[সুজন চৌধুরী, আমাদের সুজন্দাকে...]
এটা কিছু হইলো
মানবতা বলে আর বাকী কিছু রইলো!
আইনের মুণ্ডুটা দুই হাতে চটকে
পাঁচটারে মাঝরাতে ধরে দিলা লটকে
মুজিবের খুনি বলে ওরা ক্ষমা পায় না
গণতন্ত্রের সাথে এটা যায়? যায় না!
যাই হোক, এইবার ক’টা দিন দম নে
রাজাকার ইস্যুটাকে মুখে বাপ কম নে
বুঝে গেছি ঘাতকের ক্ষমতার ধ্বস কী
মরা লাশে জুতা ছুড়ে জনগণ (কস কী!)
ভিজে গেছে পায়জামা দেখে ক্ষোভ ঘিন্না
এবারের মতো ভাই মাফ করে দিন না!
মন্তব্য
ওরে---পুরা কুপাকুপি ছড়া---!!
দারুণ ছড়া হে ছড়াকার!
যারা ছড়া লিখতে পারেন, তাঁদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি এঁরা অন্য জগতের লোক।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দুর্দান্ত!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
আপনার ছড়াগুলো খুব ছন্দময় হয়। এবং সাথে অন্তর্নিহিত ভাবনার সুন্দর প্রতিফলন।
এই ছড়ায় উত্তম
- আকতার ভাই রক্স!
আপনার ছড়ার শেষে এসে আমারও মনে ছোড়া এসে ভর করলো-
ভালো কথা, মাফ তোরা চাস।
আমি বলি-
রসো বাছা, রেডি করি
আইক্কাঅলা বাঁশ।
ওয়াহ ওয়াহ... আদাব আরজ হ্যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওয়াহ ওয়াহ...
ধন্যবাদ অনিকেত দা, তুলিরেখা, রেনেট, হিমু ভাই, রাহিন হায়দার, মৃত্তিকা, ধুগোদা!
জটিল
অসাধারণ মামা, এক্কেবারে লা-জওয়াব!
এটা নয় মানবতা...
বললেই মানব তা?
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
পুরাই ঢিচ্চিয়া ... ঢিচ্চিয়া টাইপ।
শালাগো পায়জামা আসলেই ভিজ্যা গেছে, এডাল্ট প্যাম্পারস পড়ানো লাগবো।
এমন 'আগুন ছড়া'র জন্য প্রতি বিপ্লবী ছড়াকারকে বিপ্লবী লাল সালাম।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ভাল লাগলো।
দারুণ... চমৎকার....
------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
আপ্নে পারেনও !!!!
_________________________________________
সেরিওজা
দারুণ ছড়া৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন করে কিচ্ছু বলার নাই, তোমার ছড়া তো এমনই হওয়ার কথা!
আপনাকেও সচলে স্বাগতম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খাসা!
ছড়া তো না- পুরা ধারালো শার্পনেল ভরা গ্রেনেড!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
.......................................................................
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ফাটানি কোপানি!
সুজন্দা কো? এই ছড়ার কার্টুন ইলাস্ট্রেশন কো?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ঢিসক্যাঁও!
মাইরের উপ্রে ওষুধ নাই। এবার রাজাকারগুলারে ফাঁসি দিলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার ফতোয়াবাজদের ধান্দাবাজির শেষ দেখতে চাই।
ছড়া ডাবল গুল্লি। খুনিগুলা নাকি মুক্তিযোদ্ধা ছিলো - মুক্তিযোদ্ধা-দরদী জামায়াতের এই ফতোয়ার ব্যাপারটা থাকলে কনটেন্ট আরো পূর্ণ হতো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন