নুরিশার বিবিধ বাগান

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ৩০/১০/২০১০ - ২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গুটিয়ে নেয়াই যাদের একমাত্র আত্মরক্ষা, সেই কেঁচোর সাথে লনমোয়ারের ভাব হলো না। আর এতে, আমরা প্রাকৃতিক চিত্রকল্প, মানবিক প্রতীক-টতিক, জীববিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতি এইসব খুঁজে পেলাম যার যার মতো। কিন্তু মূলত এই গল্প আমাদের কাছে কখনো ধরা দেয়নি।

গল্প

এই মাটি কারো নয়। তারাজুর মা-বাপ, তাদের পিতৃকুল কারোর নয়। কেবল আড়কাঠি বলেছিল মাটি লয় রে ঐখানে সোনা পাবি। তাই মাটি দিয়ে কী। তারাজুর পিতৃকুলের কানে তখন সোনার স্টিমার হুসহুস দেয়। তারপর একদিন ঠিক পানি ডিঙিয়ে চলে আসে সক্কলে। এই সোনার দেশে। তারপর তারাজুর মা হল বাপ হল। দুইজনই অন্ত্রের অসুখে শেষ হল। আর তারাজু। টুসু গানে আছে: সর্দার বলে কাম কাম/ বাবু বলে ধরে আন ... তাই অন্ধকার থেকে নিড়ানি দিচ্ছে ম্যানেজার বাবুর বাংলোতে। তারাজুরা দূরমাটির লোক। যাকে নিয়ে এই গল্প, সেই মেম মালকিন তাদের কেউ নয়।

মেম মালকিন কামিনীফুল ভালোবাসে। নেটওয়ার্ক না পেলে মোবাইল হাতে একা একা চলে যায় কামিনীগাছের নিচে। এইসব গাছে শ্রাবণের পরে ফুল থাকে না আর। এখন কার্তিক। মেম মালকিন এসব জেনেও জানে না। বরং তার রাগ হয়, মালি কি জানে না, বছর ধরে ফুল ফোটানোর কৌশল। না, মালি চেনে কামিনীর পাতা। এই পাতা ক্ষত বুজিয়ে দেয়। রক্তপাত থামায়। কামিনীর পাতা মেম মালকিনের কেউ হবে না কোনোদিন।

তার নাম নুরিশা। কীভাবে সে কেমন করে ম্যানেজারের ঘরণী সে-কথা অন্যত্র পাবে। আমরা বস্তুত তাকে দেখেছি একঝলক। কিংবা তার সামান্য কিছু বেশি। অক্টোবরের পারিবারিক পিকনিকে, শীতলছড়া বাগানের ম্যানেজার বাংলোয়। তারপর হাইওয়ের ঝাঁকুনি খেতে খেতে ভুলে গেছি তার কথা প্রায়। সুতরাং, সে আমাদেরও তেমন কেউ নয়।

যতটুকু জানা যায়, নুরিশার ছিল ক্যাকটাসের শখ। তার ছিলও একুশ প্রকার। এইসব ক্যাকটাস নিয়ে দুইকথা বলা যায়। সাধারণত ক্যাকটাস সম্পর্কে অনেক কিছুই জানা যায়। কিছু কিছু ক্যাকটাস সুদূর অতীতে বয়ে আনে হার্মাদের দল। আবার কিছু কিছু মনসার পূজায় লাগত, বহুকাল ধরেই। আর যদি ঘৃতকুমারীকেও ক্যাকটাস বলো, সে দারুণ গুণবতী। আর কিছু কিছু, আশ্চর্য সব ক্যাকটাস, তারা কেবল আশ্চর্য করে যায়। স্রেফ রোদ খেয়ে বেঁচে থাকে তারা। আর ফলায় অবাকফুল প্রচুর। এইসব ক্যাকটাস আর কিছু চায়নি কখনো।

কিন্তু ম্যানেজার সাহেব একদিন ফেলে দিল সব। এরা ঘরে অমঙ্গল আনে। অপয়া কাঁটার গাছ। নুরিশাও ভাবে, হতে পারে। সত্যিই তো অশান্তি। সংসারে তাই ক্যাকটাস রইল না কোনো। দুইদিন খুব কেঁদেছিল সে। আর ক্যাকটাসদল ভুলে গেল তার কথা। কবি লিখেছে: বোকা উদ্ভিদ তবে কি/ মানুষের কাছে প্রেম চেয়েছিলো?/ চেয়েছিলো আরো কিছু বেশি ...

