
স্বাধীন দেশের মাটি তাই,
আমার সোনার বাংলাতে আর
রাজাকারের জায়গা নাই।


মন্তব্য

অনিকেত এর ছবি

স্যালুট বস--আপ্নের অনুমতি পাইলে ছড়াটা নিয়া কিছু কাজ করতাম চাই---

আব্দুর রহমান এর ছবি

অনিকেতদা, অনুমতি চাহিয়া লজ্জা দিবেন না। আপনার যেভাবে খুশি বদলে নিতে পারেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

স্যাম এর ছবি

আমিও...

আব্দুর রহমান এর ছবি

আপনিও? ঠিকাছে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ, নজরুল ভাই।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তমসা এর ছবি

শাহবাগে শ্লোগান দেওয়ার জন্যে পারফেক্ট। হাততালি

আব্দুর রহমান এর ছবি

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

বিচার চাই এবার
(মুহাম্মাদ সারফারাজ হুসাইন)

আব্দুর রহমান এর ছবি

হক কথা, বিচার চাই এবার।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

চরম উদাস এর ছবি

হাততালি

আব্দুর রহমান এর ছবি

দেঁতো হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুমন চৌধুরী এর ছবি
আব্দুর রহমান এর ছবি

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুজন চৌধুরী এর ছবি

আব্দুর রহমান দারুণ!! হৈছে

"গায় লাগে না আজকে যাদের
মায়ের দেশের অসম্মান,
কেমুন জানি সন্দেহ হয়
দেশ কি ওগোর পাকিস্তান?"

এই অংশটা শেয়ার দিলাম ফেইস বুকে আপনার অনুমতি না নিয়েই!

আব্দুর রহমান এর ছবি

সুজনদা, অনুমতির প্রয়োজন নাই। আপনি শেয়ার করছেন এটাই আমার জন্যে আনন্দের খবর।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

বাপ্পীহায়াত এর ছবি

গুল্লি

আব্দুর রহমান এর ছবি

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মাহবুব রানা এর ছবি

দারুণ!

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

চমৎকার! এমন আরো কিছু ছড়া আসুক। এর খণ্ডাংশ নিয়ে চমৎকার কিছু পোস্টার-ব্যানার বানানো সম্ভব।

অটঃ এতোদিন কোথায় ডুব মেরেছিলেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আব্দুর রহমান এর ছবি

পড়ার এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ পাণ্ডবদা। থিসিস প্রায় শেষের দিকে, এর পরে পিএইচডি না চাকরি, কোনোটাই এখনো ঠিকঠাক হয় নি। এগুলো নিয়ে চিন্তায় লেখালেখি ছেড়ে দিয়েছিলাম প্রায়।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

কুমার এর ছবি

লক্ষ প্রাণের মূল্যে পাওয়া
স্বাধীন দেশের মাটি তাই,
আমার সোনার বাংলাতে আর
রাজাকারের জায়গা নাই।

গুরু গুরু

আব্দুর রহমান এর ছবি

কোলাকুলি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

প্রৌঢ় ভাবনা এর ছবি

একদম মনের কথা।

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

জা-শির বরাহ গুলারে লাত্থায়ে ওগোর পিয়ারী পাকিস্তানে পাঠানো উচিত। ানকির োলারা।

অসাধারণ লিখেছেন বাহে। কপিরাইটের জন্য ওয়েটাইলাম না চোখ টিপি


জয় বাংলা।

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । না ওয়েট করে ভালো করছেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার!!! চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আব্দুর রহমান এর ছবি

হাসি ধন্যবাদ, তাজ ভাই।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

শেযার দিলাম।

স্বয়ম

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

কৌস্তুভ এর ছবি

জব্বর!

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তানিম এহসান এর ছবি

গুল্লি

লক্ষ প্রাণের মূল্যে পাওয়া
স্বাধীন দেশের মাটি তাই,
আমার সোনার বাংলাতে আর
রাজাকারের জায়গা নাই।

আব্দুর রহমান এর ছবি

কোলাকুলি । আপনার শিবির বিষয়ক লেখাগুলো থেকে ওদের ভয়াবহতা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, সেই জন্যে ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।