সচলায়তনে পুনঃপোস্ট

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শুক্র, ১৪/০৯/২০০৭ - ১১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সামহোয়্যার ইনয়ে দু'টো সিরিজ লিখছিলাম "গন্দম" আর "নটরডেমিয়ান", সিরিজ দু'টো এখানে শেষ করতে চাইছি।

এখন প্রশ্ন হলো, একদম প্রথম থেকে শুরু করব? নাকি সামহোয়ারে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে?


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রথম থেকে প্লীজ। এইখানে আর্কাইভ হয়ে থাকুক।

====
মানুষ চেনা দায়!

উৎস এর ছবি

প্রথম থেকেই করুন। একজায়গায় সবগুলো থাকবে। এছাড়া মামু একরকম বই বানানোর আয়োজন করেছে, ওটা নেড়েচেড়ে দেখতে পারেন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
অমিত আহমেদ এর ছবি

OK
নতুন গল্পই দেব, ভাবছি।

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অমিত আহমেদ এর ছবি

সামহোয়্যার থেকে সচলায়তনে প্রয়োজনীয় লেখা পুনঃপোস্ট করার প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। পাঠকদের বিরক্তি উদ্রেগ করার জন্য ক্ষমাপ্রার্থী।

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অমিত আহমেদ এর ছবি

এটা প্রথম পাতায় কিভাবে এলো?


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।