কী জানি। চাওয়ার শেষ নেই, তবু অপয়া নয় বলে, মেম মালকিনের বনসাইগুলো টিকে গেল। এইসব বনসাই নিয়ে দুইকথা বলা যায়। সাধারণত বনসাই সম্পর্কেও অনেক কিছু জানা যায়। নুরিশার আছে প্রায় একুশ প্রকার। সে দেখায় এক-দুই করে। বট তমাল থেকে কামরাঙ্গা কাগজি লেবু। সিলিং থেকে ঝোলানো ডুমুর। বৃদ্ধ সেগুন। পেঁচানো দেবদারু। আর রেলিঙে ঠেস দেয়া অশ্বত্থ, তার কথা আলাদা, নুরিশা তার সামনে থামে। থামবেই। সত্যিই চমৎকার এই বনসাই। সে তার প্রাণের সখা, সব থেকে প্রিয়। চিরহরিৎ অশ্বত্থ যত্ন চেয়েছে, বাড়তে চায়নি মোটে। তাই সে টিকে আছে অপরূপ ভাস্কর্য হয়ে, শীতলছড়ার ম্যানেজার বাংলোয়।

 

---

গান, টুসু গান; কবিতা, হেলাল হাফিজের



মন্তব্য

ফাহিম এর ছবি

চিরহরিৎ অশ্বত্থ যত্ন চেয়েছে, বাড়তে চায়নি মোটে। তাই সে টিকে আছে অপরূপ ভাস্কর্য হয়ে, শীতলছড়ার ম্যানেজার বাংলোয়।

চারিদিকে বনসাইয়ের বড় বেশী ভিড়!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নীলকান্ত এর ছবি

মেম মালকিন কামিনীফুল ভালোবাসে। নেটওয়ার্ক না পেলে মোবাইল হাতে একা একা চলে যায় কামিনীগাছের নিচে।

হাসি


অলস সময়

অনিন্দ্য রহমান এর ছবি

আর লাইন পাইলি না ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দুষ্ট বালিকা এর ছবি

আহেম! খাইছে ক্লাসে যাই, ফিইর‍্যা আবার কমেন্টামু! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিন্দ্য রহমান এর ছবি

আর কত ক্লাস করবা? ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দুষ্ট বালিকা এর ছবি

যাইনাই ক্লাসে... দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিন্দ্য রহমান এর ছবি

তাইলে কিসু কও না ক্যান?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নৈষাদ এর ছবি

ঠিকাছে।

অনিন্দ্য রহমান এর ছবি

অতি কষ্টের কল্পনা, উইথ শ্যালো ফোকাস। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নৈষাদ এর ছবি

তবে এটাও ঠিক যে নজমুল আলবাবের গল্পটা পড়ার আগে নুরিশার পিতৃপূরুষের ব্যাপারটা অন্যরকম মনে হয়েছিল (যেহেতু গল্পে লিংক দিয়েছেন)।

অনিন্দ্য রহমান এর ছবি

লিংক দেয়ার কারণে ভাবনাটা একমুখী হয়ে গেছে ... কি আশ্চর্য, আপনি বলার পরে আমিও অন্যরকম ইতিহাস দেখতে পাই ... এবং আরেকটা ডাইমেনশন পাওয়া গেল ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

এক গল্পের ভিতরে তিন গল্প। ঠিকাছে। (কপি পেস্ট)

অনন্ত

অনিন্দ্য রহমান এর ছবি

আমি তো ২টা পাইলাম মন খারাপ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

বেশ কিছুদিন ধরে Yiyun Li র গল্পগুলো পড়ছি। উনি এতো সহজ করে লিখেন- উনার গল্প পড়ার পর থেকে অন্য যেকোনো লেখা পড়ে জটিল দুর্বোধ্য মনে হচ্ছে।

এই গল্প দুইবার পড়ার পর মনে হয় বুঝতে পারলাম।

-------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনিন্দ্য রহমান এর ছবি

লেখক ইতস্তত করলে গল্প সহজ হয় না আর, কোপাইলে কনফিডেন্টলি, এই গল্পে কনফিডেন্সের ঘাটতি ছিল ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

