বইমেলা প্রতিদিন ৬

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ০৭/০২/২০০৯ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'নিশিন্দা মেঘের বাতিঘর' গতকাল সন্ধ্যায় মর্তে নেমেছে।শুনেছি এই আগমনি সন্ধ্যায় শুন্য ও সচলের অনেকেই উপস্থিত থেকে মিষ্টিমুখ করেছেন।শুক্রবার থাকায় গতকাল ছিল বেশ ভিড়।তবে একে আমি উপচে পরা বলবো না।শিশু ও তাদের মা'দের দিবস ছিল গতকাল।নুরুজ্জামান মানিক কতৃপক্ষের এই আহবানে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন ভাবি-বাচ্চাসহ।কিন্তু রণ'দা সবসময় যা করেন গতকালও তাই করলেন।তিনি তার তুখোর জুনিয়রকে সাথে করে নিয়ে আসলেন আর বৌদিকে রেখে আসলেন টিভি সেটের সামনে।বৌদি একটু পরে পরে ফোন করে বলেন-চ্যানেল আইতে দেখলাম..এখন একটু বাংলা ভিশনের সামনে যাও।
অনেক সচল প্রতিদিন কিছু না কিছু বই কিনছেন-আমি তাদেরকে অনুরোধ করবো,তারা তাদের পছন্দের বইগুলো সম্পর্কে যদি কিছু লিখেন-তাহলে দেশবিদেশের সচলরা বইমেলা সম্পর্কে আরো ডিটেইল ধারনা পাবেন।
একুশ মানে মাথা নত না করা।একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে পিছু না হটা।গতকাল এই চেতনায় আমরা মানব বন্ধন করেছি -রোকেয়া কবীর-মুজিব মেহদী'র 'মুক্তিযুদ্ধে নারী' বইটি অন্যের নামে প্রকাশের প্রতিবাদে।

নোট:আমি বুঝতে পারছি ..লেখাটি যাচ্ছেতাই হয়ে যাচ্ছে।আরো কেউ যদি শেয়ার করেন-ধরুন একদিন অন্তর অন্তর।ভেবে দেখুন।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এটুকুই পরম পাওয়া, টুটুল ভাই...

তবে আগামী পোস্টে প্রকাশক হিসেবে আপনার অনুভুতি, অভিজ্ঞতা, শুনতে চাই ...

দৃশা এর ছবি

সুমন ভাইকে অভিনন্দন।
আমিও ভাবতেছি মুখফোড় এর লেখাগুলা নিয়া সেই সম্পাদক, প্রকাশকের কাছে যাব নিজ নামে ছাপানোর লাইগা। তার আগে অবশ্য পলাশ আংকেল থেইকা গাইডলাইন নেওয়া লাকপে এ বিষয়ে। চিন্তিত
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সুমন সুপান্থ এর ছবি

ধন্যবাদ দৃশা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

গতকাল যথারীতি শুদ্ধস্বরে হাজিরা দিয়ে বইমেলার উদ্দেশ্যে বেড়িয়েছি কিন্তু ছেলের আবদার "শিশু পার্ক" যাবে অগত্যা পার্কে গেলাম এবং বিভিন্ন রাইডে চড়ালাম । তারপর শাহবাগে ফুসকা খেয়ে বইমেলার পথে । টিসি এস সি থেকে বইমেলার দিকে যেতে খেয়াল করলাম রনদা মেলার তোড়নের ছবি তুলছে । তিনি আমাদেরও ছবি তুলে দিলেন ।

মেলায় ঢুকে প্রথমে গেলাম যথারীতি শুদ্ধস্বরে , তারপর বাংলা একাডেমী । দুইটি গবেষনামুলক ঢাউস গ্রন্থ কিনলাম । এরপর মেলায় এক চক্কর দিয়ে বট্তলায় বসলাম ( মুজিব মেহ্দীর সাথে মেসেজ চালাচালি চলল ) । এর মাঝে হাজির হলেন ডঃ জাফর ইকবাল । দাড়িয়ে দাড়িয়ে অটোগ্রাফ দিতে দিতে হয়্ত তার পা ব্যাথা হয়ে গিয়েছিল বিধায় তিনি আমাদের কাছে আমার ছেলের পাশে বসলেন আর তার দিকে ছুটে আসল এক ঝাক অটোগ্রাফ শিকারী । আমার ছেলে হাসিব ঘাবরে উঠে যেতে চাইল কিন্তু জাফর স্যার বললেন -উঠছ কেন , বস । কিন্তু ভী্র বেশি হওয়ায় আমরা উঠে পড়লাম ।

