১৯৭১'এর বধ্যভূমি সংরক্ষণে স্মৃতিফলক স্থাপন

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: রবি, ০৯/১১/২০০৮ - ৫:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশ ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি নামফলক স্থাপন করে ১৯৭১ সালের বধ্যভূমিগুলো সংরক্ষণের একটি মহতী উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে টেক্সাস ভিত্তিক "সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ" স্মৃতি ফলক স্থাপনের জন্য তহবিল সংগ্রহ শুরু করেছে। ওয়ার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির অনুসন্ধানে জানা যায়, দেশে ছোট বড়ো প্রায় পাঁচ হাজার বধ্যভূমি রয়েছে। এর মধ্যে নয়শত বধ্যভূমি চিহ্নিত করা সম্ভব হয়েছে। এসব বধ্যভূমি সংরক্ষণের জন্য স্থায়ী স্মৃতি ফলক স্থাপন করা অত্যন্ত জরুরী।

সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ টেক্সাসভিত্তিক নিবন্ধিত অলাভজনক একটি স্বেচ্ছাসেবী গবেষণা সংস্থা। এই উদ্যাগে আমেরিকায় বসবাসরত আগ্রহী দাতাদের প্রদেয় অর্থ সম্পূর্ণভাবে ট্যাক্স ডিডাক্টিবল। ১৯৭১'এর স্মৃতি সংরক্ষণের জন্য সকল প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। আপনি আগ্রহী হলে যোগাযোগ করুন এম এম আর জালালের সাথে। ফোন নাম্বার: (৯৭২) ৩১৩-১০৮৭ ই-মেইল করুন:

এছাড়া, বাংলাদেশে সরাসরি যোগাযোগ করুন ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, ১২৯ দারুস সালাম রোড, মিরপুর ঢাকা ১২১৬। ফোন ৮০২২৬০৯ অথবা ০১৮১৭০০৭৯২১। ই-মেইল:

এই সংবাদ বিজ্ঞপ্তিটি ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকা থেকে প্রকাশিত নিউজ বাংলায় প্রকাশিত হয়েছে।


মন্তব্য

হিমু এর ছবি
রেজওয়ান এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

এই পড়ে থাকা কাজগুলো যে কবে হবে...

তানভীর এর ছবি

উদ্যোগের জন্য ধন্যবাদ। চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাধু সাধু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

চমৎকার উদ্যোগ!


কী ব্লগার? ডরাইলা?

নজমুল আলবাব এর ছবি
পুতুল এর ছবি

খুব ভাল একটা কাজ করলেন জালাল ভাই!

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হাসান মোরশেদ এর ছবি

এইসব কাজ ও ব্যক্তি উদ্যোগে করতে হয় !
রাষ্ট্র দিয়ে কি দরকার তাহলে আমাদের?

জালাল ভাই, আমরা যারা আমেরিকার বাইরে আছি তারা কিভাবে সংশ্লিষ্ট হবো?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রণদীপম বসু এর ছবি

এই সাধু উদ্যোগে সমর্থন রইলো এবং এর সাফল্য কামনা করি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

জয় বাংলা!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

যাক, কেউ তো শুরু করল ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নজমুল আলবাব এর ছবি

জালাল ভাই, কাজটা কিভাবে করার প্ল্যান আপনাদের? দেশে কারা দেখাশোনা করবেন এটা?

আমরা যারা দেশে আছি তারা কি সম্পৃক্ত হতে পারবো?

শুভকামনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

এম. এম. আর. জালাল এর ছবি

বাংলাদেশে সরাসরি যোগাযোগ করুন
ডাঃ এম, এ, হাসান.
ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, ১২৯ দারুস সালাম রোড, মিরপুর ঢাকা ১২১৬। ফোন ৮০২২৬০৯ অথবা ০১৮১৭০০৭৯২১।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

গৌরীশ রায় এর ছবি

মহতী উদ্যোগ |
এ উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পারলে ভাগ্যবান মনে করব |