জনাব তবে বোর্হেস পড়া শুরু করেন। বাকী সবকিছুই তখন সোজা মনে হবে

অনিন্দ্য রহমান এর ছবি

সহজ লেখা খুঁজে দ্যাখ নারে মন দিব্যজ্ঞানে ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আহেম! আলবাব ভাইয়েরটা পড়ে এসে, কমেন্টাবো।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুমমম... পড়লাম। সুন্দর গুছিয়ে লেখা। ভালো লাগল ভাবনাটা আর অ্যালিগরিগুলো (অ্যালেগরির বাংলা মনে পড়ছে না এখন)।

আর ইয়ে, আমার কিন্তু নওশেরকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে! চিন্তিত
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

রূপক নাকি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হইতারে।

গুটিয়ে নেয়াই যাদের একমাত্র আত্মরক্ষা, সেই কেঁচোর সাথে লনমোয়ারের ভাব হলো না। আর এতে, আমরা প্রাকৃতিক চিত্রকল্প, মানবিক প্রতীক-টতিক, জীববিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতি এইসব খুঁজে পেলাম যার যার মতো। কিন্তু মূলত এই গল্প আমাদের কাছে কখনো ধরা দেয়নি।
এটুকু তে চলুক দিতে ভুলে গেছিলাম। হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

ডিসক্লেইমার দিলাম একটা ... আরকি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ডিস্ক্লেইমার দেবার ইশটাইলটা দেখেই তব্দা খেলাম আরকি!

একদিন অনেক বড় মাপের লেখক হবে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

"আগুন নিয়ে খেলা করিস না, ও সই লো"
ওস্তাদ এইডা কী দিলেন ... ৬:৫৫ হইতে ৬:৫৭ দ্রষ্টব্য হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দ্রোহী এর ছবি

চমৎকার গল্প।


কাকস্য পরিবেদনা

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ। অনেকদিন পরে দেখা পাইলাম ... হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই তাইলে গঠনা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

গঠনা কারাফ ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবুজ বাঘ এর ছবি

শিমশিমাউ টাইপের গল্ফ। খালি ক্লেশ দেস তরা। তবে ক্লেশ দিয়া খ্রাপ করস নাই। নজমুল আলবাবের গল্ফৌ পড়া হইয়া গেল। নজমুলের গল্প পইড়া গলার মইদ্যে ব্যাদ্না করতাছে। আর তর গল্ফ পইড়া মস্তিষ্ক ব্যাদ্না করতাছে। দুইডাই ব্যাফক খ্রাপ গল্ফ। সুমন চাটুজ্যের কতা মতো, নিজেরে ভুদাই ভুদাই লাগে।

অনিন্দ্য রহমান এর ছবি

হাতপাও ঠিক থাকলেই হইল। ওইগুলাই সভ্যতার ধারক-বাহক। চারিদিকে সভ্যতা হাইটা যায় ...

মন্তব্যে আনন্দ হইল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নজমুল আলবাব এর ছবি

শিরোনামটা অসাধারণ।

গল্পের বুনটটা ঠাসা। ঘটনার জড়াজড়ি আর আত্মিয়তায় শক্ত একটা গল্প, ভালো লাগলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনিন্দ্য রহমান এর ছবি

অপু ভাই থ্যাঙ্কু হাসি
আমার মনে হয় কেউ কেউ নিজের সিচুয়েশনের জন্য নিজেই দায়ী। সেইজন্যই গল্পটা এইভাবে।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

কৌস্তুভ এর ছবি

গল্প ভালো। চুপ করে পড়লাম।

অনিন্দ্য রহমান এর ছবি

আওয়াজ দিলে আরও ভালে হৈত ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

জুয়েইরিযাহ মউ এর ছবি

তোমার গল্প বলে যাওয়ার ধরণটা ভালো লাগে ভাইয়া...
যে চিন্তার উপর ভিত্তি করে এ গল্পটা দাঁড়ালো তা চমৎকার... !!

------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনিন্দ্য রহমান এর ছবি

চিন্তা পলায়নপর ... বহু কষ্টে গল্পের খাঁচায় ঢুকাইতে হয় ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রানা মেহের এর ছবি

বেশ ভালো।
কাহিনী সাধারণ। তবে এতো সুন্দর করে বলেছেন।ভালো লাগে এরকম কিছু পড়তে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ রানা মেহের হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।