আমার জননী

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ১০/০৫/২০০৯ - ১২:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার মায়ের বুকে-
ভোরের পাখিরা মায়াবী কন্ঠে ডেকে যায় মহাসুখে
বাউল বাতাস দোলা দিয়ে যায় তুলতুলে সাদা কাশ-এ
গায়ে কাদা মেখে দুষ্টু ছেলেরা মেতে উঠে উল্লাসে।

রবীন্দ্রনাথ নজরুল লিখে কবিতা গল্প গান
উদাস দুপুরে মুর্ছনা তুলে লালনের আহবান
মমতা জড়ানো মেঠোপথ ধরে পথচারী চলে একা
দূর দিগন্তে হাতছানি দেয় জীবনের সীমারেখা!

বিকেলের রোদে নিকেল আলোয় সাজে শাপলার বিল
মুগ্ধতা নিয়ে সুনীল আকাশে ডানা মেলে গাঙচিল
পদ্মা মেঘনা যমুনার বুকে বাজে একটানা সুর-
ফিরে এসো এই ঢেউয়ের ছন্দে, ফিরে এসো মুজিবুর
ফিরে এসো তুমি ঘাসের ডগায় সোনালী ধানের শীষে
যেখানে মহান সূর্যসেনের জয়গাঁথা আছে মিশে
আছে মিশে চির সত্যের মত প্রেরণা জাগানো বীর
ক্ষুধিরাম বসু, শরীয়তুল্লাহ, প্রীতিলতা, তিতুমীর...

এভাবে দুপুর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে
নেচে উঠে প্রাণ ঝিঁ ঝিঁ পোকাদের অনাবিল উদ্যামে
রাতের আকাশে জেগে থাকে চাঁদ, জেগে থাকে সব তারা
জোছনার জলে সিক্ত দু'চোখ অপলক ঘুমহারা
ঘুমহীন কাটে স্বপ্নীল রাত, চাঁদ হয়ে আসে ফিকে
বলছি আমার জননীর কথা নিতে পারো তুমি লিখে-

আমার জননী সবুজ বাংলা যুগে যুগে কালে কালে
আমার ঠিকানা সেই সবুজের বুক ছুঁয়ে থাকা লাল-এ!

অনেক বছর আগে লেখা, প্রায় এক যুগ হবে। ছোটদের কাগজের 'মা' সংখ্যায় ছাপা হয়েছিল (যেটা ছিল ছোটদের কাগজের শেষ সংখ্যা)। খুব লোভ হচ্ছিল আজ মাকে নিয়ে একটা লেখা দিতে। তাই স্মৃতি থেকে তুলে দিলাম লেখাটি...


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

খুব সুন্দর প্রান ছুঁয়ে যাওয়া লেখা আকতার ভাই। পড়তে পড়তে চোখ ভিজে উঠলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন এর ছবি

আমার জননী সবুজ বাংলা যুগে যুগে কালে কালে
আমার ঠিকানা সেই সবুজের বুক ছুঁয়ে থাকা লাল-এ!

একদম মনের কথারে ভাই!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মামুন হক এর ছবি

পড়েতে পড়তে চোখ ভিজে উঠল, চোখ ভেসে গেল।

নজমুল আলবাব এর ছবি

আকতার দ্যা গ্রেট।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

পান্থ রহমান রেজা এর ছবি

আর্দ্র হয়ে উঠল যে চোখের কোণ।

জি.এম.তানিম এর ছবি

শ্রদ্ধা
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার স্মৃতি বস্তুটারে ছিনতাই করতে হবে। এতো মনে রাখেন কেমনে?

লেখা অসাধারণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ কীর্তি, সিমন, মামুন ভাই, অপু ভাই, পান্থ, তানিম, নজু ভাই পড়ার জন্য, কমেন্ট করার জন্য।
মা-মাতৃভূমি এই অনুভূতিগুলা কেমন জানি!

লুৎফুল আরেফীন এর ছবি

অনন্য!

মূলত পাঠক এর ছবি

খুব সুন্দর লাগলো!

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আরেফীন ভাই ও 'মূলত পাঠক'

আবু রেজা এর ছবি

এভাবে দুপুর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে
নেচে উঠে প্রাণ ঝিঁ ঝিঁ পোকাদের অনাবিল উদ্যামে
রাতের আকাশে জেগে থাকে চাঁদ, জেগে থাকে সব তারা
জোছনার জলে সিক্ত দু'চোখ অপলক ঘুমহারা
ঘুমহীন কাটে স্বপ্নীল রাত, চাঁদ হয়ে আসে ফিকে
বলছি আমার জননীর কথা নিতে পারো তুমি লিখে-

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আহ্! কী লেখা!! ফাটাফাটি আক্তার!!! ফাটাফাটি!!!!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আকতার আহমেদ এর ছবি

থ্যাঙ্কু, রেজা ভাই।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভালো লাগল আকতার ভাই।
আপনার স্মৃতির নমুনা দেখসিলাম এর আগে একবার। আবার দেখলাম। মুগ্ধ হইলাম আরেকবার।
আপনার জন্য রইল মানিক ভাইয়ের আঙ্গুলসমেত হাত। চোখ টিপি

সাইফুল আকবর খান এর ছবি

চলুক

'স্মৃতি থেকে' লিখলেন, মনে করে করে?!
আপ্নেও তো দেখি মানুষ্ণা‍!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।