আপনার লিখা থেকে মুল ভাব গ্রহন করতে পারলে ও বিস্তারিত জানার ইচ্ছে থেকেই যাচ্ছে, অর্থা‌ ঠিক কিভাবে কাজ শুরু করেছিলেন এবং কিভাবে কাজ শেষ করবেন ?
আরও কিছু তথ্য যোগ করে লিখাকে পূর্ণতা দিতে পারেন যেমন
১)অর্থের পরিমান |
২)ব্যাক্তি মালিকানাধিন বধ্যভূমিগুলোর অর্ন্তভুক্তিতা
৩) সরকারের অনুমতি |
৪) ফলক সংক্রান্ত তথ্য |

যদি পরিকল্পনা চুড়ান্ত হয়ে থাকে লিখা আপডেট করে দিতে পারেন |

উদ্যোগ সফল হোক |

অভিনন্দন সহ

হিমু এর ছবি

ফলকগুলিতে কি মিরপুরের বধ্যভূমির ফলকের মতো একাধিক ভাষায় তথ্যাবলী লেখা থাকবে?

অনুবাদের কাজে সচলরা সাহায্য করতে পারবেন। বাংলা ও ইংরেজি ছাড়াও ফরাসি, জাপানি, রুশ আর জার্মানে থাকতে পারে মূল তথ্য। একটু খোঁজ নিলে আরবি আর স্প্যানিশেও করানো যাবে।


হাঁটুপানির জলদস্যু

ফৌজিয়ান এর ছবি

International Coalition of Historic Site Museums of Conscience এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ব্যবস্থাপনায় থাকা বধ্যভূমিতে একাধিক ভাষা ব্যবহার করেছে এই কোয়ালিশনের ধারা অনুসরণ করে। এটি বেশ চমৎকার ব্যবস্থা, আশা করা যায় অন্যান্য বধ্যভূমিতেও একইরকম চিন্তাধারা বজায় থাকবে ফলকগুলোতে। যেহেতু বাংলাদেশ ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর বেশ আন্তরিক ভাবে একে অন্যের সাথে বিভিন্ন কার্যক্রমে সংযুক্ত, তাই এটা বোধহয় আশা করাই যায়।

সাঈদ চাকলাদার এর ছবি

আপনাদের দেখে-শুনে মনে হয় এখনো সব আশা শেষ হয়ে যায়নি। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর একটু বিস্তারিত ভাবে প্লান - প্রোগ্রাম বললে আর কানাডা থেকে কিভাবে কাজে লাগতে পারি জানালে, খুশী হবো। যে কাজটা অনেক আগেই অন্যদের করার কথা ছিল- তা শুরু করার জন্য কৃতজ্ঞতা।

কীর্তিনাশা এর ছবি

সাধুবাদ এবং শুভকামনা। চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এর সুঘ্রাণ ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আর এতে আচ্ছন্ন হয়ে পড়ুক তাবৎ বাঙালী। ভবিষ্যতে যাতে কেউ মুছে দিতে না পারে আমাদের পূর্বসূরীর আত্মত্যাগ। গোপন করতে না পারে তাঁদের নাম- আমাদের উত্তর প্রজন্মের কাছে।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সুমন চৌধুরী এর ছবি

অসাধারণ উদ্যোগ।

হিমুর প্রস্তাবটা খুব ভালো। অনুবাদের প্রয়োজন হলে আছি।



অজ্ঞাতবাস

মুস্তাফিজ এর ছবি

ভালো উদ্যোগ
সফলতা আশা করি

...........................
Every Picture Tells a Story

থার্ড আই এর ছবি

আমাদের স্বপ্নদেখার রাত আরো প্রসারিত হোক।
অনেকগুলো জালাল ভাই জন্ম নিক।
শুভকামনা থাকলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জ্বিনের বাদশা এর ছবি

১৯৭১'এর স্মৃতি সংরক্ষণের জন্য সকল প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে।

ভেবে দেখলাম, বর্তমান অবস্থানে আমি নিজে দুভাবে অংশ নিতে পারি
চাঁদা দেয়া আর অনুবাদ (জাপানী ভাষা) .... দুটো কাজ করার জন্যেই সানন্দে রাজী আছি

একটা পে-প্যাল একাউন্ট খুলে ফেলার অনুরোধ জানাই

চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।