ছড়ার্টুন - ০১

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ০৬/০৮/২০০৮ - ১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

-------- কার্টুন : শরীফ উদ্দীন ------------- কার্টুন : শরীফ উদ্দীন -----
ভোটে যদি জিতে তবে হয়ে যায় তা "ফেয়ার"
হেরে গেলে "মানবো না" বলে রাগে কাঁপে, আর
কতো শতো অভিযোগ, বিভেদের মন্ত্র;
নির্বাক, অপলক "প্রিয় গণতন্ত্র" !


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

ছড়া আর কার্টুন এই দু'য়ে মিলে “ছড়ার্টুন” । প্রচার বিমুখ মানুষ শরীফ ভাইয়ের আঁকার সাথে আমার ছড়ার সমন্বয় ঘটানোর একটা চেষ্টা বলা যায় এই সিরিজ । পাঠকের ভাল লাগলে অব্যাহত থাকবে, নইলে যথারীতি আরেকটি উদ্যোগের “মৃত্যুঘন্টা” বাজবে !!
অতএব, ভাল লাগলেও বইলেন.. না লাগলেও বইলেন চোখ টিপি

অমিত আহমেদ এর ছবি

অবশ্যই ভালো হচ্ছে।
নিয়মিত চাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কীর্তিনাশা এর ছবি

শোনেন আকতার ভাই, সিরিজ শুরু করার দায়িত্ব আপনার কিন্তু উহা কবে বন্ধ করবেন সেই সিদ্ধান্ত আমরা যারা আপনার ভক্ত আছি তারা দিব। অতএব, সেই সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আপনার এই সিরিজ চলতে হবে। এক কথায় বলা যায় - দেতে হবে! দেতে হবে!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

(গর্জে উঠে) চলবে না মানে, অবশ্যই চলবে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

(সহগর্জন) আলবৎ চলবে !! বরাব্বর চলবে !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিন্দিতা এর ছবি

গণতন্ত্রের মৃত্য ঘন্টা মাঝে মাঝে বাজলেও
ছড়া কবিতার ক্ষেত্রে কখনই নয়।
বড় সমযোপযোগী ছড়া।

আলমগীর এর ছবি

কোনক্রমেই কোন সিরিজ বন্ধ করা চলিবে না।

আপনের ছড়া এক্কেবারে স্যাকারিন, দুই দানা খাইলেই মুখ মিষ্টিতে ভইরা যায়। ১০১ লাইন গদ্য পইড়া.. আর কিছু কইলাম না।

মাত্র একখান সমালোচনা: ক্যাটাগরিতে কোন নাম দেয়া কেমন কেমন লাগে। সচলের নিয়মাবলীতেও মনে হয় এ নিয়ে কিছু একটা দেখছিলাম। মডুরা ভাল বলতে পারবে।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আলমগীর ভাই । ক্যাটাগরি ঠিক করে দিয়েছি ।

নুরুজ্জামান মানিক এর ছবি

সিরিজ চলুক
সাথে ছিলাম
সাথে আছি
সাথে থাকব ।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আবু রেজা এর ছবি

ভালো খুব ভালো। সমসাময়িক বিষয় নিয়ে ছড়ার্টুন চলুক নিয়মিত।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সীল মারো ভাই সীল মারো... ৫ তারকায় ক্লিক মারো

ক্যামেলিয়া আলম এর ছবি

প্লিজ চলুক------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মাহবুব লীলেন এর ছবি

এই পর্যন্ত মোট কয়খান সিরিজের মালিক আপনি বলেনতো?

আকতার আহমেদ এর ছবি

এই পর্যন্ত মোট কয়খান সিরিজের মালিক?
.. জরুরী জনগুরুত্বপূর্ণ প্রশ্ন । তার আগে কন্তো.. আপনি দুদকে জয়েন কর্চেন নিকি ?

সবজান্তা এর ছবি

ঠিক ঠাক মত উত্তর দেন। নাইলে কিন্তু ৫৪ ধারায় চালান হয়ে যাবেন চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আকতার ভাই ডরায়েন না, কইয়ালান, ভদকার বোতলতো আমার হাতে !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিন্তু এইবার তো ঘটনা উল্টা-- জেতার আগেই (হারার সম্ভাবনা দেখে) বলে দিয়েছে ফলাফল মানিনা। যেই লাউ সেই কদু হয়েছে এবং হবে। আমরা যে তিমিরে ছিলাম আবার সেখানেই ফেরত যাচ্ছি। মাঝখান থেকে দুই বছর অন্যেরা একটু চেখে দেখল।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

চলুক দুর্বার গতিতে... অসাধারণ এইসব পংক্তিমালার গাই জয়গান...
আমি কিন্তুক মাঠে ফেরত আসছি আকতার ভাই...।

আকতার আহমেদ এর ছবি

ওয়েল্কাম্ব্যাক আখতারুজ্জামান ভাই !

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ ! ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সিরিজ চলবে! নো খাতির!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।