আলোছায়ার কবিরা.. (২)

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ১২/১১/২০০৮ - ১২:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্বে অনেক চেনামুখের কথা বলেছিলাম আমরা। এই পর্বে যাদের গল্প শুনবেন তারা কতোটা চেনা জানি না, তবে তারা যে গুণী শিল্পী তা নিয়ে কোনই সন্দেহ নেই..

(১১) Freelance Dreamer
ইশতিয়াক জিকো ব্লগস্ফিয়ারের চেনা নাম। ফোটুরে জিকো ততোটা চেনা না হলেও মনভোলানো সব ছবির জন্মদাতা সে। সেল্ফ পোর্ট্রেট, এক্সপিরিমেন্টাল কিংবা নিজের পোষা বেড়ালছানা, বিচিত্র সব সাবজেক্ট তার।

(১২) M. Hasan
এম. হাসানের প্রোফাইলের ছবিটা দেখেই একটু থমকে গেলাম। চেনা চেনা লাগে। পরে দেখি এই ছেলেটা "অভ্র" কিবোর্ডের সেই মেহেদী হাসান! মেহেদীর সাদাকালো আর সিলুয়েট ছবিগুলোই বলে দেয় ক্যামেরা আর কিবোর্ডে তার সমান দক্ষতা।

(১৩) sh@won
প্রনবেশ দাশ শাওন কেমন ছবি তোলেন? এই বর্ননায় আমি যেতে চাই না। শাওনের প্রত্যেকটা ছবি একেকটা ছোটগল্প। এর ছবি না দেখে বসে থাকা ভারি অন্যায়!

(১৪) Shudipto
সুদীপ্ত দাশের ছবি হল রঙধনুর মতো। বিষয় বৈচিত্র্যে আর নান্দনিকতায় সুদীপ্তর ছবি নজর কাড়তে পারে সহজেই।

(১৫) fakrulislam
ফকরুল ইসলাম পুরোনো লোক, ক্যামেরার সাথে তার ভালোবাসা ১৫বছরের। তার ছবি গ্রভীরাগ্রহে মানুষের কথা বলে, গল্পবলা সব ছবি তার।

(১৬) noprayer4dying
নিয়াজ আহমেদ এর ছবি দেখলে মনে হবে ক্যামেরাকে তুলি বানিয়ে আলো-ছায়ার রঙ দিয়ে ছবি আঁকেন। ছবি তো না যেন পেইন্টিং! পোস্টপ্রোসেসিং আর HDR নিয়েও তার কাজ দেখা যাবে ফ্লিকারে।

(১৭) zeeleon
এই ভদ্রলোকটি আমার বুকে চিনচিনে জ্বালা ধরিয়েছেন বহুদিন। BMW X5, ক্যানন 5D আর L লেন্স নিয়ে দুনিয়া চষে বেড়ানো এই লোকটাকে আমি যারপরনাই হিংসা করি! এতো হিংসা ক্ষোভের পরেও আমি জিলিয়নের ছবির মহাভক্ত। সেলিব্রেশন অফ কালারস শব্দটা বড় বেশী মনে পড়ে এর ছবি দেখলে।

(১৮) ~~KaKTaRuA ( AsHRaF )~~
কাকতাড়ুয়া কাক তাড়ানো বাদ দিয়ে ছবি তুললে সেই ছবি যে মন মাতিয়ে যেতে পারে সেটা কে জানতো? দেখুন এর অনন্যসাধারন সব আলোছায়ার কবিতাগুলো

(১৯) Wickedly Smart
এই লোকটা ব্রেসোঁ, আইজেনস্টাড এর ভক্ত, থাকেন রহস্যময়তার মধ্যে, বাস-পরিচয় অজ্ঞাত। আর ছবি? অসামান্য!!!

(২০) G.D.abir
জিডি আবীর কম্পিউটার গ্রাফিক্সের শিল্পী বলেই পরিচয় দিতে পছন্দ করেন। এর ছবি দেখা মানে কল্পলোকে ভ্রমন! নান্দনিক, ছন্দময়, চমকে দেওয়া সব ছবি। না দেখলে পস্তাতে হবে!

-----
আগেরবারের মতো এবারো এদের গুণবিচারের ভার আপনাদের। তালিকায় এরা একান্তই দৈবক্রমে (Random Order) এসেছেন, বাদ পড়ে গেছেন অনেকেই। অনুরোধ রইবে আপনাদের প্রিয় কেউ থাকলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে।

আজকে এখানেই শেষ করি..

