হ্যাকিং

অপ্রিয় এর ছবি
লিখেছেন অপ্রিয় [অতিথি] (তারিখ: বুধ, ১০/০৯/২০০৮ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুষিত সময় এক এই দেশে
বয়ে চলেছে বারবণিতার শ্বেতস্রাবের মত।
চটজলদি কাঠগড়ায় চড়ানো হবে তরুণ এক
করেছে হ্যাকিং এক সস্তা নীড়পাতার।
হয়না বিচার তাদের যারা দলবেঁধে সেজেগুজে
করে চলেছে হ্যাকিং জীবন্ত মগজ কলিজা হৃত্ পিন্ড
দূর থেকে কিবোর্ড দাবিয়ে নয়,
কাছে থেকে ট্রিগার দাবিয়ে
ছোট অস্ত্রের তপ্ত বুলেট চালিয়ে।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

মাইট ইজ রাইট। আর সব ভুয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অপ্রিয় এর ছবি

সত্যিই কি তাই?

+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল

শেখ জলিল এর ছবি

অপ্রিয় হলেও সত্যভাষণের জন্য পাঁচ তারা। কবিতা ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অপ্রিয় এর ছবি

ধন্যবাদ।

+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।