মুজিব ভাই ফো্নে জানালেন তিনি আডর্ন এ আছেন । আমরা আডর্ন এর দিকে আসলাম কিন্তু তাকে পেলাম না । আবার
শুদ্ধস্বরে গেলাম , সেখানে কিছু সময় থেকে গেলাম লিটল ম্যাগ চত্বরে ।

নজরুল মন্চ থেকে দেখলাম মুজিব -টুটুল-নজরুল -পান্থ প্রমুখ ব্যানার নিয়ে তথ্যকেন্দ্রের দিকে যাচ্ছে । টুটুল ভাইয়ের আহবানে সারা দিয়ে আগেই কথা দিয়েছিলাম সপরিবারে থাক্বব এই প্রতিবাদ কর্মসুচিতে । যথারীতি যো্গ দিলাম । ফাকে কথা হল তারেক, সবুজ বাঘ , শেখ জলিল ভাইয়ের সাথে ।

সন্ধ্যায় ভুট্টা খেতে খেতে ফিরলাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

হাসিব এর ছবি

বলেন কি! আপনার ছেলের নাম হাসিব !

নুরুজ্জামান মানিক এর ছবি

জি বস !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

এদের ছবি উঠানোর ঝক্কিরে ভাই ! একজন ক্যামেরার দিকে দেখে তো অন্যজন প্রকৃতির দিকে !

chobita tule nilam onuruddho hoye.

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফ জেবতিক এর ছবি

মেলা ৬ দিনে গড়ানোর পরে প্রথমবার বইমেলায় গেলাম । তাও যাওয়া হতো না , শুধু মুজিব মেহেদীর বইটা কোন এক পলাশ মেরে দিয়েছে , তার বিরুদ্ধে মানববন্ধন হবে , এ কারনে যাওয়া । বিষয়টা তুচ্ছ নয় , এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ।

লাইন যেমন হবে মনে করেছিলাম তেমন নয় । শুক্রবার বিকেল ৪টায় অনায়াসেই মেলায় ঢুকতে পারলাম । টিএসসির দিক থেকে লাইন , লাইনটাও খুব দ্রুত চলছে , লাইনে না দাড়িয়ে হেটে হেটে গেলেই বরং বেশি সময় লাগত । লাইনে থাকার সুবিধা হচ্ছে পেছনের লোকের তাড়া খেয়ে দ্রুত পা চালানি লাগে ।

মেলা এবার বাংলাএকাডেমীর চত্বর ছাড়িয়ে রাস্তায় চলে এসেছে । এতে অবশ্য আনন্দিত হওয়ার কিছু নেই , কারন বাংলাএকাডেমীর পুকুর পারের দিকটায় কী একটা ভবন উঠছে , তাই ওপাশটা বন্ধ ।

বর্ধমান হাউসের সামনে মানববন্ধনটা অলরেডি শুরু হয়ে গেছে । অনেক সাংবাদিক ভিড় করেছে , ব্রিফ চাচ্ছে ।

সেখানে দাড়িয়ে থাকতে থাকতেই কারুবাসনার সাথে দেখা । কারুবাসনা কী একটা প্রজেক্টের কাজে কলকাতা থেকে ঢাকায় আজ প্রায় দুই মাস , প্রথমবারের মতো একুশে বইমেলায় আসতে পেরে কিছুটা উত্তেজিত ।
তাঁর সাথে ঘুরতে বেরুলাম ।

শুক্রবারের তুলনায় ভিড় কম , বানিজ্যমেলা এখনও শেষ হয়নি , ঢাকাবাসী তাই হাড়িকুড়ি কেনায় ব্যস্ত , বই কেনার সময় এখনও হয়ে ওঠেনি ।

