Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

দুখের ছড়া

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৩:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেই ছেলে কখনোই
বাংলায় বলেনা
ইংরেজি ছাড়া যার
একদমই চলেনা

সেই ছেলেটাকে যে-ই
তাড়া করে কুকুরে
সাঁতার জানেনা তাও
লাফ দিয়ে পুকুরে-

'বাঁচাও... বাঁচাও' বলে
ডাকে, কেউ আসলে...

(এটা তো দুখের ছড়া
তুমি দেখি হাসলে!)


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

খাসা ছড়া! দুখের ছড়া জেনেও হাসলাম হাসি

আকতার আহমেদ এর ছবি

মাইনষের দু:খে হাসেন্ক্যান্বাই? মন খারাপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে ! দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আকতার আহমেদ এর ছবি

মন খারাপ

মামুন হক এর ছবি

এমন মজার ছড়া কার?
ছড়াকার আকতার
মাথাভরা টাকতার

আকতার আহমেদ এর ছবি

অই মিয়া, এইখানে কি করেন? যান, গিয়া গল্প শেষ করেন জলদি!

নুরুজ্জামান মানিক এর ছবি

দুখের ছড়া তবু
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আকতার আহমেদ এর ছবি

যাক, মানিক ভাই আমারে বুইড়া আঙ্গুল দেখায়া শুয়োর কয় নাই!

দৃশা এর ছবি

দিল টা টুরখা টুরখা হয়ে গেল এমুন দুক্কের ছড়া-কচু পইড়া, পতিটি ছত্রে ছত্রে এর বদনা থুক্কু বেদনা আর বেদনা। যাই এট্টু কাইন্দা আসি।

দৃশা

মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

বুঝতার্লামনা খালা, তুমার বেদনার কথা শুইনা মৃদুইল্যা এমুন দাঁত কেলাইয়া হাসতাসে ক্যান রেগে টং

তানবীরা এর ছবি

আমি কিন্তু কিছুতেই হাসি নাই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আকতার আহমেদ এর ছবি

ক্যানরে তাতাপা? অধিক শোকে পাথর হয়া গেলেন নিকি?

রায়হান আবীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আকতার আহমেদ এর ছবি

আপ্নের এই গড়াগড়ি দিয়া কান্দন দেইখা বুচ্চি আপনে অনেক বালা মানুষ! আল্লা আপনারে বেহেশত নসিব করুক!

শাহেনশাহ সিমন এর ছবি

বেশ
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

আকতার আহমেদ এর ছবি

আইচ্ছা!

কীর্তিনাশা এর ছবি

আমি ভীষণ দুক্কু ফাইছি দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

দুক্কু ফাওয়া লাগবেনা মিয়া, যান দাঁত ব্রাশ কইরা আসেন রেগে টং

মৃদুল আহমেদ এর ছবি

ক্যা? কী অইছে? আমার হাসি পাইলে আমি হাসুম... তরে কি হেল্লাইগ্যা ট্যাকা দ্যাওন লাগব?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

যা ব্যাটা, এই রকম দু:খের সিনে বাম পা ঢুকায়া দিতে আসবি না! তোর যা ইচ্ছা দুরে গিয়া কর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ঠ্যালার নাম বাবাজি হো হো হো

ঠিক সম্পর্কিত নয়, তাও ক্যান জানি এই কার্টুনের কথা মনে পড়লো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

আপনে মিয়া মানুষ না, পুরা কার্টুনবাজ!
জটিল হৈসে কাট্টুন্টা!

ধুসর গোধূলি এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

না, দুঃখু লাকতাছে না আমার। আমি হাসমু। খাইছে

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আকতার আহমেদ এর ছবি

আপনারে বালা মানুষ মনে কর্সিলাম। শেষ পর্যন্ত আপনেও... মন খারাপ

সাইফুল আকবর খান এর ছবি

খাইছে

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আকতার আহমেদ এর ছবি

দুষ্টু লুকরা যাই বলুক, আইজ আবারও জাতি দেখল আপনি কতোটা ছহি আদমি। আল্লা রায়হান আবীরের লগে আপনারেও বেহেশ্ত নসিব করুক!

ধুসর গোধূলি এর ছবি

- বেহেশ্তে যামু না বস। ঐখানে গেলে মাধুরীর দিল ধাক ধাক করা নাচ দেখবার পারুম না। আমি নরকেই যাইতে রাজী আছি। নরকরে গুলদস্তা বানায়া ছাড়ুম, প্রতি শনিবার বাদ মাগরিব ঐখানে বলিউডি নাইকা সহযোগে মুজরার আয়োজন করা হইবে। নরকবাসীদের লাইগ্যা প্রবেশমূল্য মাগনা। স্বর্গবাসীদের জন্য চড়ামূল্য (উইথ ভ্যাট)। এইবার বুইঝা দেখেন, কে কে স্বর্গে যাইবার চান! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আকতার আহমেদ এর ছবি

আমার মনের কথাটাই বইলা দিলেন। তয় বস মাঝে মুইধ্যে টেনশনে পইড়া যাই, যদি কোন চিপাচুপা দিয়া মাধুরী বেহেশতে যায়গা!

ধুসর গোধূলি এর ছবি

- তাইলেও টেনশন নিয়েন না। বেহেশ্তেরেও তখন আমরা দোজখ বানায়া ছাইড়া দিবো এনশাল্লাহ (এইটা খালেদা ইশটাইলে বলা) দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আকতার আহমেদ এর ছবি

এইটা ভাল বলসেন বস, দিলে বড় শান্তি পাইলাম দেঁতো হাসি

রেনেট এর ছবি

মাধুরী শুঞ্ছি আমার পাশের স্টেটেই থাকে চোখ টিপি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মামুন হক এর ছবি

দেশে গেলে মৃদুল আর আকতার ভাইয়ের মধ্যে ছড়ার লড়াই দেখতে চাই, লাগলে হাজার টাকা দিয়া টিকেট কাটুম হাসি

আকতার আহমেদ এর ছবি

আপ্নেরে মিয়া যতটা খারাপ ভাবসিলাম এখন দেখি তারচে' বেশি খারাপ আপ্নে! আমাগো দুই বন্ধুর মইধ্যে ক্যাচাল লাগায়া দিয়া টিকিট কাইটা দেখার কতা কন। আপ্নের লগে খেলুম না মন খারাপ

জি.এম.তানিম এর ছবি

আমিও হাসি নাই... পোলাটা সকাল থেকে পানিতে... কেউ তারে উদ্ধার করে না... সবাই পাষাণ...
মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আকতার আহমেদ এর ছবি

মন খারাপ

খেকশিয়াল এর ছবি

কি কত্তাম আমার যে হাসি পাইলো খেক খেক খেক

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

খেক খেক না কইরা মৃদুইল্যার লগে কেএফসিতে গিয়া মুরগী খান মিয়া। সে আপ্নেরে খুঁজতেসে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাসুম্নাকান্দুম বুজ্তার্তাসিনা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

হাস্তেহাস্তেকাইন্দাফালান!

সবজান্তা এর ছবি

আসেন পোলাটারে পানিতে চুয়াবা মাইরা ফালাই, আর আরেকজন ওইটারে শুট করি।

ভালো একটা হরর ছবি হইবো মনে কয়...


অলমিতি বিস্তারেণ

আকতার আহমেদ এর ছবি

মন খারাপ

রণদীপম বসু এর ছবি

এ্যাঁ.......! এইটা দুঃখের ছড়া বুঝি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আকতার আহমেদ এর ছবি

রণদা' শেষ পর্যন্ত আন্নেও মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।