পথিক জানে, ভবিষ্য দিনের কথা

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৯/০৩/২০০৯ - ৭:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেখানে আমাকে তুমি দাঁড়িয়ে রেখেছিলে
সেখানে এক গাছ এখনও দাঁড়িয়ে আছে
যেখানে প্রিয়ে তুমি গোপনে বলেছিলে
সেখানে সেই কথা বাতাসে ভেসে আছে।

জীবনে জীবন আনো প্রণয়ে প্রণয়
যে পথিক সেই ক্ষণ বলেছিল জনায়
আমি সেই পথিকের শব্দ এখন শুনি
'ঘর পোড়া গরু গুলো ঘর কি পাব কোন'
আমাদের বাতায়ণে যে ভালোবাসার রোল
সেখানে অবহেলা গড়েছে আস্তরন
পথিক চলে গেছে-
নিয়ে গেছে আমাদের সময়ের ক্লান্ত ক্ষণ।

এককী দাঁড়িয়ে এই স্বাক্ষী গাছের নিচে
অতীতের কত কথা বিরহ মনের ভিড়ে
তবু সত্য সেই ক্লান্ত সময়ে এক বৃদ্ধ পথিক
যে বুঝেছিল ভবিষ্য দিনের রহস্য-
তাই আজ এই ক্লান্ত বিকেলে, তোমার
ছবির কথা প্রকৃতি ছড়ায়ে, তোমার সুর
পাখির কথার সাথে উড়ে যায় দূরে।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক

মাল্যবান এর ছবি

ভালো লাগলো ।

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

দাদাকে কবি মেনে নিলাম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমাদের বাতায়ণে যে ভালোবাসার রোল
সেখানে অবহেলা গড়েছে আস্তরন
পথিক চলে গেছে-
নিয়ে গেছে আমাদের সময়ের ক্লান্ত ক্ষণ।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যেখানে প্রিয়ে তুমি গোপনে বলেছিলে
সেখানে সেই কথা বাতাসে ভেসে আছে।...
ভালোলাগা কথাগুলো যদি সত্যি বাতাসে ভেসে থাকতো, কি ভীষন অন্যরকম হতো, তাইনা?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

সুন্দর

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।