লিটিলম্যাগ শুদ্ধস্বর এবারই প্রকাশক হিসেবে স্টল পেয়েছে । স্টলটি একটা কোন ঘেষে , উল্টোদিকে একটা বারান্দার মতো আছে , সেখানে বসে আড্ডা মারা যায় । একটু নিরিবিলি , চাইলে লুকিয়ে সিগারেট খাওয়া যাবে , কেউ দেখবে না ।
সেখানেই সবাই বারান্দায় বসে পড়লাম ।

মাহমুদুল হাসান রুবেল আর অরন্য আনামকে দেখলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে স্বাক্ষর সংগ্রহ করছে । দুজনের দম ফেলার সময় নেই ।

শুদ্ধস্বর থেকে অনেক ব্লগারের বই বের হওয়ার কথা । কিন্তু সেই দুইডজন বইয়ের একটাও এখনও আসেনি ।
সুমন সুপান্থের "নিশিন্দা মেঘের বাতিঘর" এসেছে মাত্র । সন্ধ্যার পরে পরে প্রকাশনা উৎসব । সেখানে গিয়ে সুপান্থের বই নিয়ে এলাম । সুপান্থ আমার দীর্ঘদিনের পুরোনো বন্ধু , আরো কমপক্ষে ১৫ বছর আগেই তার বই আসা উচিত ছিল । বেটার লেট দ্যান নেভার ।

কারুবাসনা গিয়ে ঢুকল বাংলাএকাডেমীতে । ঘন্টাখানেক পরে দেখি দুইহাতে বই নিয়ে বেরিয়েছে , বইয়ের এই খনি আবিষ্কার করে সে ব্যাপক আনন্দিত । আজ আবার যাবে বাংলা একাডেমীর বই কিনতে ।

আমি একটা চক্কর দিয়ে এলাম জাগৃতি প্রকাশনী থেকে । প্রকাশক দীপন ভাই আসেননি এখনও । আমার জোকসের বইটার লাস্ট সংষ্করন শেষ হয়ে গেছে , স্টলের লোক জানালো আবার প্রিন্ট হচ্ছে বইটা । উপন্যাসটা দেখলাম ডিসপ্লেতে আছে ।

বই কেনা হলো শুধু সুপান্থেরটা । জুইতের বইগুলো এখনও তেমন আসেনি । শাহাদুজ্জামানর ক্রাচের কর্ণেলটা এবারও বোধহয় আসবে না । বইটার কিছু অংশ আগে পড়েছি , লেখার স্টাইলটা ভালো লাগেনি । আশা করছি দীর্ঘ সময় নিয়ে করা বইটাতে স্টাইল হয়তো বদলাতেও পারে ।

রাত ৮টার দিকে বেরিয়ে এলাম ।
স্কুটারে উঠতে গিয়েই মনে পড়ল , শহীদুল জহিরের উপন্যাসটা কেনা হয়নি ।
মেজাজটাই খারাপ হয়ে গেল ।

নিঘাত তিথি এর ছবি

চলুক
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

হাসিব এর ছবি

কারুবাসনা কৈ ? সে কি তার মেলা নিয়ে একটা পোস্ট দিতে পারে ?

রণদীপম বসু এর ছবি

আরিফ জেবতিক যে কেবল লেখাতেই সিদ্ধহস্ত তাই নয়, আড্ডারু-বক্তা হিসেবেও তুখোড় !

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হাসিব এর ছবি

অনেক সচল প্রতিদিন কিছু না কিছু বই কিনছেন-আমি তাদেরকে অনুরোধ করবো,তারা তাদের পছন্দের বইগুলো সম্পর্কে যদি কিছু লিখেন

এইটা একটা গুরুত্বপুর্ন প্রস্তাব । বই যেহেতু কেনার সুযোগ হচ্ছে না অতএব সচলদের বিবরনী দেখে বই কেনার লিস্টিটা প্রস্তুত রাখতে চাই ।

জাহিদ হোসেন এর ছবি

এখন আমাদের এখানে অনেক রাত। এই লেখাটি পড়ে চোখ বন্ধ করে চিন্তা করছি আমিও আছি বইমেলাতে আপনাদের সবার সাথে। আহা-কতকাল যাইনা বইমেলায়। জীবনের কিসের পিছনে দৌড়ে বেড়াই কে জানে?

