একুশের আর্কাইভ থেকে - ০৫

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: মঙ্গল, ১২/০২/২০০৮ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৈনিক আজাদ (৫/১২/১৯৪৭)

দৈনিক আজাদ (১৩/১২/১৯৪৭) (ক)

দৈনিক আজাদ (১৩/১২/১৯৪৭) (খ)

দৈনিক আজাদ (১৩/১২/১৯৪৭) (গ)


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

৫২-র ২১শে ফেব্রুয়ারি আচমকা আসেনি এবং ভাষা আন্দোলন যে একটি ধারাবাহিক সংগ্রামের ফসল, এই দলিলগুলি সেই কাহিনীই শোনাচ্ছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হুমায়রা এর ছবি

Dear Jalal Bhai
আমি ফ্লোরিডা থেকে একটি ই-ম্যাগাজিন প্রকাশ করছি। আমার ম্যাগাজিনের জন্য আমি কি আপনার লেখা ও কিছু পোস্ট প্রকাশ করতে পারি? অনুমতি দিলে খুশী হব। আমার ম্যগাজিন লিংক

http://www.nauba-aloke-bangla.com/
Sincerely--Humaira

থার্ড আই এর ছবি

জালাল ভাইকে আসলে কপি রাইট করতে হবে। দেখো দেখি কত কত ভক্ত ....... !!!
তবে সচলায়তন যেন আবার জালাল ভাইকে হারিয়ে না ফেলে।
বরাবরের মতো এবারও +

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।