(চলবে)


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

গুণীর কদর করার অভ্যাস নেই আমাদের তেমন একটা। এতগুলো গুণী মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

Bio Hazard এর ছবি

অসাধারণ

Catch the Dream এর ছবি

ধন্যবাদ অরূপ ভাইকে, এই উদ্যোগের জন্য॥

মেহদী হাসান খান এর ছবি

অরূপ ভাই , এই স্ট্রিমগুলোও দেখেন, প্রত্যেকেই আমার প্রিয় ফটোগ্রাফার:

http://www.flickr.com/photos/bahketni/
http://www.flickr.com/photos/rushdishams/
http://www.flickr.com/photos/ranaks_photostream/
http://www.flickr.com/photos/neelgolapi/
http://www.flickr.com/photos/lazyousuf/
http://www.flickr.com/photos/pretheby/
http://www.flickr.com/photos/rusho/
http://www.flickr.com/photos/nayeem_kalam/

আরো অনেকে আছেন, কন্টাক্ট লিস্টটা দেখতে হবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেকের ছবি আগে দেখেছি কিন্তু মেহেদীর ছবিগুলা দেখে টাসকি খেলাম। জটীল ছবি। নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।

zeeleon এর কারণে আমার বুকে ব্যাথা করেনা কারণ এরকম ছবি কোনদিনই তুলতে পারবোনা।

মেহদী হাসান খান এর ছবি

লাল-নীল-বেগুনী হয়ে যাচ্ছি দেঁতো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও মেহদী হাসানের ছবির দারুণ ভক্ত।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কতোশতো দুর্ধর্ষ ছবি অদেখা থেকে যাবে এই জীবনে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুস্তাফিজ [অতিথি] এর ছবি

অনেক ভালো ভালো দের তুলে এনেছেন, ধন্যবাদ। মেহেদী হাসানের প্রোফাইল ছবি নিয়ে আমিও কিছু জিজ্জেস করবো ভেবেছিলাম, যাক্‌ করতে হলনা।
এদের মাঝে আমার প্রিয় কয়েকজন আছেন যেমন, প্রনবেশ, ফকরুল ইসলাম, নিয়াজ আহমেদ, জিলিয়ন। জিলিয়ন এর নাম আসলে লিওন, পেশায় বৈমানিক, কাতার এয়ারলাইনস্‌ এর বিমান চালান, মানুষ হিসাবে চমৎকার, কিছুদিন আগে বিয়ে করেছেন, বউ মডেল তারকা রিয়া।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি এখনো ফ্লিকারাসক্ত হইতে পারি নাই... তবে মনে হচ্ছে হয়ে যাবো খুব শিঘ্রী...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

চমৎকার। ধুমসে ছবি চুরি করে ওয়ালপেপার বানানো যাবে!!!!!!!!!!!




কী ব্লগার? ডরাইলা?

মেহদী হাসান খান এর ছবি

হে হে হে.... দেঁতো হাসি

দ্রোহী ভাই, এবার সিগনেচারটা হওয়া উচিত ছিল "কী ফটোগ্রাফার? ডরাইলা?"

নজমুল আলবাব এর ছবি

ফখরুল ইসলামরে চিনি। আমারে একবার একটা ছবি গিফট করছিলেন। আর কত ছবি যে তুলছেন আমাদের তারতো সীমা নাই।

এই লোক কথাকলি'র মানুষ। হু।

ভুল সময়ের মর্মাহত বাউল

রানা মেহের এর ছবি

ফ্লিকারে বেশী বেশী ঘুরতে হবে
এতো সুন্দর ছবি সব
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রণদীপম বসু এর ছবি

আমি তো কেবল ইয়োগা পোস্টে ছবি পেস্টের জন্য প্রকৃতি প্রেমিকের কাছ থেকে ধারে জ্ঞান নিয়ে ফ্লিকারে ঢুকেছিলাম। এখন দেখছি ওখানে নিজের জন্যও একটা ঘর বানিয়ে নিতে হবে !

আর এখন মনে হচ্ছে পছন্দের পোস্টের তালিকার দৈর্ঘ্য আপনিই বাড়িয়ে দেবেন। সিরিজটা শেষ করার পর সিরিজের সবগুলো পোস্টের একটা সম্মিলিত লিংক দিয়ে দিলে তখন একটা পোস্টেই আলোছায়ার সব কবিদের একসাথে পেয়ে যাবো। দারুণভাবে বিশাল পাওয়া হবে এটা। আর এজন্য আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

টিপু কিবরিয়া এর ছবি

ফ্লিকারের ফটোগ্রাফারদের এখানে এভাবে তুলে ধরাটা দারুণ একটা কাজ হয়েছে। ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।