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

রায়হান আবীর এর ছবি

প্রত্যেকটা পর্ব পড়ছি। আমার কাছে একদম যাচ্ছেতাই লাগে নি। বরঞ্চ বেশ ভালো লাগছে। এই ধরণের ক্যাজুয়াল লেখাই ভালো। তাছাড়া মন্তব্যে তো অনেকেই অনেক কিছু শেয়ার করছে...

=============================

অম্লান অভি এর ছবি

আগন্তুকের প্রতিচ্ছবি আমার চোখে মুখে তবে আকতার আহমেদ আমার সচল বন্ধুবর বলা চলে। তাকে ফোন করেই ছোটকাগজ চত্বরে যাওয়া। দেখা হলো সাখাওয়াত টিপু'র সাথে-কিনলাম তার পুরান সংকলন 'জাতীয় সাহিত্য'। আর মর্তে আসা 'নিশিন্দা মেঘের বাতিঘর'। ভাগ্নাদের জন্য কিনলাম মুহম্মদ জাফর ইকবাল এর 'মুক্তিযুদ্ধের ইতিহাস'। অবসর থেকে সংগ্রহে নিলাম 'আমার চুম্বনগুলো পৌছে দাও'- শহীদ কাদরী'র কবিতার বই আর ব্যর্থতার মুঠি ভরলাম অন্য প্রকাশ থেকে না পেয়ে 'কানাগলির মানুযেরা' উপন্যাসটি ।
দেখা হলো সচলের অনেকের সাথে তার মধ্যে আরিফ ভাইও। আর 'অন্তস্থ পৃথিবী' উপন্যাসের লেখক সৈয়দ দেলগীর এর সাথে দেখা হল সেই সাথে ঔ বইয়ের প্রচ্ছদ শিল্পী নজরুল ইসলাম একের ভেতর দুয়ের প্রকাশ। তারপর সাখাওয়াত টিপু আর আমি চলে এলাম বই চত্বর ছেড়ে টিএসসি পরে শাহবাগে চা পান আর বিদায় বই মেলা ষষ্ট দিনে আমার দ্বিতীয় আসর।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নিঘাত তিথি এর ছবি

লেখা মোটেই যাচ্ছেতাই হচ্ছে না। এটুকুই পরম পাওয়া
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রণদীপম বসু এর ছবি

কিন্তু রণ'দা সবসময় যা করেন গতকালও তাই করলেন।তিনি তার তুখোর জুনিয়রকে সাথে করে নিয়ে আসলেন আর বৌদিকে রেখে আসলেন টিভি সেটের সামনে।বৌদি একটু পরে পরে ফোন করে বলেন-চ্যানেল আইতে দেখলাম..এখন একটু বাংলা ভিশনের সামনে যাও।

আহা ! যদি সত্যি হতো ! কী মজাটাই না হতো ! ফুল-চন্দন পড়ুক টুটুল ভাই'র মুখে !

গতকাল তো জুনিয়রদের দিন। অতএব আমার কেনা-কাটার কোন সুযোগই ছিলো না। আমার জুনিয়র তো গোটা মেলার সব বই পছন্দ করে বসেছে ! শেষে কী আর করা। শুরু হলো 'হ্যারি পটার' ২য় ও তয় খণ্ড দিয়ে বই কেনা। জাফর ইকবালের সাক্ষাৎকার বইটি কিনে সে সোজা তাঁর সামনে গিয়ে হাজির অটোগ্রাফ নিতে। এর পর উনিশটা বই কেনার পর যখন দেখা গেলো যে বাসায় ফেরার বাস ভাড়াটা কেবল পকেটে আছে, তখনই সে আরেকদিনের আশ্বাস পেয়ে আপাত ক্ষান্ত হলো। তুফান কেবল শুরু। এখনো ম্যাডামের দিন বাকি আছে। অতঃপর আমার দিনের কি বেইল থাকবে ?
auto

auto

auto

এর মধ্যে মুজিব ভাই'র বই চুরির প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলাম। শেষে ভাবলাম এর কিছু ছবি নিয়ে নেই মোবাইলে। সম্ভব হলে ফেসবুক গ্রুপে এড করে দেয়া যাবে।
auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

কষান ছেড়ে একটু হাত খুলে লিখলে কী হয়

অত বড়ো বইমেলার এই এক চিমটি পোস্ট ভাল্লাগে না

০২

আমি বই কেনা শুরু করি ১৫ তারিখের পর থেকে
তার আগে ঘুরে ঘুরে দেখে ঠিক করে রাখি
কিন্তু এবার যাওয়াই হচ্ছে না ঠিকমতো হাবিজাবির কারণে

মুক্তিযুদ্ধভিত্তিক অনেকগুলো সিডি আর ডিভিডি দেখলাম এবার মেলার একা স্টলে
পুরো সেটটা কিনব

বাংলা একাডেমির বানান অভিধানের নতুন সংস্করণটা কিনব
সচল বন্যার বিবর্তনের পথ ধরে বইটা কিনব

এখন পর্যন্ত এই তালিকা করতে পেরেছি

আর তার সাথে বরাবরের মতো টার্গেট আছে- সব লেখকের প্রথম বই কেনা'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বরাবরের মতো টার্গেট আছে- সব লেখকের প্রথম বই কেনা'

যাক, আমার একটা বই অন্তত বিক্রি হবে বলে মনে হচ্ছে... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শ্যাজা এর ছবি

যদি আমার বইটা শেষপর্যন্ত বাইর হইতে পারে তাইলে একটা বই বিক্রি হওনের নিশ্চয়তা পাওয়া গেল হাসি

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

নুরুজ্জামান মানিক এর ছবি

যদি আমার বইটা শেষপর্যন্ত বাইর হইতে পারে তাইলে একটা বই বিক্রি হওনের নিশ্চয়তা পাওয়া গেল হাসি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি

মিস হয়ে গেলো।
আমার দ্বিতীয় বই মন খারাপ


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ইশতিয়াক রউফ এর ছবি

আহা, বইমেলা... ক্ষুধার্ত হাঙরের মত বই খেতাম এই সময়টায়। দেশ থেকে আনানোর জন্য ইন্টারনেটে দেখে তালিকা বানাতে গিয়েই দেখি গোটা বিশেক হয়ে যায়! ওজনে কুলাবে না। ভাবছি লেখকদের চেক পাঠিয়ে ইবুক ইমেইল করতে বলবো কিনা। খাইছে

শ্যাজা এর ছবি

টুটুল ভাই,
লেখাটা মোটেই যাচ্ছেতাই হচ্ছে না, এটা অনেকেই বলেছেন, আমিও বলে গেলাম।
লেখাটা পোষ্ট হওয়ার সাথে সাথেই পড়েছি আর এই কথাটা বলারও ইচ্ছে ছিল কিন্তু ব্যক্তিগত একটু হয়রানির কারণে দৌড়ের ছিলাম বলে লগইন করা হয়নি। প্রতিদিনই পড়ছি আপনার লেখা। ভাল লাগছে।
আপনার এই লেখাগুলো শুধু 'গেলাম-দেখলাম' আর তারই বর্ণনা নয়, বইকে ঘিরে আপনার অনুভূতি, দেখা, আশা আর হতাশা সবই ফুটে উঠছে, তা যত সংক্ষেপেই হোক।

এই লেখাগুলোর পরে যে মন্তব্যগুলো আসছে সে তো উপরি পাওনা। অনেকেই আলাদা পোষ্ট না দিয়ে আপনার পোষ্টে মন্তব্যের ঘরে তাদের অভিজ্ঞতা-দেখার কথা জানিয়ে যাচ্ছেন আর লীলেনজীর কলমে বানান বা বই প্রকাশনা নিয়ে যে লেখাগুলো বেরিয়ে এল তার মূল্য কী বলে বোঝানো যাবে!

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

সুমন সুপান্থ এর ছবি

মর্তে আসা 'নিশিন্দা মেঘের বাতিঘর'।

টুটুল ভাই কী দয়ায় যে আমার আগেই আমার বইটাকে স্বর্গে পাঠালেন...আবার মর্তাদামেও এলো ! ভালো লাগছে শুনে ।
আপনাকে ধন্যবাদ অভি । পাঠ-প্রতিক্রিয়া পেলে আরো ভালো লাগবে ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।